আজ আমি যে সফটয়ার টি আপনাদের সাথে সেয়ার করতে জাচ্ছি সেটি হয়ত অনেক কাজে না লাগলেউ কিছু টা কাজে লাগবে । আমরা হয়ত কিছু সাইট থেকে বিভিন্ন্য ফাইল ডাউনলোড করি তো কিছু ফাইল পাসওয়ার্ড প্রটেক্ট থাকে । আপনার কোন ফাইল এর পাসওয়ার্ড ভুলে গেছেন তো সেই সময় আপনার এটি কাজে লাগবে । তো চলুন দেখে আসি এটি কিভাবে কাজ করে । প্রথমে আপনি এখান থেকে ফাইল টি ডাউনলোড করুন এবার ফাইল টিকে এক্সট্রাট করুন তারপর নিচের ছবির মত কাজ করুন
ফাইল নেম এর জাইগাই আপনার ফাইল নেম টা দিবেন (এক্সটেনশান শহ যেমন .rar)
লোকেসান এর জাইগাই লোকেসান দেন তারপর ইন্টার চাপ দেন
(নোট) বড় পাসওয়ার্ড এর জন্য সময় একটু বেসি লাগবে । যত ছোট পাসওয়ার্ড হবে সময় তত কম লাগবে
পেয়ে গেলেন আপনার কাঙ্খিত পাসওয়ার্ড
ভুল হলে ক্ষমা করবেন 🙄
ভালো থাকবেন আর দোয়া করবেন যেন আরো ভাল পোস্ট আপনাদের উপহার দিতে পারি
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি 1 বছর 11 মাস আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।
জানি নাহ কেমন কাজ করবে।।তাও দেখি কি হয়…