বি.দ্রঃ অ্যান্ড্রইড কিংবা উইন্ডোজ ফোন এর অ্যাপস নিয়ে তো টেকটিউনসে টিউন এর অভাব নেই। কিন্তু উইন্ডোজ ৮/ ৮.১ সক্রিয় পিসি এর অ্যাপস এর কোন টিউন এখনও আমার চোখে পড়ে নি।
পিসি তে উইন্ডোজ ৮ বা ৮.১ চালালেও আমাদের এখনও অনেকেই আছি যারা এর অ্যাপ ষ্টোর সম্পর্কে জানি না। উইন্ডোজ ৮(এখানে সব কিছু উইন্ডোজ ৮ এবং ৮.১ এর জন্য প্রযোজ্য) এর মডার্ন বা মেট্রো অ্যাপ স্টোর এই অপারেটিং সিস্টেমে সম্পূর্ণ নতুন সংযোজন। এর অ্যাপসগুলো(মেট্রো অ্যাপ) শুধু উইন্ডোজ ৮ এই চলে। এই অ্যাপ স্টোর আর উইন্ডোজ ফোন ৮ এর অ্যাপ স্টোর এক-ই। তবে কিছু বিশেষ অ্যাপ আছে, যারা শুধু ডেস্কটপ এ চলে, উইন্ডোজ ফোন এ চলে না,আবার বেশ কিছু অ্যাপ আছে যেগুলো শূধু উইন্ডোজ ফোন কম্প্যাটিবল।
যেহেতু ডেস্কটপ উইন্ডোজ ৮ এর স্টোর নিয়ে ইতপূর্বে কোন টিউন আমি দেখি, নি সুতরাং প্রথমে কিছু কথা বলে রাখা ভাল।
উইন্ডোজ ৮/৮.১ সক্রিয় পিসি তে অ্যাপ স্টোর এর সর্বোচ্চ সুবিধা ভোগ করতে হলে আপনার অবশ্যই-
শুরুতেই আপনার পিসিতে মাইক্রোসফট অ্যাকাউন্ট এর আইডি পাসওয়ার্ড দিয়ে কোন মেট্রো অ্যাপ এ ক্লিক করে লগ ইন করে নিন। এতে আপনার উইন্ডোজ এর অ্যাকাউন্টটি আপনার মাইক্রোসফট এর অ্যাকাউন্টে রুপান্তরিত হবে। পিসি রি-স্টার্ট করলে দেখবেন, পাসওয়ার্ড চাচ্ছে, তখন মাইক্রোসফট অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে উইন্ডোজ এ লগিন করতে হবে।
সম্পূর্ণ প্রসেসটি টিউনে লিখে আপনাদের সময় কিংবা ডাটা নষ্ট করার এবং অনর্থকভাবে টিউনটির আকার বড় করার কোনরকম ইচ্ছা আমার নেই। আমরা প্রায় সবাই ইন্টারনেট জগতের সাথে মোটামুটি পরিচিত, সুতরাং কিভাবে সাইন ইন করতে হয়, তা আমরা সকলেই জানি। সুতরাং শর্টকাটে সাইন ইন প্রসেসটা বলতে গেলে এরকমঃ-
১। প্রথমে কীবোর্ড এর উইন্ডোজ কী চাপুন(সহজ ভাবে যে কী চাপলে এক্সপি কিংবা ভিস্তা যুগে স্টার্ট মেনু ওপেন হত, সেই কী)চাপুন।
২। স্টার্ট স্ক্রিন আসবে। এবার মেইল অ্যাপ এ ক্লিক করুন।
৩। মাইক্রোসফট অ্যাকাউন্ট এর আইডি পাসওয়ার্ড চাইবে, দিয়ে দিন।
৪। আপনাকে ভেরিফাই করতে আপনার রিকাভারি মেইল অ্যাডরেস এ একটি কোড পাঠাবে, সেটি সংগ্রহ করে দিয়ে দিন,
৫। এবার ওয়ানড্রাইভ এর সেটিংস আসলে "Turn of these settings for onedrive" বা এরকম কোন লেখা থাকবে, স্ক্রিনের নিচের দিকে, মডেম বা মিটারড কানেকশন ব্যবহারকারীরা চাইলে এখানে ক্লিক করতে পারেন।
৬। এবার একটু সময় অপেক্ষা করুন, আপনার উইন্ডোজ অ্যাকাউন্ট মাইক্রোসফট অ্যাকাউন্টে রূপান্তর হবে, তারপর মেইল অ্যাপ ওপেন হবে। আপাতত সেটি ক্রস করে দিন। কারণ আমাদের উদ্দেশ্য ভিন্ন।
৭। পিসি টা এরপর রিস্টার্ট করে নেয়াই বেটার। স্টার্ট হবার পর পাসওয়ার্ড চাইলে ভয় পাবেন না, এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড চাচ্ছে।
৮। এবার মিটারড কানেকশন বা মডেম ব্যবহারকারীরা তাড়াতাড়ি মডেম ইন্টারনেট এর সাথে কানেক্ট করে উইন্ডোজ কী + S চেপে লিখুন "Sync"। "Sync Settings" নামে একটা অপশোন পাবেন, সেখান থেকে সব ডিজেবল করে দিন। তাছাড়া আপনার সব সেটিংস অটমেটিক্যালি মাইক্রোসফট সার্ভারে synchronize হতে থাকবে, এতে আপনার মডেমের ডাটার বারটা বাজাবে।
৮। স্টার্ট মেনু এক-ই ভাবে ওপেন করে উইন্ডোজ ষ্টোরে ক্লিক করুন।
৯। ব্যস! অ্যাপ এর ভান্ডার আপনার সামনে হাজির।
১০। এবার পছন্দমত অ্যাপ ভোজন শুরু করতে পারেন।
এবার আপনাদের সাথে কিছু মচৎকার অ্যাপ(গেম) শেয়ার করছি, আশা করি অ্যাপগুলো ইন্সটল করতে ভুলবেন না।
অ্যান্ড্রইড এ হয়তো বা খেলেছেন এই গেম, এবার পিসি তে খেলুন। Sega Networks Inc এর তৈরি এক কথায় অসাধারণ একটি অ্যাপ সনিক ড্যাশ। Temple run এর আদলে তৈরি এই গেমটি আমার কাছে টেম্পল রানের থেকেও মজা লেগেছে, হয়তোবা আপনারও লাগবে। ট্রাই করে দেখুন-ই না একবার।
লিঙ্কঃ এখানে ক্লিক করুন।
এটি Sushi Chop এর উইন্ডোজ ভার্সন। ফ্রুট নিনজার আদলে তৈরি হলেই গেমটি ভালই বলা চলে, গেমটিতে আপনাকে একটি নির্দিষ্ট মাছকে কেটে টুকরা করতে হবে, তবে পচা মাছ হতে সাবধান!
লিঙ্কঃ এখানে ক্লিক করুন।
মাত্র 86.3 MB সাইজের এই গেমটি খেললে আপনি অন্তত কয়েক ঘন্টা পিসি থেকে উঠতে চাইবেন না। Age of Empires ধাঁচের গেম হলেও মোটেও বোরিং ফিল করার সুযোগ নেই।
লিঙ্কঃএখানে ক্লিক করুন।
ফুটবল তো আমরা সবাই খেলেছি। এবার একটু অন্যভাবে ফুটবল টা খেলব। কিভাবে তা বলব না, গেমটা ইন্সটল করে রান করলেই বুঝতে পারবেন, আর 'বোর' ফিল করার সুযোগ পাবেন না, গ্যারান্টি!
লিঙ্কঃ এখানে ক্লিক করুন।
Ice age movie তো দেখেছেন, না দেখলেও প্রব্লেম নাই, যারা Adventurous game খেলতে ভালবাসেন তাদের জন্য ভালো গেমটি। গেমটি তৈরি করেছে Gameloft..
লিঙ্কঃ এখানে ক্লিক করুন,
আজকে এই পর্যন্তই, উইন্ডোজ পিসি'র অ্যাপ শেয়ার করার ভিত্তি স্থাপন করে গেলাম (হা হা হি হি :D)। আশা করি অনেক টিউনার পরবর্তীতে পিসি ভার্সন উইন্ডোজ স্টোর মেট্রো অ্যাপ শেয়ার করবেন।
সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
vai appx pakeg dile valo hoto.