অনেক সময় বিভিন্ন ছবিতে রং পরিবর্তন করতে হয়। কিন্তু এই কাজ করতে গিয়ে আমরা সমস্যায় পড়ে যাই। এখন যে পদ্মতির কথা বলব তাতে খুব সহজে ছবির নির্দিষ্ট অংশের রং পরিবর্তন করা যায়।
১. প্রথমে আপনার পছন্দের ছবিটি খুলুন ফটোশপে।
২.Layer’s palette এ নতুন একটা Layer তৈরী করুন।
৩. নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় Layer’s palette থেকে blend mode কে Hue করে দিন।
৪. এবার Brush tool (B) সিলেক্ট করে কালার পিকার থেকে পছন্দ অনুযায়ী ফোরগ্রাউন্ড কালার বেছে নিন।
৫. এবার মূল ছবিরযে অংশের রং পরিবর্তন করতে চান নতুন লেয়ারের উপর ঠিক সেই অংশে ব্রাশ দিয়ে পেইন্ট করতে থাকুন। ব্রাশের সাইজ প্রয়োজন অনুযায়ী ছোট-বড় করে নিন।
৬. কোন অংশে অনাকাঙ্খিতভাবে ব্রাশ চলে গেলে তা দূর করতে Eraser tool (E) ব্যবহার করুন।
৭. সব কাজ ঠিকঠাক মত শেষ করলে আপনি নিচের মত করে রং পরিবর্তন করতে পারেন সহজেই.....
------------------------------------------------------
------------------------------------------------------
আমি মহসিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অতি সাধারন একজন মানুষ আমি। অন্যের মাঝে সুখ খুঁজি......
vai jotil tips sekhalen…. thnx…. 🙂