ফটোশপ জোন(পর্ব-৫ : বিষয়- আগুন তৈরি )

ফটোশপ জোন

বন্ধুরা,আজ আমরা ফটোশপে যে প্রজেক্টটি তৈরি করব তা হল আগুন  যা দেখতে হবে এরকম।পোষ্টে ছবি ভালো আসেনি,বাস্তবে এই ছবিটি আরো রিয়েলিস্টিক হবে ।করলেই বুঝতে পারবেন।

চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা  যাক
১)প্রথমে মেনুবার থেকে File->New কমান্ড দিন।নিচের মত ডকুমেন্ট সাইজ নির্ধারন করুন

এরপর ok বাটনে  ক্লিক করুন।
২)লেয়ার প্যালেট থেকে  নিচের মত করে ব্যাকগ্রাউন্ড লেয়ারের ডুপ্লিকেট তৈরি করুন।

Duplicate layer অপশনে ক্লিক করলে একটি বক্স আসবে।ok করুন।
ব্যাকগ্রাউন্ড লেয়ারের যে কপি তৈরি হবে  এটাকে সিলেক্ট রাখুন

৩)ব্রাশ সিলেক্ট করুন এবং মেনুবারের নিচ থেকে নিচের মত ব্রাশ সেটিং করুন।(Master Diameter পাশের ত্রিভূজ চিহ্নে ক্লিক করুন।অপশনসহ একটি মেনুবক্স আসবে।এখান থেকে Small thumbnail সিলেক্ট করুন।ফলে ব্রাশের বিভিন্ন সাইজ নিচের মত Thumbnail view আকারে আসবে।এখান থেকে Hard round 19 সিলেক্ট করুন।এরপর Master diameter থেকে 25px পর্যন্ত স্লাইডবার টানুন।)

৪)Forground color হিসেবে  সাদা সিলেক্ট করুন।এরপর Shift চেপে(এর ফলে যেকোনো রেখা আঁকলে তা সোজা হবে।)ডকুমেন্টের নিচের অংশে একটি রেখা টানুন।

৫)Smudge tool সিলেক্ট  করে মেনুবারের নিচ থেকে নিচের মত সেটিং ঠিক করুন


রেখার  বিভিন্ন জায়গা থেকে উপরের দিকে
ড্র্যাগ করুন  এবং বার বার করুন।ফলে নিচের মত ছবি পাবেন।হুবহু এমন না হলেও অসুবিধা নেই(এ কাজটি যতবার চেষ্টা করবেন তত নিখুঁত হবে।)


৫)মেনুবার থেকে Image->Adjustment->Hue/Saturation.Colorize চেকবক্সটি চেক করুন এবং নিচের সেটিং এর মত করুন।

৬)এ লেয়ারের আরো দুটি ডুপ্লিকেট তৈরি করুন।(Layer->Duplicate Layer.বক্স আসলে ok করুন)

লেয়ার প্যালেট থেকে ডুপ্লিকেট করা লেয়ার দুটির মোড Overlay করে দিন।প্রতিটা লেয়ারের একটা মোড থাকে।প্রতিটা ডুপ্লিকেটেড লেয়ারকে সিলেক্ট করে এর মোড Overlay করুন।

ডুপ্লিকেটেড লেয়ার গুলো যেনো মূল লেয়ারের উপরে থাকে।

৭)মেনুবার থেকে Layer->New->Layer

একটি লেয়ার আসবে।(লেয়ারটি যেনো সবার উপরে থাকে)

৮)আইকন থেকে ফরগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করুন।কালার পিকার আসবে।এখান থেকে নিচের মত সেটিং ঠিক করুন।

Ok করুন।
৯)Alt+Delete প্রেস করুন।ফলে পুরো ডকুমেন্ট নিচের মত হবে।

এখন এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এর মোড Overlay করুন।

১০)আবার মেনুবার থেকে Layer->New->Layer.লেয়ারটি যেনো সবার উপরে থাকে।
১১)ব্রাশ সিলেক্ট করে Forground color কালো সিলেক্ট করুন।
১২)এখন ছবিটিতে যে বাড়তি সাদা দাগ আছে তা বরাবর কাল রঙ করুন।
এখন দেখুন আপনার তৈরি আগুন দাঊদাঊ করে জ্বলছে।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলে এত সহজে তৈরি করা যায়। ধন্যবাদ টিউনটির জন্য।

ভাইয়া। আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই । কোথা থেকে শিখলে ভাল হবে?? বলবেন কি??

    Level 0

    সহজে বোঝা যায় এমন যে কোনো টিঊটোরিয়ালই ভালো,তা যে কোনো সাইটেই থাকতে পারে।ভালো হয়,adobe photoshop tutorial লিখে search দিয়ে দেখলে।

ভাল হয়েছে চালিয়ে যান

    Level 0

    vai,ei link diye ki bujate chailen?ekta project to bivinno vabe kora jetei pare.

MITHU ভাই
খুব সুন্দর এবং কাজের একটি টিউন দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি আপনার কাছ থেকে এমন আরো টিউন পাবো,

    Level 0

    apnakeo dhonnobad

খুবই সুন্দর ।

ভাল হইছে অভিনন্দন আপনাকে।
চালিয়ে যান ধন্যবাদ।

Level 0

ভালো লাগিছে………………………………..

ভাইয়া সাথে আছি।

ai tune adobe photoshop er kon verson er jonno projojjo?

    Level 0

    যেকোনো সাধারণ ভার্সণ যেখানে স্মাজ টুল আছে,সেসব ভার্সনেই প্রজোয্য। ps7 এর পরের যেকোনো ভার্সনে প্রজোয্য এটা সিওর।

Level 0

ভাই পিক্সেল বুঝি না। কত পিক্সেলে কত টুকু হয় তা কিভাবে বুজবো?

    Level 0

    সহজ কথায় পিক্সেল হল খুব ছোট বিন্দু, আমাদের ইমেজ অনেক ছোট ছোট কণার সমষ্টি, সহজে বলতে গেলে পিক্সেল বলতে এই কণাগুলোকেই বোঝানো হয়, পিক্সেল বেশি হলে কণাও বেশি হয়। তাই কোনো ডকুমেন্টের পিক্সেল বেশি হলে কণাও বেশি তাই ডকুমেন্টও বড় হয়।

Level 0

excellent!

Bai apnaka donobad kaj golo korar jono.toba apne jokon kon option a click korta bolan tokon kindly optin ter kaj somporka amder akto darona deben.Overly korar sobeda ke janaben please.

Level 0

vai. smudge tool ta khuje pelam na. ami cs2 dia try korteci.

    Level 0

    blur tool,sharpen tool,smudge tool একসাথে আছে ভালো করে দেখেন। ধন্যবাদ।

Level New

blur tool /sharpen tool /smudge tool zekono 1 tar upore right click koren tahole paben @tomaldu2——-
MUTHU vai apnar post gula awesome hoise…..amar onek kaze lagse, aro onek tutorial diben asha kori……many many thanks.

valo !!!!!

Level 2

tnkxxxxxx

ফাটাফাটি হয়েছে।

হা হা… আসলেই সহজ তো। ধন্যবাদ…