আমরা অনেকসময় অনেক বড় বড় ফাইল সেন্ড করতে চাই ফ্রেন্ডদের মোবাইলে। কিন্তু ১জিবি/২জিবি ফাইল সেন্ড করা বেশ কষ্টসাধ্য। এজন্য আজকে আপনাদেরকে দেখাব কিভাবে অনেক বড় ফাইলকে কম্প্রেস করে কিভাবে ছোট করে নিবেন।
→ প্রথমেই এখানে ক্লিক করে এই ছোট এপলিকেশানটি ডাউনলোড করে নিন
→ ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করে নিন ।
→ মনে করি ইন্সটল করা হয়ে গেছে ডেক্সটপ এর আইকন কে ডাবল ক্লিক করে ওপেন করুন
→ যে ফাইলটি কম্প্রেস করতে চান সেই ফাইলের লোকেশান সিলেক্ট করে দিন।
→ এবার "Compress files” ক্লিক করে “Next” ক্লিক করুন
→ এখন KGB তে ক্লিক করে ADD DIRECTORY ক্লিক করুন
→ দেখুন কাজ চলছে ,তাই একটু ওয়েট করুন , কিছুক্ষণ পড় দেখবেন কম্প্রেসিং শেষ হয়ে যাবে।
ধন্যবাদ । বুঝতে কোন সমস্যা থাকলে বা কোন কিছু জানতে চাইলে এখানে কমেন্ট করুন অথবা ফেইসবুকে আমাকে নক করুন। যথা সম্ভব হেল্প করব ইন শা আল্লাহ
সৌজন্যে: বিডি ডিজাইনার
আমি প্রযুক্তি বিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুভি কম্প্রেস করলে কি ছবির কোয়ালিটির সমস্যা হয়?