প্রিয় টিউনার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আসলে গুগল মামাকে কাজে লাগিয়ে কত যে উপকার পাচ্ছি তা একমাত্র গুগল মামাই ভাল জানে! কোন সমস্যা হলে আগে গুগল মামাকে প্রশ্ন করি। আর পেয়ে যাই সমাধান, আর না পাইলে চেষ্টা করি নিজে নিজেই। কিছুদিন আগে আমি আপনাদের অনেক গুলো ইংরেজী শিখার উপর PDF বই দিয়েছিলাম । অনেকে খুশি হয়ে আমাকে অনেক ধন্যবাদ দিয়েছেন ঠিক তেমনি আজো ও একটি সফট পেলাম যা দিয়ে আমাদের ইংলিশ গ্রামাটিক্যাল সঠিক করা যাবে খুব সহজে।
তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট সফট এই সফট টী আপনার লেখা আর্টিক্যাল বা ব্লগ কমেন্ট অথবা ফ্রিল্যান্সিং কভার লেটারের ভুল গ্রামাটিক্যাল লেখাগুলো অটো কারেক্ট করে দিবে।
অনেক ভাল লেগেছে আমার থেকে আশা করি আপনাদের ও ভাল লাগবে।
তাহলে আর দেরি না করে এখান থেকে ডাউনলোড করে নিন।
তারপর নিচের মত কাজ করুন।
Install বাটনে ক্লিক করে Install করুন।
১০০ % হয়ে গেলে নিচের মত আসবে ।
এবার আপনার ইমেইল আইডি ও পার্সোয়ার্ড দিয়ে Sign up এ ক্লিক করুন।
তাহলে নিচের মত চালু হবে। এবার Write এ ক্লিক করুন।
এবার যে কোন ভুল লেখা লিখুন আর দেখুন নিচে দেখুন অটোমেটিক্যালি শুদ্ধ করে দিচ্ছে আপনার লেখা।
ভাল লাগলে কিন্তু টিউমেন্ট এ জানাতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Grammar cheek anywhere – Soft টি থাকলে শেয়ার করুন ?