কিভাবে একটি Pendrive কে Bootable করা যায়

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল আছেন। টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন। সর্বপ্রথম টেকটিউনস কে ধন্যবাদ জানাই আমাকে লেখার সুযোগ করে দেয়ার জন্য। আমার আজকের টিউনে আপনাদেরকে দেখাব " কিভাবে একটি Pendrive কে Bootable করা যায় "।

 বিশেষ দ্রষ্টব্য ঃ  এই টিউনটি যারা জানেনা বিশেষ করে তাদের জন্য

আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক -

প্রথমে আমরা জেনে নেই Bootable Pendrive কি ?

সহজ ভাষায় এক কথায় বললে, যে Pendrive এর মাধ্যমে Windows দেয়া যায় সেই Pendrive কে Bootable Pendrive বলা হয়।

 

এখন জেনে নেওয়া যাক, Pendrive কেন Bootable করা হয় ?

আমরা যারা নোটবুক ব্যবহার করি, তাদের অনেকেরেই CD Room থাকে না। তারা যখন Windows দিতে চাই তখন CD এর মাধ্যমে দিতে পারে না যেহেতু তাদের পিসি তে CD Room নেই। তখন তারা External DVD অথবা Pendrive এর মাধ্যমে Windows দিতে হয়। সাধারণ Pendrive দ্বারা Windows দেওয়া যায় না, Pendrive  কে যদি Bootable করা হয় তাহলে Pendrive এর মাধ্যমে Windows  দেওয়া যায়।

কীভাবে আপনি আপনার Pendrive  কে Bootable  করবেন  সেটার বিস্তারিত পাবেন আমার ভিডিও টিউটোরিয়ালে

আমি আগেই বলেছি যে, এটা আমার প্রথম টিউন। টিউন করতে গিয়ে অনেক ভুল হতে পারে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আর একটি কথা, যদি টিউনটি আপনার কাছে ভাল লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি ঃ Abdullah Al Noman Shibly

 

Level New

আমি আব্দুল্লাহ আল নোমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dhonnobad bhaia.

Level 0

ভাল লাগলো। আমিও আগে পেনড্রাইভ bootable করে নিতাম। কিন্তু এখন আর bootable করার দরকার হয় না। পেনড্রাইভ NTFS এ quick ফরম্যাট করলেই windows দেয়ার উপযুক্ত হয়ে যায়।

টিউনের শিরোনামে লিখে দেবেন “ভিডিও টিউটেরিয়াল” । যাতে পাঠক বুঝতে পারে । অনেকের কাছে এটা বিরক্তিকরও হতে পারে ।

ধন্যবাদ ভাইয়া, গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার জন্য। ভবিষ্যতে টিউন করার সময় আপনার পরামর্শ মাথায় রাখব।@ আসাদ

Level 0

nice tips bro

আগে দেখি তারপর ধন্যবাদ দিব