স্বপ্ন এবার হাতের মুঠোয় – আপনিও হয়ে উঠুন RJ (তৃতীয় পর্ব)

আজকের টপিক হচ্ছে Introductio To Radio Programm।

রেডীও প্রোগ্রাম গুলো কত টাইপের হয়ে থাকে আজকের পর্বে  তা নিয়েই আলোচনা করবো।

Types of radio programme.

1.Information : information based রেডিও শো গুলোতে ইনফরমেশনই বেশী দেয়া হয়।ধরুন, আপনি রেইনফরেস্ট এর নাম শুনেছেন কিন্তু এটি কোথায়, কত প্রজাতির গাছ সেখানে আছে বা কেন ঐ জায়গাটার নাম রেইন ফরেস্ট হলো মোট কথা আপনি যে বিষয় গুলো সম্বন্ধে অবগত নন বা যে বিষয় গুলো সম্বন্ধে আপনার ধারনা নেই আর থকলেও সামান্য তো সেই সব বিষয় গুলোই তুলে ধরা হয় Information based radio show তে।

 

২। Entertainment:  আপনাদের এন্টারটেইন করার জন্য যে কোন নির্দিষ্ট একটা টপিক সিলেক্ট করে তারউপর বক বক করাই হচ্ছে এই শো এর উদ্দ্যেশ্য।

৩। Info-tainmaent:  ইনফোটেইনমেন্ট বেসড শো গুলো  হচ্ছে যেখানে আপনদের এন্টারটেন করার পাশা পাশি ইনফরমেশনও দেয়া হবে। যেমন-

“মেন্টস বাত্তি জ্বালাও” টা ইনফোটেইনমেন্ট বেইসড  রেডীও শো। কারন এইখানে আপনাকে এন্টারটেইন করা হচ্ছে এবং পাশি পাশি বাংলা সাহিত্যের কিছু কিছু বিষয় সম্পর্কে আপনাকে ইনফরমেশনও দিচ্ছে।

৪। reality :     Reality based শো গুলো আপনার বাস্তব জীবন কে কেন্দ্র করে সাজানো। আপনার লাইফের ঘটে যাওয়া ঘটনা গুলো নিয়ে reality based শো গুলো করা হয়।

যেমনঃ

**যাহাবলিবো সত্য বলিবো

**ভূত এফ এম

ইত্যাদি এগুলো হচ্ছে রিয়েলিটী বেইসড শো।

আরো দুটি টাইপ আছে-

Funny & Romantic type show এই দুইটা অবশ্য এন্টারটেইনমেন্ট বেইসড রেডীও শো এর ভেতরেই পরে। তাই এই দুইটা নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না।

 

আমার হালকা টাইপের লেখা গুলোতে টিউমেন্ট পাবো বলে আশা করি নি, এটাই মনে হয় একজন লেখকের সব থেকে গুরুত্বপুর্ণ, সব থেকে বড় প্রাপ্তি !  আপনাদের টিউমেন্ট  পাওয়ার পর মনে হয় টিউমেন্টগুলোতে  যদি লাইক দেয়ার কোন সিস্টেম থাকতো :/  যেভাবে ব্লগিং এর উপর আপনারা আগ্রহ বাড়িয়ে দিচ্ছেন আমার  , মনে হয় প্রতিদিনই দুইটা তিনটা করে টিউন করি,যদিও সময় সল্পতার কারনে সম্ভব না।

(কপি করার আগে অনুমতি নিয়ে নিলে কৃতজ্ঞ থাকবো)।

সময় পেলে  আমার শূন্য ডায়রী  ব্লগটি একবার ঘুরে আসতে পারেন, আশা করি ভাল লাগবে .(shunnodiary.blogspot.com)।

 

ভালো থাকুন,সুস্থ থকুন  আর অপেক্ষা করতে থাকুন আগামী পর্বের জন্য। আজ  এ  পর্যন্তই থাক।  🙂

Level 1

আমি রেদোয়ান আহমেদ জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Unknown


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।
জেনে রাখা ভালো।

ভাইয়া আপনি কোন রেডিও তে কাজ করেন

Thank you bro…keep it up bro…