আপনার শখের ওয়েভ সাইট বা ব্লগটি এখনই এলেক্সাতে সাবমিট করে নিন-(নতুনদের জন্য মেগা টিউন)

অনেকদিন হয়ে গেলো ব্লগে লেখা-লেখি করা হয়না। আসলে একটু প্রবলেমে ছিলাম, তবে এখন থেকে আবার নিয়মিত লেখা শুরু করবো।

এই আর্টিকেলটা মূলত তাদের জন্য যারা এখনো তাদের শখের সাইটটা এলেক্সাতে সাবমিট করে নাই।

নতুনদের জন্য এই আর্টিকেলে যা যা থাকছে?

- এলেক্সা কি?

- কেনো আপনার সাইট বা ব্লগ এলেক্সাতে সাবমিট করবেন?

- আপনার সাইটে এর জন্য এটা কতটা গুরুত্বপূর্ন? 

- কিভাবে আপনার সাইট এলেক্সাতে সাবমিট করবেন? 

- এলেক্সা কি?

এলেক্সা হলো আপনার সাইট বা ব্লগের সম্বন্ধে জানার একটা মাধ্যম। মূল বিষয় হলো, আমি আপনার সাইট সম্বন্ধে জানতে চাই? তাহলে এখন আমাকে কি করতে হবে? হয়তো আপনার কাছে জিজ্ঞেস করতে হবে বা এমন কেওকে জিজ্ঞেস করতে হবে যে আপনার সাইট সম্বন্ধে জানে? কিন্তু, এই প্রসেসটা একটু ঝামেলাকর। তবে, আপনি যদি আপনার সাইটটা এলেক্সাতে সাবমিট করে রাখতেন তাহলে আমি সহজেই এলেক্সাতে গিয়ে আপনার সাইট সম্বন্ধে জানতে পারতাম। এলেক্সার কাজই হলো সবার সাইট সম্বন্ধে তথ্য নিয়ে অন্যদের সামনে উপস্থাপন করা। নিচের ছবিটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন।

http://i.imgur.com/L5a1hNH.png?1

- কেনো আপনার সাইট বা ব্লগ এলেক্সাতে সাবমিট করবেন?

আপনার সাইট সম্বন্ধে জানার জন্য আপনার সাইটকে এলেক্সাতে সাবমিট করা একান্ত জরুরী। এটা শুধু আপনার ভিজিটরদেরই কাজে লাগবেনা, আপনার জন্যও অনেক জরুরী। একজন এডমিন হিসেবে, আপনার সাইট এর ট্যারিফ কেমন? কি রকম ভিজিটর আসে আপনার সাইটে ? আপনার সাইটের সাইটের রাঙ্ক কত? আপনার সাইট কতটা জনপ্রিয়

এইসব তথ্যগুলো আপনার জানা একান্ত জরুরী। এর মাধ্যমে আপনি আপনার সাইটে সব তথ্য খুব সহজেই জানতে পারবেন।

 - আপনার সাইটে এর জন্য এটা কতটা গুরুত্বপূর্ন?  

আমার মনে হয় এতোক্ষনে বুঝার বাকী নাই যে, এলেক্সা আপনার সাইটের জন্য কেনো এতোটা জরুরী? তবে, একটা কথা বলবো ভাতের সাথে তরকারি যতটা জরুরী ঠিক তেমনি আপনার সাইটের জন্য এলেক্সা ততটা জরুরী। এলেক্সা আরও জানতে এখানে ঘুরে আসতে পারেন 

- কিভাবে আপনার সাইট এলেক্সাতে সাবমিট করবেন?

প্রথমে এখানে ক্লিক করুন- তাহলে নিচের মত একটা পেজ ওপেন হবে। মার্ক করা বক্সে আপনার সাইটের নাম লিখে এন্টার প্রেস করুন-

http://i.imgur.com/S8cKWPL.png?1

এবার নিচের মতো একটা পেজ পাবেন, যেখানে আপনাকে একটা একাউন্ট খুলতে বলা হবে- সেখানে আপনার ইমেইল দিন এবং No, I am a
new user. সিলেক্ট করে Continue চাপুন অথবা আপনি চাইলে আপনার ফেসবুক একাউন্ট থেকেও লগিন করতে পারেন।

http://i.imgur.com/p5Psovm.png?1

যসি ইমেইল দিয়ে একাউন্ট করে থাকেন? তাহলে একটা ভেরিফিকেশন মেইল যাবে। আপনার মেইলে লগিন করে ভেরিফাই করে করার পর নিচের মতো একটা পেজ ওপেন হবে। সেখানে আপনার পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপুন- 


http://i.imgur.com/i1ZvQYL.png?1

এখন আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে। এখন আপনি নিচের মতো একটা পেজ পাবেন যেখান আপনাকে আপনার সাইটের মালিকানার প্রমান দিতে হবে। এখানে ৩ টা পদ্ধতি দেওয়া হবে, আপনি যেকোনো ভাবেই আপনার সাইট এপ্রোভ করতে পারেন। তবে, ৩ নাম্বার পদ্ধতিতে এপ্রোভ করার জন্য আপনার একাউন্ট টাকা দিয়ে প্রিমিয়ামে আপগ্রেড করতে হবে। আমি দুই নাম্বার পদ্ধতি নিয়ে বলবো। আপনার যদি ব্লগস্পট এ একাউন্ট থেকে থাকে তাহলে আপনি এই পদ্ধতিতে আপনার সাইট সহজেই এপ্রোভ করতে পারবেন।

এজন্য ২ নং এ ক্লিক করুন- তাহলে নিচের মতো একটা পেজ পাবেন।

http://i.imgur.com/XmwyBnH.png?1

এবার হলুদ মার্ক করা বক্স দেওয়া কোডটা কপি করুন- 

এবার নতুন একটা ট্যাব ওপেন করে আপনার ব্লগস্পটে লগিন করুন- 

Now go to Templet > Edit html > 

এবার টেম্পলেট এর ভিতরে ক্লিক করে প্রেস করুন- Ctrl+F . 

সার্চ বক্সে টাইপ করুন <head> . 

হেড ট্যাগ এর পর কপি করা কোডটা বসিয়ে দিন।

এবার এলেক্সা সাইটে গিয়ে  Verify my ID   তে ক্লিক করে ভেরিফাই করে নিন। 

That's it. এখন থেকে আপনার সাইটের সব তথ্য এলেক্সা থেকে আপনি জানতে পারবেন।

সবশেষে নিচের এই লিংকে  গিয়ে আপনার ব্রাউজরের জন্য এলেক্সা টুলবার ডাউনলোড করে নিন। এটার মাধ্যমে আপনার সাইটের র‍্যাংকসহ যেকোনো সাইটের র‍্যাংকিং সম্বন্ধে সহজেই জানতে পারবেন।

http://i.imgur.com/Sx4jiT2.png?1

প্রথম প্রকাশিত এখানে।।

সময় পেলে আমার সাইট ঘুরে আসবেন > ফালতুসাইট.নেট

আজকের মতো এখানেই শেষ করছি। যদি কারও উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই টিউমেন্টের মাধ্যামে জানাবেন।

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এলেক্সা সম্পর্কে একটি পরিপূর্ন টিউটোরিয়াল যারা এই সম্পর্কে জানেনা তাদের কাজে দেবে, এলেক্সার সাইট থেকে টুলবার ব্যবহার করা আর মজিলার এডঅন ব্যবহার করার মধ্যে পার্থক্য কী..? এলেক্সার সাইট থেকে টুলবার ডাউনলোড করা টুলবার কী পিসিতে C drive এ ইন্সল হয় নাকি ব্রাউজারে হয়..?

    এটা মূলত ব্রাউজারে ইনস্টল হয়।তবে এলেক্সার সাইট থেকে এটি ডাউনলোড করে ব্যাবহার করা উচিত। আর ডাউনলোড করার পূর্বে অবশ্যই এলেক্সাতে লগিন করে নিবেন।এটা আপনার সাইটের র‍্যাংক বাড়াতেও হেল্প করে.

      Level 2

      ভাই ডাউনলোডেএর কোন লিংতো পাইনা

        install alexa extentions এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।

Level New

সবই তো বুঝলাম, কিন্তু আপনার নিজের সাইটের র‌্যাঙ্কিং এরে এত জঘন্য অবস্থা কেন ভাইয়া?????

    ভাইয়া, আমি জাস্ট ২০ দিন আগে ব্লগিং শুরে করেছি।

Thanks vi post ta share korar jonno.

ধন্যবাদ , অনেক কাজের জিনিস

    ভারতীয় বাঙ্গালী,
    মনে হচ্ছে টিটিতে নতুন। টিউনমেন্টের জন্য ধন্যবাদ

thanx……….