Multiboot 7,8,8.1 Windows -অনেকগুলো উইন্ডোজ এখন একসাথে

সবগুলো উইন্ডোজ একসাথে
চারটি উইন্ডোজ একসাথে
বর্তমান সময়ে Multiboot Windows খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি চাহিদাই বলা চলে যেখানে Windows 7, 8, 8.1 এর মত সব Windows Version থাকবে একসাথে। সময়ের প্রয়োজনে তাই আমরা ইতিপূর্বে Multiboot Windows নিয়ে কয়েকটি পোষ্ট করেছিলাম। তবে ঐ টিপসগুলোতে কয়েকজন বন্ধু আমাকে কিছু সীমাবদ্ধতার কথা জানান। তাই তাদের প্রয়োজন মিটানোর জন্য এবার আরেকটি পোস্ট নিয়ে এলাম আশাকরি এটাও আগের পোস্টগুলোর মত সবার উপকারে আসবে আগের লিংক গুলো নিচে দেয়া হলোঃ Multiboot Windows USB without Software, Multiboot Windows USB - Windows XP,7,8 একসাথে

প্রয়োজনঃ
Windows এর যে যে ভার্সন নিয়ে Multiboot বানাবেন সেই Windows এর ISO FileISO File গুলো সব একই Language এর হতে হবে যেমন একটি যদি En-US (English Unstated Statesহয় তাহলে সবগুলো ISOEn-US হতে হবে না হয় Error Massage পেতে পারেন
সেটাপ করার পর আমার উইন্ডোজ ৮.১
সেটাপ করার পর আমার উইন্ডোজ ৮.১
। Wintoolkit Tool এর Update Versionআমি আপনাদের জন্য বর্তমান ভার্সনটি মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম।
। Multiboot Test করার জন্য VirtaulBox বা Virtual PC এর অন্য কোন Version (MS Virtual PC চলবে না)
। ISO তৈরি করার জন্য Ultra ISO/Power ISO এর মত যেকোন একটি টুল
.
এছাড়া ২০ জিবি এর মত হার্ডডিস্কে খালি জায়গা, 2/3GB এর উপর RAM এবং আর একটি শক্তিশালী পিসি দরকার হবে। পিসি যত দুর্বল হবে কাজ করতে কষ্ট পাবেন।
.
প্রস্তুতিঃ
প্রথমে প্রত্যেক ISO থেকে install.wim ফাইলগুলো কপি করে কোন একটি ফোল্ডারে কপি করে নিনDesktop এ রাখলে ভাল হয় ফাইলগুলো একই জায়গায় রাখার জন্য Rename করে নিতে পারেন
Wintoolkit রান করে Intermediate>All-in-One-Disk Creator এ ক্লিক করুন
নিচের মত আসবেBrowse Button থেকে আপনার এক একটি install.wimAdd করে নিন
আমি Windows 7 Ultimate 32bit,64bit আর Windows Enterprise 32bit,64bit এর চারটি install.wim ফাইল যুক্ত করলামAdd করার সময় আগে 32bit বা x86 এর install.wim ফাইল আগে এবং 64bit বা x64 পরে এড করুন তবে Windows 7 বা 8 যেটা আগে ইচ্ছা এড করতে পারেন এখানে নিচে কয়েকটি অপশন আছে যেমন Setup দেয়ার সময় WindowsVersion এর নামগুলো কী দেখাবে তা পরিবর্তন করতে চায়লে Edit থেকে তা করতে পারেন আর তেমন গুরুত্বপূর্ণ অপশন নেই
সবশেষে Create Button এ ক্লিক করুন
Processing শুরু হবে অপেক্ষা করতে হবে
সব Process শেষ হলে নিচের মত দেখাবে 
আপনার সবগুলো install.wim ফাইল প্রথমে Add করা install.wim ফাইলের সাথে Merge হয়ে যাবে আমার ক্ষেত্রে যেটা install_7_32.wim এ হয়েছে সেই Merged File টিই আমাদের দরকার। সাইজ দেখেও বুঝে নিতে পারবেন আপনার ফাইলটি তৈরি হয়েগেছেনুতন Merged ফাইলটি Rename করে আগের মত install.wim করে নিন। একসাথে অনেকগুলো ফাইল যুক্ত করার কারণে install.wim ফাইলটির সাইজ বড় হয়ে যাবে যা ডিভিডিতে রাইট করার মত সাইজ নাও থাকতে পারে তাই এটি Flash Drive এ ব্যবহার করা ছাড়া তেমন আর বিকল্প নাই
.
ব্যবহারঃ
Flash Drive এ ব্যবহার করার জন্য source Folderথাকা install.wim টি Replace করতে হবে তবে ফাইনাললি ব্যবহার করার আগে ফাইলটি Virtual PC তে টেস্ট করতে পারেন এজন্য আপনাকে install.wim ফাইলটি দিয়ে ISO তৈরি করে তা টেস্ট করতে হবে
.
। Flash Drive এ ব্যবহারের জন্য Multiboot Windows USB পোস্টটি দেখতে পারেন পোস্টটির নিয়মমত Windows 8 বা 8.1 32bit এর ডিভিডি আপনার Flash Drive এ কপি করুন কপি হওয়ার পর source Folder থেকে install.wim ফাইলটি ডিলিট করে আমাদের Merge করা নতুন তৈরিকৃত ফাইলটি কপি করে দিন কাজ শেষ এখন setup করে দেখুন
.
। ISO তৈরি করার জন্য Ultra ISO/Power ISO রান করুনWindows 8.1 32bit Open করুনsource Folder থেকে install.wim ফাইলটি ডিলিট করে আপনার তৈরি করা install.wim ফাইলটি এড করে নিন এছাড়া Unattend DVD তৈরি করার জন্য Autounattend.xml ফাইলটিও এড করে নিতে পারেনUltra ISO এর ব্যবহার নিয়ে একই ধরনের আরো কয়েকটি পোস্ট আমরা করেছিলাম নতুনদের মধ্যে কারো বুঝতে সমস্যা হলে তারা এই পোস্টটি দেখতে পারেন
ISO file টি তৈরি হয়েগেলে Virtual PC তে টেস্ট করে দেখুন কোন Error দেখাচ্ছে কি না।
নুতন ফাইলে উইন্ডোজ সেটাপ প্রক্রিয়া
নুতন ফাইলে উইন্ডোজ সেটাপ প্রক্রিয়া
আমরা পোস্টটিতে Windows XP কে বাদ দিয়েছি যারা Windows XP কে সাথে নিয়ে কাজ করতে চান তারা Multiboot Windows USB with XP পোস্টটি দেখতে পারেন। 

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রেখে দিলাম @ কাজে আসবে।

প্রিয়তে রেখে দিলাম কখন যে কাজে আসে বলা কঠিন..অতঃপর ধন্যবাদ

Level 0

সরাসরি প্রিয়তে রাখলাম। কাজে লাগবে আমার অনেক। ধন্যবাদ ভাই।

Level 0

Flash Drive এ ব্যবহার করার জন্য কতটুকু জায়গা দরকার।

    Level 2

    @Munir: সহজ হিসাব। আপনার install.wim সহ source ফোল্ডারটার সাইজ দেখলেই বুঝতে পারবেন। 8GB/16GB/32GB যেটা দরকার ব্যবহার করবেন। পেনড্রাইভ বড় হলে সমস্যা নেয় বরং ছোট হলে সমস্যা।

windows 7 Ultimate SP1 download link ta dite parben plz….with activation key or activator

আপনাকে অসংখ্য ধন্যবাদ এ রকম একটা টিউন উপহার দেওয়ার জন্য। একটা বিষয় আমি বুঝতে পারছি না সেটা হল আমি মাল্টিপ্লান থেকে IT Next এর একটা Wndows 7 এর ডিক্স কিনেছিলাম। তার ভিতর মোট 14টি (ultimate, stater, professonal etc) verson রয়েছে। 7টি 32 bit আর বাকি 7টি 64 bit. এর ভিতরে থাকা install.wim (৩.৪৫ জিবি) ফাইলটি Win toolkit দিয়ে open করলে সবকটি ভার্ষন দেখায়। কিছু সম্পাদনা করার পর যখন iso file বানাই তখন তার সাইজ হয়ে যায় বিশাল যা ডিভিডিতে রাইট করা সম্ভব নয়। আপনার পদ্ধতিতেও Iso file এর সাইজ বিশাল হয়। কিন্তু IT next বা অন্যান্য প্রতিষ্ঠান কিভাবে Multiboot iso file এর সাইজ কমিয়ে ডিভিডিতে রাইট করে???

    Level 2

    @নাজমুল রোদ্র: এরকম একটা ডিস্ক আমারও আছে। ডিস্কটা আপনি IT Next থেকে কিনলেও ওটা বাংলাদেশের তৈরি না। ওটা বাইরের আইটি প্রফেশনালদের দ্বারা তৈরি। আমার কাছে MS এর ISo file আছে। তাতেও একাধিক ইমেজ রয়েছে। সে রকম ৩২ বিট আর ৬৪বিট দুটি ইমেজ নিয়ে যদি আপনি Win7 ডিস্ক তৈরি করেন তাহলেও আপনার উল্লেখিত ভার্সনগুলো পাবেন এবং সাইজ থাকবে প্রায় কাছাকাছি। তবে আপনি SP1 যুক্ত করলে বা Win8/8.1 যুক্ত করলে সাইজটা বাড়বে। এ অবস্থায় install.wim কে install.esd করে সাইজ কমাতে পারেন।