ফটোশপে ছবির রং পরিবর্তন করুন সহজেই

অনেক সময় বিভিন্ন ছবিতে রং পরিবর্তন করতে হয়। কিন্তু এই কাজ করতে গিয়ে আমরা সমস্যায় পড়ে যাই। এখন যে পদ্মতির কথা বলব তাতে খুব সহজে ছবির নির্দিষ্ট অংশের রং পরিবর্তন করা যায়।

১. প্রথমে আপনার পছন্দের ছবিটি খুলুন ফটোশপে।

ছবি

২.Layer’s palette এ নতুন একটা Layer তৈরী করুন।

ছবি

৩. নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় Layer’s palette থেকে blend mode কে Hue করে দিন।

ছবি

৪. এবার Brush tool (B) সিলেক্ট করে কালার পিকার থেকে পছন্দ অনুযায়ী ফোরগ্রাউন্ড কালার বেছে নিন।

৫. এবার মূল ছবিরযে অংশের রং পরিবর্তন করতে চান নতুন লেয়ারের উপর ঠিক সেই অংশে ব্রাশ দিয়ে পেইন্ট করতে থাকুন। ব্রাশের সাইজ প্রয়োজন অনুযায়ী ছোট-বড় করে নিন।

ছবি

৬. কোন অংশে অনাকাঙ্খিতভাবে ব্রাশ চলে গেলে তা দূর করতে Eraser tool (E) ব্যবহার করুন।

ছবি

৭. সব কাজ ঠিকঠাক মত শেষ করলে আপনি নিচের মত করে রং পরিবর্তন করতে পারেন সহজেই.....

ছবি

লেখাটি আরও প্রকাশিত হয়েছে এখানে

------------------------------------------------------

ফটোশপ টিউটোরিয়াল সমগ্র

------------------------------------------------------

Level 0

আমি মহসিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অতি সাধারন একজন মানুষ আমি। অন্যের মাঝে সুখ খুঁজি......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai jotil tips sekhalen…. thnx…. 🙂

ভাল লাগল, ধন্যবাদ

ধন্যবাদ মহসিন ভাই। চমৎকার হয়েছে। কাজে আসবে।

দারুন তো!!!!

গ্রেট।আমার দরকার ছিলো ! অনেক উপকার করলেন ভাই 😀 😀 😀

Level 0

ভালো হয়েছে।তবে আর একটু যোগ করলে হয় পাঠকদের সুবিধা হবে।তা হলো,আপনারা যে জায়গায় রঙ পরিবর্তন করতে চান সে জায়গার বাইরে যাতে রঙ না যায় এজন্য সে জায়গাটিকে সিলেক্ট করুন(মারকিঊ টুল অথবা লেসো টুল দিয়ে)।তারপর ঐ জায়গায় ইচ্ছামত রঙ করুন।ব্রাশ সিলেক্টেড জায়গার বাইরে গেলেও রঙ বাইরে লাগার ভয় নেই।ধন্যবাদ।

    Level 0

    এবং সেক্ষেত্রে W হল শর্ট কমান্ড

    Level 0

    tobe ta magic wand tool er jonno,marquee tool er jonno shortcut holo M ar lasso tool er jonno L

Level 0

ভালো হয়েছে।তবে আর একটু যোগ করলে হয়তো পাঠকদের সুবিধা হবে।তা হলো,আপনারা যে জায়গায় রঙ পরিবর্তন করতে চান সে জায়গার বাইরে যাতে রঙ না যায় এজন্য সে জায়গাটিকে সিলেক্ট করুন(মারকিঊ টুল অথবা লেসো টুল দিয়ে)।তারপর ঐ জায়গায় ইচ্ছামত রঙ করুন।ব্রাশ,সিলেক্টেড জায়গার বাইরে গেলেও রঙ বাইরে লাগার ভয় নেই।ধন্যবাদ।

Level 0

সত্যিই দারুন একটা কাজ শেখালেন ভাইয়া। ধন্যবাদ।

Level 2

All the best!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ভাল একটা জিনিস শেয়ার করলেন এই জন্য আপনাকে ধন্যবাদ।
আমি আশা করছি কেউ যদি পারেন পটোশপ নিয়ে একটা পুর্নাঙ্গ ধারাবাহিক টিউন করবেন।