আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন । অনেকদিন পর টেকটিউনস এর মত একটি বড় প্লাটফরমে আবার লেখার সুযোগ পেলাম। অনেক দিন যাবৎ টেকটিউনস এ আমার টিউনার আইডি স্থগিত ছিল। আবেদন করার পর গত পহেলা বৈশাখ লগিন করে দেখি আইডি টি খুলে দেওয়া হয়েছে। তাই সর্ব প্রথম টেকটিউনস এর এডমিনদেন জানাই আন্তরিক ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে মূল কাজে আসি অনেকেই শিরোনাম দেখে বুঝতে পেরেছেন এই টিউনটির মাধ্যমে আমরা একটি Bootable, Multiboot পেনড্রাইভ তৈরী করব। এই টিউনটি আমার শ্রদ্ধেয় স্যার কামরুল ইসলাম এর নামে উৎসর্গ করিতেছি। যাহাকে আমি প্রতি নিয়ত বিরক্ত করে থাকি। হাজারো বিরক্তির মাজে যে কোন বিষয়ে আমাকে সাপোর্ট দিয়ে থাকেন আমার শ্রদ্ধেয় স্যার কামরুল ইসলাম কখনো বিরক্ত বোধ করেন না আশা করি সবাই শ্রদ্ধেয় স্যার কামরুল ইসলাম এর জন্য দোয়া করবেন। এই টিউনস এ অনকেরই কিছু প্রশ্ন থাকতে পারে।
কিছু প্রশ্ন :
প্রশ্ন-১ :Yumi মাল্টিবোট ইউএসবি কি ?
প্রশ্ন-২ :Yumi মাল্টিবোট ইউএসবি এর সুবিধা কি ?
প্রশ্ন-৩ :Yumi মাল্টিবোট ইউএসবি কিভাবে তৈরী করা যায় ?
উত্তর-১ : Yumi হল একটি সফটওয়ারের নাম, মাল্টিবোট হল, একাদিক ফাইল সিডি ডিভিডি ও ইউসবি তে এড করা হলে তাকে মাল্টিবুট বলা হয়?
উত্তর-২ : Yumi মাল্টিবুট ইউএসবি এর সুবিধা হল, আপনার প্রতিনিয়ত প্রয়োজনে পড়ে এমন কিছু সিডি ডিভিডি কে যদি Yumi মাল্টিবুট ইউএসবি তে এড করেন তাহলে আপনাকে আগের মত সিডি ব্যাগ বহন করতে হবে না। অনেক সময় দেখা যায় সিডি রোমটি হঠাৎ নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার ফলে আপনার স্বাদের সিডি ব্যাগটি মূল হীন হয়ে পড়ে । Yumi মাল্টিবোট ইউএসবি দিয়ে তৈরী করা একটি পেনড্রাইভ যদি আপনার কাছে থেকে থাকে তাহলে Windows সহ বিভিন্ন কাজ সেরে নিতে পারবেন।
উত্তর-৩ : Yumi মাল্টিবুট ইউএসবি আপনি খুব সহজে তৈরী করতে পারেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই আমার এই ধারাবাহিক টিউনটির দিকে লক্ষ্য রাখতে হবে।
Yumi মাল্টিবুট ইউএসবি তে আমরা যে ফাইল গুলো এড করবো
১। হিরেন্স বুট সিডি থেকে Mini Windows xp Live
২। Setup of Windows xp
৩। Windows 7 Setup
৪। Partition Wizard
৫। Acronis True Image অন্যান্য ইত্যাদি ।
এ কাজটি করতে একটি Softwer দরকার , যে Softwer টি দরকার সেই Softwer টির নাম হল YUMI Universal MultiBoot UFD Creation Tool হয়ত ভাবছেন ? Softwer টি কোথায় পাব , চিন্তা করবেন না , এখান হতে ডাউনলোড করে নিন , এবং আগামি টিউনে হিরেন্স বুট সিডি থেকে Mini Windows xp Live ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এ Bootable করে এড করার জন্যHirens BootCD ডাউনলোড করে রাখুন ,যদি আপনার কাছে না তাকে , টেকটিউনস এ এর আগে আমি All Hiren BootCD ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এ Bootable করুন , একটি টিউন করেছিলাম এ টিউন টি ও কাজের একবার দেখে নিতে পারেন। এবং একটি 8 Gb পেনড্রাইভ নিজ সংগ্রহে রাখুন , পরবর্তী পোষ্টের জন্য , এবং এই টিউনটি আপনার কেমন প্রয়োজনে আসবে আপনাদের মতামত পেলে টেকটিউনস এর সহযোগিতায় বাকী পোষ্টগুলো করব বলে আশা রাখি । পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষা করুন এবং অবশ্যই আপনার একটি টিউমেন্ট রেখে যাবেন। যা আমাকে পরবর্তী টিউনস লিখার আগ্রহ যোগাবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ।
আমার ফেইসবুক আমার ব্লগ আমার লাইক পেইজ
আমি আলম কক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পরবর্তী পোষ্টের জন্য আশা রাখি