শুধু স্মার্টটিভি কেন? এবার 3D ভিডিও দেখুন আপনার কম্পিউটার এমনকি হাতের স্মার্টফোনটিতেও!!! শুধু দেখলেই কি চলবে? জানতেও হবে 3D কী, কিভাবে কাজ করে।

আমি রিহানুর ইসলাম প্রতীক গত ৩১শে মে, ২০১৫ইং এই টেকটিউনসের সাথে যুক্ত হয়েছি আর এটিই আমার প্রথম টিউন। যদিও অনেকদিন থেকেই আমার টেকটিউনসে প্রতিদিন নিয়মিত যাতায়াত কিন্তু নিবন্ধন বন্ধ থাকাই এতোদিন নিবন্ধিত হতে পারিনি এবং যেকারনে কোন টিউনও করতে পারিনি। কাল নিবন্ধিত হয়েই টিউন করব বলে মনস্থির করলাম এবং এই টিউনটি লিখে ফেললাম। টিউনের বিষয়বস্তু 3D কী, কিভাবে কাজ করে এবং কম্পিউটার ও স্মার্টফোনে 3D দেখার পদ্ধতি। কিছুদিন আগে হঠাৎ করেই আমার এন্ড্রয়েড ফোনে 3D ভিডিও দেখার ভূত মাথাই চাপল। কিন্তু কিভাবে দেখতে হবে জানিনা। শুরু করে দিলাম 3D নিয়ে অনুসন্ধান। এই অনুসন্ধান সফল হল এবং এ থেকে বেরিয়ে আসলো 3D সমন্ধে অনেক তথ্য এবং দেখার পদ্ধতি। অবশ্য কম্পিউটারে কিভাবে দেখতে হয় তা আগে থেকেই জানতাম। যাইহোক, আমার সেই অনুসন্ধিৎসু তথ্য ও পদ্ধতি নিয়ে এই টিউন।  ভুল হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বাড়িয়ে মূল টিউনে যাওয়া যাক।

প্রথমেই আমরা 3D বা ত্রিমাত্রিকতা সম্বন্ধে জানব।

♦3D কী?

3D এর পূর্ণরূপ Three Dimensional বা ত্রিমাত্রিক। যার তিনটি মাত্রা (দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা) আছে তাই থ্রিডি। সহজ ভাবে বলতে গেলে আমরা দুচোখ দিয়ে যাই দেখি তাই 3D বা ত্রিমাত্রিক। আমরা যদি আমাদের চোখের সামনে একটি আয়তাকার ঘনবস্তু বা আয়তাকার কাঠের টুকরো কল্পনা করি তাহলে আমরা সেই বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তিনটাই দেখতে পাব দুইচোখ খোলা থাকা অবস্থায়। কিন্তু যদি এক চোখ বন্ধ রেখে খোলা চোখ বরাবর বস্তুটিকে রেখে দেখি তাহলে হয়ত এর সামনের অংশটিকেই দেখতে পাব, যেটা শুধু দৈর্ঘ্য এবং উচ্চতা। দুইচোখ খোলাথাকা অবস্থায় ডানপাশের চোখ বরাবর বস্তুটি থাকলে, তাহলে ডান চোখ দিয়ে এর সামনের অংশ দেখতে পেলে বাম চোখ দিয়ে টুকরোটির বামপাশের অংশ বা প্রস্থটিকে দেখতে পাব। দুটি চোখ দিয়ে দেখা দৃশ্য যখন মস্তিষ্কে এক হবে তখন আমরা একিসাথে বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দেখতে পাব; এটাই 3D। কিন্তু যখন আমরা একচোখ দিয়ে বস্তুটিকে দেখতেছিলাম তখন সেটা ছিল 2D। থ্রিডি দেখতে হলে অবশ্যই দুটি চোখেরই প্রয়োজন।

আমরা যখন টিভিস্ক্রিন, মনিটর বা সেলফোনে কোন ভিডিও দেখি তখন সেটা থাকে 2D। কেননা এক্ষেত্রে আমরা শুধু দুইটি মাত্রা দেখতে পাই; দৈর্ঘ্য-প্রস্থ অথবা দৈর্ঘ্য-উচ্চতা। যদি স্বাভাবিকভাবে টিভিতে আমরা থ্রিডি ভিডিও দেখতে পেতাম তাহলে মনে হত এটি আমাদের সামনেই ঘটতেছে, বাস্তবের সাথে আলাদা করতে পারতাম না এমনকি ভয়ংকর কোন দৃশ্য আমাদের সামনেই ঘটতেছে ভেবে ভয়ে হার্টফেলও করে ফেলতাম। কিন্তু আমরা টিভিতে স্বাভাবিকভাবে 2D ভিডিও দেখি বলেই টিভির অস্তিত্ব বুঝতে পারি এবং বাস্তবের সাথে গুলিয়ে না ফেলে পৃথক করতে পারি।

তবে আপনি চাইলে টিভিস্ক্রিন, কম্পিউটার মনিটর এমনকি আপনার হাতের স্মার্টফোনটির সাহায্যেও থ্রিডি ভিডিও উপভোগ করতে পারবেন। তবে এজন্যে অবশ্যই ভিডিওটিকে থ্রিডি ভিডিও হতে হবে আর সেই সাথে প্রয়োজন হবে একটি থ্রিডি চশমারও।

তার আগে জেনে নিব থ্রিডি ভিডিও কেমন, এই ভিডিও রেকর্ডিং পদ্ধতি এবং এই ভিডিও কিভাবে কাজ করে।

এই ভিডিও অন্যান্য সাধারণ ভিডিওর মতোই কিন্তু প্রায় একই দেখতে দুটি ভিডিও পাশাপাশি একসাথে লেগে থাকে। থ্রিডি ভিডিও রেকর্ড করতে দুইটি ক্যামেরার প্রয়োজন হয়। পাশাপাশি সংযুক্ত দুটি ক্যামেরা একিসাথে ভিডিও রেকর্ড করে। এই ধরনের ক্যামেরাকে বলা হয় থ্রিডি ক্যামেরা।

3D Camera

আমরা স্বাভাবিকভাবে যেমন দুটি চোখ ব্যবহার করে কোনকিছু দেখি তেমনি থ্রিডি ভিডিও রেকর্ড করতেও দুটি ক্যামেরা সমন্বিত একধরনের বিশেষ ক্যামেরার প্রয়োজন হয়। মূল থ্রিডি ভিডিওতে দুটি ক্যামেরায় রেকর্ডকৃত ভিডিও পাশাপাশি থাকে। এই ধরনের ভিডিওকে বলা হয় Side-by-Side ভিডিও।

3D Side-by-Side Video (স্ক্রিনশট)

ভিডিও থেকে নেওয়া উপরের স্ক্রিনশটটি লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাশাপাশি দুটি ইমেজে কিছুটা কৌণিক পার্থক্য রয়েছে। এই কৌণিক পার্থক্যের কারণ হলো ঐ ভিডিওটি পাশাপাশি অবস্থিত দুটি ক্যামেরার মাধ্যমে ধারন করা, যারা কিছুটা কৌণিক অবস্থানে থাকে। বামপাশের ইমেজটিতে তলোয়ারটির বামপার্শ্বের অংশটা বেশি বিস্তৃতভাবে দেখা যাচ্ছে এবং ডানপাশের ইমেজটিতে তলোয়ারটির বামপার্শ্বের অংশটি কম বিস্তৃতভাবে দেখা যাচ্ছে।। এই কৌণিক পার্থক্যের কারনেই আমরা 3D দেখতে পারি। এটির 3D দেখার সময় আপনার মনে হবে তলোয়ারটি স্ক্রিন থেকে একদম বেরিয়ে এসেছে এবং আপনার দিকে তাক করা আছে, আরেকটু হলেই যেন আপনাকে আঘাত করে বসবে। কৌতূহলবশত আপনি হয়ত স্ক্রিনের সামনে হাত দিয়ে তলোয়ারটিকে ধরারও চেষ্টা করবেন।

কম্পিউটার বা স্মার্টফোনে যখন 3D দেখতে যাবেন তখন এটিকে সফটওয়্যারের সাহায্যে 3D Red Cyan Anaglyph ভিডিওতে রূপান্তরিত করতে হবে। তারপর একটি রেড সায়ান থ্রিডি গ্লাস বা চশমার সাহায্যে আপনি ধুমসে থ্রিডি ভিডিও উপভোগ করতে পারবেন।

3D Red Cyan Anaglyph Video (স্ক্রিনশট)

আপনি যদি এই ইমেজটি 3D Red Cyan Glass পরিধান করে দেখেন তাহলে মনে তলোয়ারটি একেবারে আপনার সামনেই, যেন হাত বাড়ালেই ধরতে পারবেন।

Red Cyan 3D Glass

SBS বা Side-by-Side ভিডিওকে 3D Red Cyan Anaglyph ভিডিওতে রূপান্তর করে দেখার প্রক্রিয়া

  • কম্পিউটারের ক্ষেত্রেঃ এজন্যে আপনার কম্পিউটারে KM Player ইন্সটল করা থাকতে হবে। এটি Windows-এর খুব জনপ্রিয় প্লেয়ার; দুর্ভাগ্যবশত আপনার কম্পিউটারে না থাকলে আশেপাশের কারোকাছ থেকে নিয়ে নিন অথবা নেট থেকে ডাউনলোড করে ঝটপট ইন্সটল করে ফেলুন। এটা পেতে আশা করি কোন সমস্যা হবেনা। তারপর স্বাভাবিক ভাবেই SBS বা Side-by-Side ভিডিওটি KM Player দিয়ে প্লে করুন। দেখুন প্লেয়ারটির বামে একদম নিচে 3D লেখা একটা বাটন আছে, ওটাতে ক্লিক করুন। সাথে সাথে SBS ভিডিওটি 3D Red Cyan Anaglyph ভিডিওতে রুপান্তরিত হবে। আর আপনি থ্রিডি রেড সায়ান চশমাটি চোখে দিয়ে ধুমছে উপভোগ করতে পারবেন 3D ভিডিও।
এখান থেকে দেখে নিন কোথায় ক্লিক করতে হবে
  • এন্ড্রয়েড ফোনের ক্ষেত্রেঃ এজন্যে আপনাকে Red Blue 3D Player Pro এপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে (এপটির নামে Pro লেখা থাকলেও এপটি কিন্তু একদমই ফ্রি)। তারপর এপটি ওপেন করলে আপনার ফোনের সবগুলো ভিডিও শো করবে, সেখান থেকে 3D SBS ভিডিওটি খোঁজে বের করে প্লে করতে হবে। প্লেয়ারটির ডানপাশে একদম নিচে 3D লেখা বাটন দেখতে পাবেন, ওটাতে টাচ করতে হবে।

    কোথায় টাচ করতে হবে দেখুন
  • তাহলে ভিডিওটি 3D Red Cyan Anaglyph ভিডিওতে রূপান্তরিত হবে। এখন শুধু 3D গ্লাসটি চোখে দিয়ে স্ক্রিনের দিকে তাকানো বাকি। এটুকু আর বাকি রাখবেন কেন? এটুকুও করে ফেলুন আর উপভোগ করুন রোমাঞ্চকর 3D মুভি।

    এই ফটোতে আমি আমার এন্ড্রয়েড ফোন দিয়ে 3D ভিডিও দেখতেছি

Red Blue 3D Player Pro ডাউনলোড করতে নিচের ইমেজটিতে টাচ করুন

ডাউনলোড করতে ইমেজটিতে ক্লিক করুন

 

বিঃদ্রঃ আপনি যদি সরাসরি 3D Red Cyan Anaglyph ভিডিও জোগাড় করতে পারেন তাহলে আপনাকে আর কোন বিশেষ প্লেয়ারের সাহায্য না নিয়েই যেকোন প্লেয়ার আর রেড সায়ান থ্রিডি চশমার সাহায্যে 3D ভিডিও উপভোগ করতে পারবেন।

 

♦কোথায় পাওয়া যাবে এই থ্রিডি চশমা (3D Glass) আর থ্রিডি মুভি ও ভিডিও(3D Movies & Videos)?

উত্তরঃ সিডি-ডিভিডি ও কম্পিউটার এক্সেসরিসের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন আপনি এসব। একটা থ্রিডি চশমার দাম হতে পারে ২০০-৫০০ টাকা। অবশ্যই ভালোমানের (চিত্রের মত) লাল আর সায়ান কালারের চশমা কিনবেন। অনেকেই সায়ান কালারটিকে নীল কালার বলে থাকেন, কিন্তু এটি আসলে সবজে নীল রঙ। অন্যান্য মুভির মত আপনি 3D মুভি গুলোও দোকান থেকে কিনতে পারবেন। আর নেট থেকে ডাউনলোড করতে চাইলে আপনাকে টরেন্ট থেকে ডাউনলোড করতে হবে। আপনি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে খোঁজ করলে একি সাথে সব পাবেন। এছাড়াও আপনি ছোট ছোট কয়েক মিনিটের রোমাঞ্চকর 3D ভিডিও পেতে ইউটিউবে 3D Video/Evo 3D Work/3DN3D লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে উপরে বর্ণিত পদ্ধতিতে উপভোগ করতে পারেন।

 

"আমার এই টিউটোরিয়ালটিতে 3D দেখার সবচেয়ে সহজ পদ্ধতি বর্ণনা করা হয়েছে। অবশ্য আপনি কম্পিউটার বা স্মার্টফোনে এই পদ্ধতি ব্যতিত অন্য কোন পদ্ধতিতে 3D দেখতেও পারবেননা। স্মার্টটিভি বা 3D Cinema Hall-এ এর চেয়ে ভিন্ন এবং উন্নত পদ্ধতিতে 3D দেখার ব্যবস্থা রয়েছে। সেগুলা দেখলে আরো বেশি বাস্তব মনে হয়। তবে যেভাবেই আপনি 3D দেখতে চাননা কেন, এজন্যে অবশ্যই আপনাকে 3D Glass পরিধান করতে হবে। Red Cyan 3D Glass ছাড়াও আরো অনেক ধরনের Glass আছে। স্বাভাবিক Glass এর মত দেখতেও 3D Glass রয়েছ। এটা নির্ভর করবে আপনি যেখানে 3D দেখতেছেন সেখানে 3D দেখতে কি ধরনের Glass প্রয়োজন।"

কোথাও বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু।

আজ এ পর্যন্তই। আপনাদের দোয়াই পরবর্তিতে আবার হয়ত হাজির হব অন্য কোন টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।

Level 0

আমি রিহানুর ইসলাম প্রতীক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

GOOD!

online a ki 3d glass kinte paowa jabe?

Nice Tune 🙂

ভাল লাগল।

সুন্দর টিউন হয়েছে। অনেক কিছু জানতে পারলাম।

ভাই আইফনের জন্য কি কিছু আছে?

অসাধারণ টিউন! এই ধরনের পরিপূর্ণ টিউনে পূর্ণ হোক টেকটিউন্স।

    @মিজান গফুর: আমার প্রথম টিউনটির ক্ষেত্রেই এরকম একটি টিউটমেন্ট পেয়ে সত্যিই আমি খুব গর্বিত। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা। আপনার এই টিউটমেন্টটি আমাকে অনেক প্রেরণা যোগাবে। দোয়া করবেন আমার জন্যে।

ভাল হইছে

অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি টিউন এর জন্য….. ^_^

Level 2

onek valo ekti post. 🙂

খুব ভাল ভাবে উপস্থাপন করেছেন । আশা করি আরও সুন্দর সুন্দর টিউন পাব ।

অস্থির টিউন।চালিয়ে যান।

আমি থ্রিডি মুভির পাগল একটা লোক । অনেক আগে থেকেই চশমা এবং মুভি কিনে , ডাউনলোড করে দেখি । তবে আপনি থ্রিডি মুভির বিষয়গুলো সুন্দনভাবে সবাইকে বুঝিয়েছেন । অনেক কষ্ট করে টিউন করার জন্য ধন্যবাদ ।

    আপনার 3D উপর অভিজ্ঞতা থাকার পরও টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে টিউটমেন্টের জন্য ধন্যবাদ নাহয় নাই দিলাম। না থাক, দিয়েই দিই; আবারো ধন্যবাদ, এবার কিন্তু অনেক অনেক অনেক।

ভাল একটি পোস্ট। চালিয়ে যান।

ভাল হইছে। আশা করি ভবিষ্যতে আরো অনেক কিছু ঊপহার পাবো

    ইনশাআল্লাহ, দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো অনেক টিউন উপহার দিতে পারি। টিউটমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Good start…..শুভকামনা রইল।

অনেক খুশি হইলাম।।।

প্রিয়তে রেখে দিলাম

ওরে বাবা, টেকটিউনসে আসতে না আসতেই মেগাটিউন! প্রথম টিউন রিটিউনও হয়েছে দেখতেছি। টেকটিউনস পরিবার খুব শীঘ্রই একটা হার্ডকোর টিউনার পেয়ে যাচ্ছে। অসাধারন এই টিউনটি আপাততো প্রিয়তে রাখলাম। পরে সময় করে পড়ে নিবো।

সুন্দর এবং তথ্য সমৃদ্ধ টিউনের জন্য ধইন্যার সুবাসিত শুভেচ্ছা 🙂

    @সানিম মাহবীর ফাহাদ: মনে মনে আপনার একটি টিউমেন্টের অপেক্ষাই করতেছিলাম ফাহাদ ভাই। আপনার টিউমেন্ট পেয়ে খুব ভালো লাগলো।

    আপনার ভাষাতেই আপনাকে বলতে চাই, “টিউমেন্টের ধইন্যার সুবাসিত শুভেচ্ছা।”

অনেক সুন্দর টিউন হয়েছে প্রিয়তে রাখলাম।

    আমার এই সামান্য টিউনটি আপনার প্রিয় টিউনের তালিকায় স্থান করে নেওয়াই খুব ভালো লাগলো।

    টিউমেন্ট করে জানানোর জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ।

প্রথমেই অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ।তবে আমার একটা কথা জানার ছিল তা হলো Computer মনিটর আর Sony Bravia TV তে দেখতে কি আলাদা আলাদা 3D Glass লাগবে নাকি একই রেড সায়ান গ্লাস দিয়ে দেখা যাবে?

যারা ভাবছেন যে এই ট্রিকটা কাজ করবে কিনা তাদেরকে বলব ১০০% কাজ হবে, অামি অনেক ঘাটাঘাটি করে এসব সম্পর্কে জানতে পারি বেশ কিছুদিন অাগে এবং একটা থ্রিডি গ্লাস ও কিনে ফেলেছি অার ধুমছে দেখছি থ্রিডি মোবাইলে আর পিসিতে,আমি থ্রিডি গ্লাস কিনেছি ১০০০ টাকা দিয়ে সাথে কিছু থীডি মুভি আর সফটওয়ার দেয় কম্পানি!

sony te 3d glass kinte gachelam 10hazer tk dam ci nibo vabchelam but laptop oi glass kaz kore na pore 250tk dia sunglasses kina kaz chalaise……. 🙂

@জাকারিয়া মিনহাজ: টিউনটি আপনার আরেকটু ভালো ভাবে পড়া উচিৎ ছিল। যাইহোক, আপনার টিভিটি যদি Sony Bravia 3D TV হয় তাহলে আপনি রেড সায়ান গ্লাস ব্যবহার করে দেখতে পারবেন না। এজন্যে প্রয়োজন হবে Active Shutter 3D Glasses, যেটি টিভির সাথেই দেওয়ার কথা। এ ধরনের গ্লাসের মধ্যে ব্যাটারি থাকে এবং টিভির সাথে সংযোগ থাকে। এই ধরনের গ্লাস ব্যবহার করে শুধু এই ধরনের টিভিতেই দেখা সম্ভব; আমার বর্ণিত পদ্ধতিতে দেখা সম্ভব নয়। তবে আপনি 3D SBS ভিডিওটিকে Red Cyan Anaglyph ফরম্যাটে কনভার্ট করে যেকোন টিভি, যেকোন প্লেয়ারে Red Cyan 3D Glass ব্যবহার করে দেখতে পারবেন। আসল ব্যাপার হলো আপনি কেবল রেড সায়ান এনাগ্লিফ ফরম্যাটেড ভিডিও গুলোই রেড সায়ান গ্লাস দিয়ে দেখতে পারবেন। আশা বুঝতে পেরেছেন। তারপরও বুঝতে অসুবিধা হলে জানাতে দ্বিধা করবেন না।

@Ahmedshajal: আপনি Sony থেকে যে গ্লাসটি কিনতে চেয়েছিলেন সেটা শুধু Sony Bravia 3D TV তেই কাজ করত।

টিউমেন্টের জন্য ধন্যবাদ।

হমম Nvidia থেকে কিনেছি ভালই কাজ করে

তৃতীয় মাত্রার মাতামাতিটা আসলেই সুন্দর….চর্মচক্ষুতে সেটার স্বাদ এখনো উপভোগ না করলেও তিন মাত্রার “still image” দিয়ে সেই অর্ধেক মজার পুরোটাই নিয়েছি বৈকি 😛 KM player-র ফিচারটা বেশ পুরনো এবং আমাদের মনিটরে খানিকটা “ঘোলের স্বাদে”র মত কাজ করে- তাও ওটাই সই 😛

বর্ণনার সাবলীলতা আর নির্ভুল বানান ভাল লেগেছে…..ধরে রাখবেন আশা করি 🙂
টিউনে প্রাসঙ্গিক ছবি যেমন এটাকে উপাদেয় করে তেমনি আধিক্য সেটা নষ্টও করে- আপনার নিজস্ব ছবিটা সেরকম এখানে নেতিবাচকতা প্রকাশ করছে- খেয়াল রাখবেন বিষয়গুলো।

প্রথম টিউনের জন্য বৃষ্টিস্নাত ধইন্যার সুবাসিত অভিনন্দন…..পথ চলুক- সাথেই আছি 🙂

    @নিওফাইট নিটোল: আপনার কবিতাস্নাত ছন্দময় অসাধারণ এই টিউমেন্টটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। পরামর্শটি সাদরে গ্রহণ করলাম। এন্ড্রয়েড ফোনে 3D দেখার ব্যাপারে টিউজেটরদের বিশ্বাসযোগ্যতা বাড়াতেই আমার নিজের ঐ ফটোটি দিয়ে ছিলাম। পরবর্তিতে আরো কোন টিউন করলে সেখানেও আপনার এরকম কবিতাস্নাত ছন্দময় টিউমেন্টের অপেক্ষায় থাকবো।
    পরিশেষে, আমার সামান্য টিউনে আপনার অসামান্য এই টিউমেন্টটির জন্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা আর।

Level 0

কালার ছাড়াও 3D glass ace naki? কালার ভাল নাকি নরমাল ভাল জানাবেন প্লিজ ৷ সর্বপরি খুব ভাল হয়েছে ৷ ধন্যবাদ

    @SUNNY1010: কালার ছাড়া যেসব 3D Glass আছে তা আমার এই পদ্ধতিতে কাজ করবেনা। আমার এই পদ্ধতিতে কেবল মাত্র Red Cyan 3D Glass ই কাজ করবে। কালার ছাড়া যেসব গ্লাস আছে সেসব শুধু 3D Cinema Hall এ 3D দেখার জন্য প্রযোজ্য, যা পোলারাইজেশ প্রযুক্তিতে কাজ করে এবং সিনেমা হলের পর্দায়ও পোলারাইজেশন প্রযুক্তি থাকে। আশা করি বুঝতে পেরেছেন। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

অসাধারণ টিউন হয়েছে !!

অসাধারণ টিউন ! Carry on

Level 2

অনেক অনেক সুন্দর টিউন করেছেন, এ বিষয়ে জানার আগ্রহ ছিলো, টিউন থেকে জানাও হয়ে গেলো, আপনার fb link টা আর ফোন নাম্বার টা আশা করছি

Level 0

@রিহানুর ইসলাম প্রতীক: ধন্যবাদ ৷ তবে এই গ্লাস দিয়ে কি নরমাল কালার দেখা যায়?

    @SUNNY1010: নরমাল কালার দেখা যায় বলতে আপনি আসলে কী বুঝিয়েছেন বুঝলাম না। এই চশমাটির দুই পাশে দু কালার, তাই এটি যখন পরবেন তখন আপনি থ্রিডি ভিডিও ব্যতিত অন্য সবকিছু দুই চোখে দুই কালারের দেখবেন যা বিদঘুটে মনে হবে।

ভালো জিনিস শিখলাম

আপনার টিউনটি যতটুকু সুন্দর ঠিক উল্টোভাবে Anaglyph এ Red-Cyan সিস্টেমে 3D দেখা ততটাই বাজে। Google+Wikipedia+Net ঘেটে বিভিন্ন আইডিয়া নিয়ে, কম্পিউটার মার্কেট থেকে Red-Cyan glass কিনে 2013 সালে প্রথম 3D নিয়ে টেস্ট করতে বসে যাই। glass কিনার আগ পর্যন্তও বুঝতে পারছিলাম না যে Red-Cyan কিনব নাকি Red-Green? যাই হোক নেট থেকে Anaglyph clip সংগ্রহ করে দেখতে থাকি। 3D ইফেক্ট পাওয়া যায় ঠিকই কিন্তুু সব লাল আর নীল, আসল কালার এর কিছুই বুঝা যায়না। যখন বুঝলাম Anaglyph টা আসল 3D না, আসল হচ্ছে Stereoscopic 3D যেটা নিজে টেস্ট করে দেখার জন্য (বাপের টাকা থাকা লাগে) আরকি. তারপর থেকে Anaglyph এর উপরে মেজাজটাই খারাপ হয়ে গেল ফলশ্রুতিতে চশমাটি ভেঙ্গে গেল (মানে আমিই ভেঙ্গে ফেললাম আর কি) হা.. হা.. হা
কোন এক ব্লগে দেখেছিলাম, কে যেন কয়েক লাখ টাকা খরচ করে USA থেকে Full 3D Monitor, 3D supported Gaming Motherboard, 3D AGP Card, Polarized Dolby 3D Glass, আর Stereoscopic 3D games আনিয়ে নিয়ে পুরো High Quality এ Real 3D তে Max Payne 3 গেমটা খেলেছিলো। (এগুলারেই বলে সত্যিকারের ত্রিমাত্রিক ফিল, যার দাম মাত্র কয়েক লাখ টাকা !!!!)
by the way আপনার টিউনটি আসলেই ভাল ছিল

    আমাদের যেটা সামর্থ নেই সেটা নিয়ে হুদাহুদি প্যাচাল না পেরে যেটা করার সামর্থ আছে সেটা নিয়েই লিখেছি। আমি জানি এটা অনেকটা দুধের স্বাদ ঘুলে মেটানোর মত। দুধ কেনার যদি সামর্থ না থাকে তাহলেতো ঘুলেই মেটাতে হবে, তাইনা?

অনেক সুন্দর টিউন হয়েছে।