এবার সহজেই ভাইরাসে হিডেন হয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধার করুন!!!

বিসমিল্লাহির রাহমানির রাহীম।।

স্বাগতম সবাইকে আমার প্রথম টিউনে।আমি মাহমুদ রিজন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ছি।গত ২ বছর আগে আমি টেকটিউনস এ যোগদান করি, কিন্তু এতদিন আমার অলসতার কারণে আমি কনো টিউনই করিনি। আজ আমি আমার প্রথম টিউন শুরু করছি।

অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাওয়ার জন্য আমাদের পেনড্রাইভের অসংখ্য ফাইল হিডেন হয়ে যায়, যা পরবর্তিতে ফেরত আনা অনেক কস্টসাধ্য। আজ আমি যে সফটওয়্যারটি শেয়ার করব, তা দিয়ে আপনি মাত্র ৩ ক্লিকেই আপনার হিডেন ফাইলগুলো ফেরত আনতে পারবেন। এই সফটওয়ার টির নাম হল  LDC USB Show।

প্রথমে এখান থেকে রার ফাইলটি ডাউনলোড করে নিন

ফাইলটি এক্সট্রাক্ট করে সাধারণভাবে ইন্সটল করুন।

ইন্সটল করার পর USB Show সফটওয়ার টি ওপেন করুন।

এবার প্রথমে ল্যাংগুয়েজ চেঞ্জ করে ইংলিশ করে নিন।

এর পর "Recovery the hide files" এ ক্লিক করুন

এবার আপনার পেনড্রাইভের লোকেশন দেখিয়ে দিন, তারপর OK তে ক্লিক করুন।

এখন সফটওয়ারটি অটোমেটিক আপনার হারানো ফাইল গুলো উদ্ধার করে মেসেজ দিবে "USB Show has finished."

এরপর আপনার পেন ড্রাইভে ঢুকে দেখুন আপনার সব হিডেন ফাইল আনহাইড হয়ে গিয়েছে।

বি।দ্রঃ পেনড্রাইভ ফরমেট দিলে এটি দিয়ে কাজ হবে না।

 

যদি ভালো লাগে, তাহলে টিউমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন, সামনে আরো ভালো টিউন নিয়ে আসব আপনাদের সামনে।

আমার জন্য দোয়া করবেন।

আর সময় করে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসবেন।

TheGalaxytech.Blogspot.com

Level 0

আমি MahmudRezon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস