টেকটিউনস এ যদি Live Chat আর Notifications থাকতো কেমন হতো

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আল্লার রহমতে আপনাদের দোয়াই ভালো আছি। আপনারা ভালো থাকেন এই দোয়া করি। সামনে রমজান মাস। আল্লার কাছে দোয়া করী যেন সবাই রোজা রাখতে পারী।

এখন আসা যাক আসল কথায়

টেকটিউনস আমি জানতে চাচ্ছি য়ে, আমরা যে টিউন গুলো করি অনেকে  Comment  করে যেগুলো আমরা টেকটিউনস  Log In করার সাতে সাতে আমরা জাতে বুতে পারি না। যেমন ফেসবুকে কেও যদি আনার ছিবিতে Comment  করলে Notifications আসে যার কারনে অতি সহজে বুঝতে পারা যায় যে কে কোন ছবিতে কোন Status এ Comment  করলে বুজতে পারা যাই। এই রকুম সুবিধা যদি টেকটিউনস এ থাকতো তাহোলে হইতো আমাদের অনেক সুবিদা হতো। Live Chat করা যেতো আমরা হয়তো আরো বেশি বেশি জানতে বুঝতে পারতাম। বা এরকম যদি হতো Mobile a যদি messages আসতো তাহলে আমরা তাত খনিক জানতে পারতাম। ফলে Comment এর উত্তর গুলো আমরা খুব তারা তারী দিতে পারতাম। আমরা সবাই উপকৃত হতাম। তাই আমি টেকটিউনস  admin এর কাছে দৃষ্টি আকোরসন কচ্ছী। আমি জানীনা এ গুলো টেকটিউনস নীতিমালাতে আছে কিনা।যদি এ ধরনের কোন কিছু করা যায় তবে দয়া করে একা টিউন করুন এটা  টেকটিউনস  admin এর কাছে আমাদের আবেদন করছি।

আমি যে টা বলছিলাম ঠিক এই ছবি টার মতন:

 

সবার কাছে আমার আবেদন আপনারা ভালো হলে জানাবেন না হলেও জানাবে।

আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে। সবাই ভালো থাকেন আবার দেখা হবে।

Level 0

আমি মো খালেকুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

If techtunes were a live chat

এটা আমাদের অনেক উপকারে আসবে।

আমিও চাই লাইভ চ্যাট, লাইক, নোটিফিকেশন চালু করা হোক। মনে হয় টেকটিউন্স এর এডমিনদের জোকারের মত মাথা নাই।

এত লাগবে না। পরে পেচ লাগবে

ভালই হতো।

Live Chat এর কিছু খারাপ দিক আছে। সবার কথা চিন্তা করে মাথা থেকে এ টা বাদ দিন। Comment আছেনা!

Live Chat না থাকলে কোন সমস্যা নাই কিন্তু Notification দরকার

notification to achei! email a to alert pai…. and like er moto, priyo kora jay….. r ki chai…??

    @আহসান উল্লাহ্‌: ভাইয়া ইমেল notification আসে কিন্তু আপনি যদি সরাসরি blog এ notification থাকলে ভালো না আপনি সরাসরি আপনার notification দেখেতে পাইতেন।

লাইভ চ্যাটিং বলতে সরাসরি প্রশ্নোত্তর করার ও এন্সার করার মত কোন পদ্ধতি থাকলে টুকটাক প্রশ্ন করা যেতো ও সহজে কাংক্ষিত উত্তর পাওয়া যেতো, TT এরকমটা হলে সবচেয়ে ভালো হত।

লাইভ চ্যাটিং বলতে সরাসরি প্রশ্নোত্তর করার ও
এন্সার করার মত কোন পদ্ধতি থাকলে টুকটাক প্রশ্ন
করা যেতো ও সহজে কাংক্ষিত উত্তর পাওয়া
যেতো,