কেমন আছেন সবাই ? আশা করি ভালোই আছেন । আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি একটা GIF animaten বানানোর Software । আসলে আমি গত কাল ও GIF animaten বানাতে পারতাম না । কিন্ত গত কাল একটা English Article পরার পর আমি এখন বানানো শিখে গিয়েছি । তাই ভাবলাম আপনাদের সবার সাথে এইটা Share করি । যারা GIF animaten বানাতে পারেন না সুধু তাদের জন্য আজ আমার এই টিউন । তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মুল টিউন এ চলে যাই । GIF animaten বানাতে আপনাদের একটা Software প্রয়োজন হবে Software টি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন । Software ডাউনলোড হইলে install করে নিন । Install হয়ে গেলে Software টি open করুন । তারপর Software টির মেনু থেকে Animated GIF এ যান । যদি Animated GIF অপশন খুজে পেতে প্রব্লেম হয় তাহলে নিচের ক্রীনসট দেখুন । তারপর যেই photo গুলো দিয়ে GIF animaten বানাতে চান সেই গুলো mark করে যেখানে Drop your photo লেখা সেখানে ছেড়ে দিন । না পারলে নিচের ক্রীনসট দেখুন । আর যদি চান তাহলে image গুলো কত সময় পর পর স্লাইড করবে তা সেট করতে পারবেন । এটা করতে হলে আপনি যেই image গুলো নিয়ে ছিলেন তার নিচে দেখবেন time লেখা আছে ওখান থেকে change করতে পারেন । না পারলে নিচের ক্রীনসট দেখুন । NOTE : Time সেট করতে টাইম এর ওপর ডাবল ক্লিক করতে হবে । আমি একটা বানিয়েছি আমার টা নিচে দিলাম । এখন এই পর্যন্তই । পরে আবার হাজির হব নতুন আরেক টিউন নিয়ে । যে কোন দরকারে আমাকে বলতে পারেন ফেসবুকে অথবা স্কিকাইপে istiak.ahamed.naim ।
সৌজন্যে : টেকগল্প
আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice