সুপ্রিয় টেকটিউন কমিউনিটি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। গত পর্বের মত এত বক বক না করে সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি। আজকের পর্বে আলোচনা করবো Introduction to radio টপিক নিয়ে।
-তিন ধরনের।
১। অনলাইন রেডীও স্টেশন
২। বাংলাদেশ বেতার (AM)
৩। FM
১। অনলাইন রেডীও স্টেশন:
অনলাইন রেডিও আমরা ইন্টারনেট এর মাধ্যমে শুনতে পাই। আপনার ব্রাউজারের address bar এ নির্দিষ্ট ডোমেইন নেইম দিয়া সার্চ করে করে শুনতে পারেন অনলাইন রেডীও,অনলাইন রেডিও স্টেশন গুলোর প্রোগ্রাম আপনি বিশ্বের যে কোন জায়গা থেকে শুনতে পারবেন। বাংলাদেশের প্রথম অনলাইন রেডীও স্টেশন হচ্ছে রেডিও ২ ফান(Radio2Fun)।
২। বাংলাদেশ বেতার (AM):
এবার আসি বাংলাদেশ বেতার এ। বাংলাদেশ বেতার সম্প্রচারিত হয় AM এ।
AM broadcasting is the process of radio broadcasting using amplitude modulation (AM).
AM was the first method of impressing sound on a radio signal and is still widely used today
AM হচ্ছে amplitude modulation. এর তরংগ গুলো হয় ঢেউয়ের মত।সহজ কথায় বলতে পারি এর প্রত্যেকটা অংশ ফিল আপ করার জন্য বেতারের উপস্থাপককে কথা বলতে হয় ধীরে ধীরে। যদি খুব তাড়াতাড়ি কথা বলতে চাওয়া হয় তা হলে শ্রোতারা উপস্থাপক এর কিছু কথা শুনতে পারবে আবার কিছু কথা শুনতে পারবে না।A M টা এনালগ সিস্টেম।
৩। FM :
এখন রেডিও ব্রডকাস্টিং এর ডিজিটাল প্রসেসটা হচ্ছে FM - frequency modulation,এইখানে একজন আর জে যত দ্রুত ইচ্ছা কথা বলতে পারেন। বেতারের উপস্থাপকদের মত ধীরে ধীরে কথা বলতে হয় না। বাংলাদেশের প্রথম প্রাইভেট এফ এম রেডীও স্টেশন হচ্ছে রেডীও টূডে। আর বাংলাদেশের প্রথম RJ হচ্ছে আর জে নিরব।
কোথাও Rjing এর জন্য ইন্টারভিউ দিতে গেলে রেডীওর ইন্ট্রডাকশন স্বম্পর্কে এতটুকু জানা যথেষ্ট বলে আমার ধারনা। আপনারা গুগল করলে এ স্বম্পর্কে আরো তথ্য পাবেন, AM এবং FM এর ব্যাপার স্বম্পর্কে হয়ত আরো বেশি ক্লিয়ার হতে পারবেন।
আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আলোচনা করবো " ইন্ট্রডাকশন টু রেডীও প্রোগ্রাম " টপিক নিয়ে।সেই পর্যন্ত ভাল থাকবেন এবং সবাইকে ভালরাখবেন :)।
(কপি করার আগে অনুমতি নিয়ে নিলে কৃতজ্ঞ থাকবো)।
হাতে সময় থাকলে আমার শূন্য ডায়রী ব্লগটি একবার ঘুরে আসতে পারেন, আশা করি ভাল লাগবে। (shunnodiary.blogspot.com)।
আমি রেদোয়ান আহমেদ জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Unknown
thanks