আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কয়েক বছর পর পোস্ট দিচ্ছি। আমি এডমিন দের দৃষ্টি আকর্ষন করছি, আমি ফটোগ্রাফি নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল দিতে চাই।
যাই হোক আজ আমি এই পোস্ট টি মূলত দিচ্ছি আপনাদের মতামত জানার জন্য। আপনারা আগ্রহী হলে আমি ফটোগ্রাফি নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট করবো। শুধু মতামত জানার জন্য পোস্ট দিলে আপনারা দৌড়ানি দিবেন এটা শিওর। তাই আজ আমি৯ আপনাদের সাথে Aperture, ISO and Exposure চার্ট শেয়ার করবো এবং সংক্ষিপ্ত বিশ্লেষন করবো। আসুন শুরু করা যাক।
Aperture: f/1.4 এ শুধুমাত্র সাবজেক্ট টি ফোকাস থাকবে এবং ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি ব্লার থাকবে।
>>>>>Aperture+>>>>
Aperture: f/32 এই ধরনের এপারচার আমরা মূলত ব্যবহার করি ল্যান্ডস্কেপ ছবির জন্য।
Exposure or Shutter speed: 1/1000 এই স্পীড এর ক্লিক করি আমরা স্পোর্টস ফটোগ্রাফি অথবা রানিং কোন কিছুর ছবি তোলার জন্য। 1/1000 মানে হলো ১ সেকেন্ড এর ১০০০ ভাগের ১ ভাগের মধ্যে ক্লিক হবে।
<<<<<<<Exposure or Shutter speed -<<<<<<
Exposure or Shutter speed: 1/2 এই স্পীড দিয়ে ছবি তোলা হয় রানিং মোশন বুঝানোর জন্য।
ISO: 50ISO ব্যবহার করা হয় যখন পর্যাপ্ত থেকেও বেশী আলো থাকে। যেমন মধ্য দুপুর এর সূর্যের আলো। অথবা স্টেজ এর ফ্লাড লাইট এর আলো। ISO হলো লাইট সেন্সিটিভিটি অপশন।
>>>>>>>ISO+>>>>>>
ISO: 25600 ব্যবহার করা হয় সাধারনত অমবস্যা রাতে তারার ছবি তুলতে। ISO যত বাড়াবেন তত কম আলোতেও ছবি তুলতে পারবেন, কিন্তু ছবিতে অনেক নয়েজ চলে আসবে। চার্ট এর নিচের ডান পাশের ছবিটি দেখুন।
আশা করি চার্ট সম্পর্কে বুঝেছেন। না বুঝলে কমেন্ট করুন। আগামী তে পুর্নাংগ টিউটোরিয়াল ছবি সহ দিবো ইনশা-আল্লাহ।
এখন আপনাদের মতামতের আশায়।
ফেসবুকঃ Carzon Photography World
আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই। এমন টিউটোরিয়াল ই খুজছিলাম। খুবই অল্প কথায় আপনি বিষয়বস্তুকে চিত্রের মাধ্যমে বুঝিয়েছেন। খুবই অল্প সময়ে অনেক কিছু শেখা হলো। আশা করছি এটা চালিয়ে যাবেন।
আপনিকি কম দামে একটা dslr camera + all purpose lense সাজেস্ট করতে পারেন?