বন্ধুরা,আজ আমরা ফটোশপে যে প্রজেক্টটি তৈরি করব তা হল আগুন যা দেখতে হবে এরকম।পোষ্টে ছবি ভালো আসেনি,বাস্তবে এই ছবিটি আরো রিয়েলিস্টিক হবে ।করলেই বুঝতে পারবেন।
চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক
১)প্রথমে মেনুবার থেকে File->New কমান্ড দিন।নিচের মত ডকুমেন্ট সাইজ নির্ধারন করুন
এরপর ok বাটনে ক্লিক করুন।
২)লেয়ার প্যালেট থেকে নিচের মত করে ব্যাকগ্রাউন্ড লেয়ারের ডুপ্লিকেট তৈরি করুন।
Duplicate layer অপশনে ক্লিক করলে একটি বক্স আসবে।ok করুন।
ব্যাকগ্রাউন্ড লেয়ারের যে কপি তৈরি হবে এটাকে সিলেক্ট রাখুন
৩)ব্রাশ সিলেক্ট করুন এবং মেনুবারের নিচ থেকে নিচের মত ব্রাশ সেটিং করুন।(Master Diameter পাশের ত্রিভূজ চিহ্নে ক্লিক করুন।অপশনসহ একটি মেনুবক্স আসবে।এখান থেকে Small thumbnail সিলেক্ট করুন।ফলে ব্রাশের বিভিন্ন সাইজ নিচের মত Thumbnail view আকারে আসবে।এখান থেকে Hard round 19 সিলেক্ট করুন।এরপর Master diameter থেকে 25px পর্যন্ত স্লাইডবার টানুন।)
৪)Forground color হিসেবে সাদা সিলেক্ট করুন।এরপর Shift চেপে(এর ফলে যেকোনো রেখা আঁকলে তা সোজা হবে।)ডকুমেন্টের নিচের অংশে একটি রেখা টানুন।
৫)Smudge tool সিলেক্ট করে মেনুবারের নিচ থেকে নিচের মত সেটিং ঠিক করুন
রেখার বিভিন্ন জায়গা থেকে উপরের দিকে
ড্র্যাগ করুন এবং বার বার করুন।ফলে নিচের মত ছবি পাবেন।হুবহু এমন না হলেও অসুবিধা নেই(এ কাজটি যতবার চেষ্টা করবেন তত নিখুঁত হবে।)
৫)মেনুবার থেকে Image->Adjustment->Hue/Saturation.Colorize চেকবক্সটি চেক করুন এবং নিচের সেটিং এর মত করুন।
৬)এ লেয়ারের আরো দুটি ডুপ্লিকেট তৈরি করুন।(Layer->Duplicate Layer.বক্স আসলে ok করুন)
লেয়ার প্যালেট থেকে ডুপ্লিকেট করা লেয়ার দুটির মোড Overlay করে দিন।প্রতিটা লেয়ারের একটা মোড থাকে।প্রতিটা ডুপ্লিকেটেড লেয়ারকে সিলেক্ট করে এর মোড Overlay করুন।
ডুপ্লিকেটেড লেয়ার গুলো যেনো মূল লেয়ারের উপরে থাকে।
৭)মেনুবার থেকে Layer->New->Layer
একটি লেয়ার আসবে।(লেয়ারটি যেনো সবার উপরে থাকে)
৮)আইকন থেকে ফরগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করুন।কালার পিকার আসবে।এখান থেকে নিচের মত সেটিং ঠিক করুন।
Ok করুন।
৯)Alt+Delete প্রেস করুন।ফলে পুরো ডকুমেন্ট নিচের মত হবে।
এখন এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এর মোড Overlay করুন।
১০)আবার মেনুবার থেকে Layer->New->Layer.লেয়ারটি যেনো সবার উপরে থাকে।
১১)ব্রাশ সিলেক্ট করে Forground color কালো সিলেক্ট করুন।
১২)এখন ছবিটিতে যে বাড়তি সাদা দাগ আছে তা বরাবর কাল রঙ করুন।
এখন দেখুন আপনার তৈরি আগুন দাঊদাঊ করে জ্বলছে।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসলে এত সহজে তৈরি করা যায়। ধন্যবাদ টিউনটির জন্য।