আসসালামু আলাইকুম। সকলের ভাল থাকার প্রত্যাশা নিয়ে লিখছি। আমি ইতোপূর্বে ডাটা এন্ট্রি নিয়ে ভিডিও টিউটরিয়াল তৈরী করে সেখানে বলেছিলাম কি কি শিখতে হবে। অনেক শিক্ষার্থী সেই ভিডিও দেখে তাদের বিভিন্ন প্রয়োজনের কথা আমাকে জানাচ্ছেন। আমি বলেছিলাম, নতুন শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক আরও অনেক ভিডিও টিউটরিয়াল তৈরী করব। বিশেষ করে ডাটা এন্ট্রির কাজ শেখার জন্যই আমি টিউটরিয়ালগুলো তৈরী করছি। আজ ZenCart eCommerce প্লাটফর্মে ডাটা এন্ট্রি বা Product Listing এর জন্য টিউটরিয়াল তৈরী করেছি। নতুন ফ্রিল্যান্সারদের ভাল মানের ও বেশি কাজ পেতে ZenCart ডাটা এন্ট্রি বা Product Listing এর টিউটরিয়ালগুলো সাহায্য করবে।
ZenCart একটি জনপ্রিয় eCommerce প্লাটফর্ম। ZenCart ব্যবহার করে অনলাইন শপিং ষ্টোরগুলোর জন্য ওয়েবসাইট তৈরী করা হয়। Upwork ও Elance এর মতো মার্কেটপ্লেসগুলোতে ZenCart Product Listing এর অনেক কাজ পাওয়া যায়। আর বর্তমানে Upwork.com এ যেহেতু Hourly Job এ সর্বনিম্ন পেমেন্ট $3.00 (৩ ডলার) সেহেতু ZenCart Product Listing এ কাজ করে ভাল আয় করা সম্ভব।
যারা ZenCart eCommerce প্লাটফর্মের সাথে পরিচিত নন, তাদের জন্য খুব ছোট এবং সহজ করে ZenCart Product Listing, Multiple Category Product Listings, Categories Adding, Manufacturer Adding এর মতো ZenCart এর জন্য প্রয়োজনীয় কয়েকটি ভিডিও টিউটরিয়াল তৈরী করেছি। প্রয়োজন হলে খুব সহজেই শিখে নিতে পারবেন। আশাকরি নতুন ফ্রিল্যান্সাররা এই ভিডিও থেকে উপকৃত হবেন।
ভিডিও টিউটরিয়াল লিংকঃ
https://youtu.be/rn4y1uInbjg?list=PL4yPOmUGFTn1UoQtX8Cc8hYyBx6L9dsTL
এর পরও কারো কোন প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। সহযোগীতা করার চেষ্টা করব।
আপনাদের প্রয়োজনে আমার অন্যান্য সোস্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে ফলো করতে পারেন। কোন আপডেট থাকলে এগুলো থেকেই পেয়ে যাবেনঃ
Facebook | Youtube Channel | Twitter | LinkedIn | Google Plus
আমার অফিসিয়াল ওয়েবসাইটঃ wadudofficial.com
লেখাটি প্রথম প্রকাশঃ টেকপ্যাঁচাল ডট কম ব্লগে
আমি আব্দুল ওয়াদুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi, My name is Wadud. Full Name: Md. Abdul Wadud (In Bengali: মোঃ আব্দুল ওয়াদুদ), I was born on October 12th, 1982 in Khulna, Bangladesh. I have earned B. Sc in Computer Science and Engineering. I’m Mostly a Freelancer, Freelancing Instructor and a Vlogger (Video Blogger). I’m writing blogs and...
খুব ভাল লাগল