আমি রিহানুর ইসলাম প্রতীক গত ৩১শে মে, ২০১৫ইং এই টেকটিউনসের সাথে যুক্ত হয়েছি আর এটিই আমার প্রথম টিউন। যদিও অনেকদিন থেকেই আমার টেকটিউনসে প্রতিদিন নিয়মিত যাতায়াত কিন্তু নিবন্ধন বন্ধ থাকাই এতোদিন নিবন্ধিত হতে পারিনি এবং যেকারনে কোন টিউনও করতে পারিনি। কাল নিবন্ধিত হয়েই টিউন করব বলে মনস্থির করলাম এবং এই টিউনটি লিখে ফেললাম। টিউনের বিষয়বস্তু 3D কী, কিভাবে কাজ করে এবং কম্পিউটার ও স্মার্টফোনে 3D দেখার পদ্ধতি। কিছুদিন আগে হঠাৎ করেই আমার এন্ড্রয়েড ফোনে 3D ভিডিও দেখার ভূত মাথাই চাপল। কিন্তু কিভাবে দেখতে হবে জানিনা। শুরু করে দিলাম 3D নিয়ে অনুসন্ধান। এই অনুসন্ধান সফল হল এবং এ থেকে বেরিয়ে আসলো 3D সমন্ধে অনেক তথ্য এবং দেখার পদ্ধতি। অবশ্য কম্পিউটারে কিভাবে দেখতে হয় তা আগে থেকেই জানতাম। যাইহোক, আমার সেই অনুসন্ধিৎসু তথ্য ও পদ্ধতি নিয়ে এই টিউন। ভুল হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বাড়িয়ে মূল টিউনে যাওয়া যাক।
3D এর পূর্ণরূপ Three Dimensional বা ত্রিমাত্রিক। যার তিনটি মাত্রা (দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা) আছে তাই থ্রিডি। সহজ ভাবে বলতে গেলে আমরা দুচোখ দিয়ে যাই দেখি তাই 3D বা ত্রিমাত্রিক। আমরা যদি আমাদের চোখের সামনে একটি আয়তাকার ঘনবস্তু বা আয়তাকার কাঠের টুকরো কল্পনা করি তাহলে আমরা সেই বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তিনটাই দেখতে পাব দুইচোখ খোলা থাকা অবস্থায়। কিন্তু যদি এক চোখ বন্ধ রেখে খোলা চোখ বরাবর বস্তুটিকে রেখে দেখি তাহলে হয়ত এর সামনের অংশটিকেই দেখতে পাব, যেটা শুধু দৈর্ঘ্য এবং উচ্চতা। দুইচোখ খোলাথাকা অবস্থায় ডানপাশের চোখ বরাবর বস্তুটি থাকলে, তাহলে ডান চোখ দিয়ে এর সামনের অংশ দেখতে পেলে বাম চোখ দিয়ে টুকরোটির বামপাশের অংশ বা প্রস্থটিকে দেখতে পাব। দুটি চোখ দিয়ে দেখা দৃশ্য যখন মস্তিষ্কে এক হবে তখন আমরা একিসাথে বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দেখতে পাব; এটাই 3D। কিন্তু যখন আমরা একচোখ দিয়ে বস্তুটিকে দেখতেছিলাম তখন সেটা ছিল 2D। থ্রিডি দেখতে হলে অবশ্যই দুটি চোখেরই প্রয়োজন।
আমরা যখন টিভিস্ক্রিন, মনিটর বা সেলফোনে কোন ভিডিও দেখি তখন সেটা থাকে 2D। কেননা এক্ষেত্রে আমরা শুধু দুইটি মাত্রা দেখতে পাই; দৈর্ঘ্য-প্রস্থ অথবা দৈর্ঘ্য-উচ্চতা। যদি স্বাভাবিকভাবে টিভিতে আমরা থ্রিডি ভিডিও দেখতে পেতাম তাহলে মনে হত এটি আমাদের সামনেই ঘটতেছে, বাস্তবের সাথে আলাদা করতে পারতাম না এমনকি ভয়ংকর কোন দৃশ্য আমাদের সামনেই ঘটতেছে ভেবে ভয়ে হার্টফেলও করে ফেলতাম। কিন্তু আমরা টিভিতে স্বাভাবিকভাবে 2D ভিডিও দেখি বলেই টিভির অস্তিত্ব বুঝতে পারি এবং বাস্তবের সাথে গুলিয়ে না ফেলে পৃথক করতে পারি।
তবে আপনি চাইলে টিভিস্ক্রিন, কম্পিউটার মনিটর এমনকি আপনার হাতের স্মার্টফোনটির সাহায্যেও থ্রিডি ভিডিও উপভোগ করতে পারবেন। তবে এজন্যে অবশ্যই ভিডিওটিকে থ্রিডি ভিডিও হতে হবে আর সেই সাথে প্রয়োজন হবে একটি থ্রিডি চশমারও।
♦তার আগে জেনে নিব থ্রিডি ভিডিও কেমন, এই ভিডিও রেকর্ডিং পদ্ধতি এবং এই ভিডিও কিভাবে কাজ করে।
এই ভিডিও অন্যান্য সাধারণ ভিডিওর মতোই কিন্তু প্রায় একই দেখতে দুটি ভিডিও পাশাপাশি একসাথে লেগে থাকে। থ্রিডি ভিডিও রেকর্ড করতে দুইটি ক্যামেরার প্রয়োজন হয়। পাশাপাশি সংযুক্ত দুটি ক্যামেরা একিসাথে ভিডিও রেকর্ড করে। এই ধরনের ক্যামেরাকে বলা হয় থ্রিডি ক্যামেরা।
আমরা স্বাভাবিকভাবে যেমন দুটি চোখ ব্যবহার করে কোনকিছু দেখি তেমনি থ্রিডি ভিডিও রেকর্ড করতেও দুটি ক্যামেরা সমন্বিত একধরনের বিশেষ ক্যামেরার প্রয়োজন হয়। মূল থ্রিডি ভিডিওতে দুটি ক্যামেরায় রেকর্ডকৃত ভিডিও পাশাপাশি থাকে। এই ধরনের ভিডিওকে বলা হয় Side-by-Side ভিডিও।
ভিডিও থেকে নেওয়া উপরের স্ক্রিনশটটি লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাশাপাশি দুটি ইমেজে কিছুটা কৌণিক পার্থক্য রয়েছে। এই কৌণিক পার্থক্যের কারণ হলো ঐ ভিডিওটি পাশাপাশি অবস্থিত দুটি ক্যামেরার মাধ্যমে ধারন করা, যারা কিছুটা কৌণিক অবস্থানে থাকে। বামপাশের ইমেজটিতে তলোয়ারটির বামপার্শ্বের অংশটা বেশি বিস্তৃতভাবে দেখা যাচ্ছে এবং ডানপাশের ইমেজটিতে তলোয়ারটির বামপার্শ্বের অংশটি কম বিস্তৃতভাবে দেখা যাচ্ছে।। এই কৌণিক পার্থক্যের কারনেই আমরা 3D দেখতে পারি। এটির 3D দেখার সময় আপনার মনে হবে তলোয়ারটি স্ক্রিন থেকে একদম বেরিয়ে এসেছে এবং আপনার দিকে তাক করা আছে, আরেকটু হলেই যেন আপনাকে আঘাত করে বসবে। কৌতূহলবশত আপনি হয়ত স্ক্রিনের সামনে হাত দিয়ে তলোয়ারটিকে ধরারও চেষ্টা করবেন।
কম্পিউটার বা স্মার্টফোনে যখন 3D দেখতে যাবেন তখন এটিকে সফটওয়্যারের সাহায্যে 3D Red Cyan Anaglyph ভিডিওতে রূপান্তরিত করতে হবে। তারপর একটি রেড সায়ান থ্রিডি গ্লাস বা চশমার সাহায্যে আপনি ধুমসে থ্রিডি ভিডিও উপভোগ করতে পারবেন।
আপনি যদি এই ইমেজটি 3D Red Cyan Glass পরিধান করে দেখেন তাহলে মনে তলোয়ারটি একেবারে আপনার সামনেই, যেন হাত বাড়ালেই ধরতে পারবেন।
Red Blue 3D Player Pro ডাউনলোড করতে নিচের ইমেজটিতে টাচ করুন
বিঃদ্রঃ আপনি যদি সরাসরি 3D Red Cyan Anaglyph ভিডিও জোগাড় করতে পারেন তাহলে আপনাকে আর কোন বিশেষ প্লেয়ারের সাহায্য না নিয়েই যেকোন প্লেয়ার আর রেড সায়ান থ্রিডি চশমার সাহায্যে 3D ভিডিও উপভোগ করতে পারবেন।
♦কোথায় পাওয়া যাবে এই থ্রিডি চশমা (3D Glass) আর থ্রিডি মুভি ও ভিডিও(3D Movies & Videos)?
উত্তরঃ সিডি-ডিভিডি ও কম্পিউটার এক্সেসরিসের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন আপনি এসব। একটা থ্রিডি চশমার দাম হতে পারে ২০০-৫০০ টাকা। অবশ্যই ভালোমানের (চিত্রের মত) লাল আর সায়ান কালারের চশমা কিনবেন। অনেকেই সায়ান কালারটিকে নীল কালার বলে থাকেন, কিন্তু এটি আসলে সবজে নীল রঙ। অন্যান্য মুভির মত আপনি 3D মুভি গুলোও দোকান থেকে কিনতে পারবেন। আর নেট থেকে ডাউনলোড করতে চাইলে আপনাকে টরেন্ট থেকে ডাউনলোড করতে হবে। আপনি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে খোঁজ করলে একি সাথে সব পাবেন। এছাড়াও আপনি ছোট ছোট কয়েক মিনিটের রোমাঞ্চকর 3D ভিডিও পেতে ইউটিউবে 3D Video/Evo 3D Work/3DN3D লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে উপরে বর্ণিত পদ্ধতিতে উপভোগ করতে পারেন।
"আমার এই টিউটোরিয়ালটিতে 3D দেখার সবচেয়ে সহজ পদ্ধতি বর্ণনা করা হয়েছে। অবশ্য আপনি কম্পিউটার বা স্মার্টফোনে এই পদ্ধতি ব্যতিত অন্য কোন পদ্ধতিতে 3D দেখতেও পারবেননা। স্মার্টটিভি বা 3D Cinema Hall-এ এর চেয়ে ভিন্ন এবং উন্নত পদ্ধতিতে 3D দেখার ব্যবস্থা রয়েছে। সেগুলা দেখলে আরো বেশি বাস্তব মনে হয়। তবে যেভাবেই আপনি 3D দেখতে চাননা কেন, এজন্যে অবশ্যই আপনাকে 3D Glass পরিধান করতে হবে। Red Cyan 3D Glass ছাড়াও আরো অনেক ধরনের Glass আছে। স্বাভাবিক Glass এর মত দেখতেও 3D Glass রয়েছ। এটা নির্ভর করবে আপনি যেখানে 3D দেখতেছেন সেখানে 3D দেখতে কি ধরনের Glass প্রয়োজন।"
আমি রিহানুর ইসলাম প্রতীক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
GOOD!