আসসালামু আলাইকুম,আবার ফিরে আসলাম আমার সবচেয়ে প্রিয় ওয়েব সাইড টেকটিউস এ,আমি ইদানিং ব্যাস্ত থাকার কারণে আপনাদের কোন টিউন উপহার দিতে পারিনি এজন্য আমি অত্যান্ত দুঃখিত,যাই হোক আজকের টিউন টি নতুন ব্লগারদের জন্য দারুন হবে আশা করি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও টিউটোরিয়াল,এই ভিডিও টিউটোরিয়াল টি আমার জিবনের সর্ব প্রথম করা যদিও ভুল থেকে তাকে তাহলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখেবেন,এবং ছোট ভাই মনে করে কেউ বাজে মন্তব্য করবেন না,এই টিউটোরিয়াল টি দেখলে আপনি আপনার ব্লগস্পটের Layout এর Gadget গুলো লক করা এবং আনলক করা সহ অনেক কিছু শিখতে পারবেন,এবং আপনি যখন টেমপ্লেট কাষ্টমাইজ করবেন ঠিক তখন আমার এই টিউন টি আপনাকে হেল্প করবে ৫০% এ ছাড়া আপনার টেমপ্লেটের Layout হতে Attribution সহ অনেক কিছু কাজের সহায়তা করবে,এ ছাড়া Layout এর Gadget লক ও আনলক কোড গুলো কি জানতে পারবেন,আশা করি আপনার ভালাগবেই আমার এই ভিডিও টিউন টি দেখার পর
আমি আলম কক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিনস এ টিউনে কিভাবে ভিডিও এড করে আমি অনেক চেষ্টা করেছি এই টিউন দেওয়ার জন্য,না পেরে বাদ্য হয়ে লিস্কস দিতে হল,কেউ জনালে ভাল হয়