যেভাবে আপনার পিসি, ল্যাপটপ এ হোয়াটস এপ (WhatsAPP Web) ওয়েব ইনেবল করবেন | Android, iPhone, Blackberry, Nokia, Windows, Symbian

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। অনেক দিন যাবত ব্যস্ততার কারনে ঠিকমত টিউন করতে পারছিনা। আর্টিকেলটি অনেকের কাজে আসতে পারে তাই শেয়ার করলাম। ভাল বা খারাপ যেটাই লাগুক জানাবেন কিন্তু ...

 

বিঃদ্রঃ এ পোস্টটি পুর্বে আমার নিজস্ব টেক ব্লগ এ করা হয়েছে এ ঠিকানায়।  এরকম আরও দারুন টেক বিষয়ক পোস্ট পেতে ভিসিট করার অনুরোধ রইল।

 

কিছুদিন আগেই হোয়াটস এপ এ জনপ্রিয় মেসেজিং এপটির ওয়েব ক্লায়েন্ট সহজ ওয়েব ভার্সন উন্মুক্ত করেছে। এতে করে ইউজাররা সহজে পিসি তে বসে আরও সাচ্ছন্দে এ কাজ গুলো করতে পারবেন।

 

এজন্য আপনার যেসব প্রসেস সম্পন্ন করতে হবে সে গুলোঃ

  • আপনার মোবাইল অবশ্যই ইন্টারনেট এর কানেক্টেড হতে হবে। এবং হোয়াটস এপ আপনার মোবাইল এ ইন্সটল্ড থাকতে হবে।
  • হোয়াটস এপ ওয়েব এ মুহুর্তে এভেইল আছে Android, BlackBerry, Windows Phone and Nokia’s S60 ফোনগুলোতে। তবে আইফোন এর কিছু রেস্ট্রিকশন এর কারনে আপনি এই প্রসেস এ হোয়াটস এপ ওয়েব ব্যবহার করতে পারবেন না।

হোয়াটস এপ ওয়েব আপনার আইফোনে ব্যবহার করতে এ আর্টিকেলটি দেখুন

  • আপনাকে হোয়াটস এপ টি (2.11.498 or higher) ভারসন এ আপগ্রেড করতে হবে।

.

আপনার পিসিতে কিভাবে হোয়াটস এপ ওয়েব চালু করবেনঃ

 

স্টেপ ১

আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে http://web.whatsapp.com যান। পরবর্তীতে সব সময় এ ওয়েবসাইট দিয়েই আপনাকে আপনার পিসিতে হোয়াটস এপ ঢুকতে হবে তাই বুকমার্ক করে রাখতে পারেন এ সাইটটি।

স্টেপ ২

এখন আপনার স্মার্টফোন এ হোয়াটস এপ অপশন থেকে “WhatsApp Web” এ ক্লিক করুন।

 

স্টেপ ৩

আপনার পিসিতে দেখানো QR Code টিকে এবার স্ক্যান করুন। এখন এটি ভেরিফাই হবে। তারপর এটোমেটিকালি আপনার কনভারসেশন গুলো আপনার পিসির স্ক্রিন এ শো করবে।

 

 ফেসবুকে আমি

টিউনটি ভাল লাগলে আমার ওয়েবসাইটটিতে একবার ঘুরে আসার অনুরোধ রইল। কোন কিছু জানার থাকলে কমেন্ট এর আহবান রইল।

Level 0

আমি Farhaan Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

whatsapp ওয়েব যতবার ওপেন করব তত বার স্ক্যান করতে হবে ?

    @জ্যোতি সিং: আপনাকে একবার ই স্ক্যান করতে হবে। কিন্তু লগ আউট করার পর আবার স্ক্যান করতে হবে।