Mig33 ব্যবহার করেন কে কে? হাত তোলেন

mig33

আসসালামুয়ালাইকুম।কেমন আছেন আপনারা? আশাকরি ভালোই আছেন।:)

অনেকেই মিগ৩৩ সম্পর্কে জানেন। আমি অনেক আগে থেকেই মিগ৩৩ ব্যাবহার করি তবে রেগুলার না।অনেকেই আছে পুরাদিন মিগে কাটিয়ে দেয়।যাক সেসব কথা থাক।যারা মিগ৩৩ ব্যবহার করেন তাদের জন্য এই টিউন।আপনারা অনেকেই পাবলিক রুমগুলোতে ঢুকলে দেখেন যে কিছু ইউজার মাল্টি আইডি নিয়ে রুমে বসে আছে এবং ইনোসেন্ট ইউজারদের কিক দিচ্ছে। তারা একসাথে অনেক আইডি লগিন করায় মাল্টি সফট দিয়ে।চাইলে আপনিও এইসব সফট ব্যবহার করতে পারেন।তাছাড়া অনেক সময় দেখতে পাবেন গেম বা টেক্সট ফ্লাড দিচ্ছে।এইগুলোও থার্ডপার্টি সফট ব্যবহার করে দেয়া যায়।এইসব সফট একসাথে পাবেন এই ঠিকানায়। সফট গুলার ব্যবহার পদ্ধতিও এই সাইটে দেখতে পাবেন।

এছাড়াও অনেক সময় কিছু লেখা আপনাদের চোখে পড়ে যেগুলা অন্য স্টাইলের বেগুনী রঙ্গের ।যেমনঃ **ninzas thank you whole heartedly**

এই লেখাগুলো বিভিন্ন সর্ট টেক্সট ব্যবহার করে লেখা যায়।আমি আপনাদের সুবিধার্থে কিছু কোড নিচে দিয়ে দিলাম।

/agree /apologizes /argh /bark bearhug /beer /beg /blink /blowk /blush /boo /bored /bow /brb /burp /caff /cheer /chiken /chunckle /cmon /comfort /confuse /congrat /cringe /cry /doh /drool /drunk /duck /eek /eh /embrace /faint /fart /firebreath /flirt /freuch /frowh /gasp /gee /giggle /glave /gn /greet /grin /groan /hmm /hold /honor /howl /hug /hum /joy /kiss /lag /laugh

কোনো নির্দিষ্ট ইউজারের উদ্দেশ্যে এই লেখাগুলো লিখতে চাইলে কোডগুলোর পরে ইউজারের নাম লিখলেই চলবে।

এছাড়া কিছু কোড ব্যবহার করে আপনি প্রাইভেট টেক্সটে আপনার বন্ধুকে নেট থেকে ডিস্কানেক্ট করে দিতে পারেন।সে রকম একটা টেক্সট নিচে দিলাম।প্রিভিউ না আসাতে ওয়ার্ডে লিখে লিঙ্ক দিলাম। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এছাড়া বিভিন্ন ফোরামে মিগ এর সব নতুন নতুন আপডেট পাবেন।আমার কাছে এই ফোরামটা ভাল লেগেছে।

আমার মিগ আইডি ninzas এবং আমকে h.o.p.e রুম এ খোজ করলে পাবেন।এখানে আরো অনেক এক্সপার্ট আছে।মিগ সম্পর্কিত বিষয়ে কিছু জানতে চাইলে একবার ঘুরে আসতে পারেন।

পি.সি থেকেও চ্যাট করা যায় http://www.mig33.com এ।

আজ এতটুকুই।আল্লাহ হাফেয।

এটা আমার ইবুক সাইট।কোনো বই দরকার হলে খুজে আসতে পারেন।

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা সময় ছিলো যখন mig33 অনেক সময় ব্যয় করতাম.
ফ্রি কল এবং চ্যাট করেই mig33 সময় কাটাতাম
এখন আর mig33 যাওয়া হয় না.আপনার টিউনটি mig33 এর সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল
ধন্যবাদ আপনাকে সুন্দর ১টি টিউন উপহার দেয়ার জন্য

    আমারো একই অবস্থা। ২০০৫ এইউস করতাম, তখন মাত্র মিগ এর যাত্রা শুরু,

    আমিও কিছুদিন ধুমিয়ে চ্যাট করেছি মিগে কিন্তু এখন কমিয়ে দিয়েছি।তবে ছেড়ে আসতে পারছিনা কারন অনেক ফ্রেন্ড,বড় ভাই-বোন তৈরি হয়ে গেসে এই কয়েকদিনের মধ্যে। এমন হয়েছে যে আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে ৬০% মিগ ফ্রেন্ড।

নিশাচর নাইম bhai janaben ki kivabe mig33 thake unlimeted sms kora jai mobile phone.

    আনলিমিটেড কোনো সিস্টেম নাই।মেসেজ পাঠাতে হলে আপনার ক্রেডিট থাকতে হবে।আপনি ক্রেডিট লোকাল মার্চেন্ট থেকে কিনে নিতে পারেন বা নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ক্রেডিট আয় করতে পারেন। তবে মিগ থেকে মেসেজ পাঠানো যায় সাশ্রয়ী রেটে। পার মেসেজ মনে হয় ০.১০৳ করে।মেসেজ পাঠানোর জন্য সফট ডাউনলোড করে সেটিংস থেকে মেসেজ অপশানে গেলেই বুজবেন।

আমার এই পোস্ট পেন্ডিং হল কেন?!!…কেউ বলতে পারেন? এটা কি এডমিন করেছে না আমার ভুলে হয়েছে?আমি তো রাতে আর ঢুকিনি এডমিন প্যানেলে…কিন্তু সকাল থেকেই এই পোস্ট গায়েব… 🙁

ভাই আপনার ওয়ার্ড ফাইলে তো কিছুই বোঝা যাচ্ছে না। কি সব কালো কালো দেখা যাচ্ছে!! বন্ধুকে নেট থেকে ডিস্কানেক্ট করার কোডটা একটু দেবেন?
ইমেইলঃ ‍[email protected]

    ভাই এইটাই কোড।এটা পি.সি থেকে এপ্লাই করা যাবে।পি.সি থেকে মিগে ঢুকে প্রাইভেট মেসেজে এই কোড কপি করে পেস্ট করবেন।

ভাই একটু এখানে গিয়ে https://www.techtunes.io/terms/
নীতিমালাটা পড়ে দেখুন।

    ভাই এই নীতিমালার কোন শর্তটা আমি ভঙ্গ করলাম?? বললে ভাল হত।

দারুন হয়েছে !

Mig33 সম্পর্কে তেমন বুঝিনা। তবু পড়লাম কিছু শেখার জন্য।

ধন্যবাদ আপনাকে।

একটা সময় ছিল যখন সারাদিন MIG33 নিয়ে পরে থাকতাম। এখন আর ভালো লাগে না।
TUNE এর জন্যে ধন্যবাদ!

হাত তুললাম। ৭ মাস আগে ছেড়ে দিসি, লেভেল ৩৪ ছিল।

    😳 😳 😳 আপনার বই এর সাইট দেখে টাসকি খাইলাম ভাই। যেগুলা এতদিন হন্যে হয়ে খুঁজেছি সেগুলা কি সুন্দর মিডিয়াআগুনে দিয়া রাখসেন। ধন্যবাদ দিয়া ছোট করিলামনা 🙄

    আপডেট করা ছেড়ে দিসি।ভালো লাগে না এখন।

    আমিও ছেড়ে দিসি।৩৮ ছিল লেভেল।

Level 0

amar lebel 78