ফোনের ক্যামেরায় সন্তুষ্ট নন? আসুন লাগয়ে নিন লেন্স, নিজের বাড়িতেই তৈরি তাও খুব স্বল্প খরচে

আচ্ছা ধরুন কেউ যদি নিয়মিত টিউন করতে করতে হারিয়ে যায় তাকে নিশ্চয় যারা চেনে তারা মিস করবেন সঙ্গে তার টিউন গুলোকেও? জানিনা আমায় কে কতটুকু মিস করেছে তবে এতদিন ধরে আমি আমার টিউনে সর্বোচ্চ দিতে চেষ্টা করেছি এবং এখনো করছি। আজকের এই টিউনটা প্রায় দেড় বছর পর করছি, অনেকে ভুলেই গেছেন আমায়, হুম মনে রাখার মতন তেমন কোনো টিউনও করে উঠতে পারিনি অবশ্য; যা হোক শুধুশুধু না বকে কাজের কথায় আসি। হুম, হেডিং দেখে নিশ্চয় আন্দাজ করে নিয়েছেন কি নিয়ে আমার আজকের লেখা? বেশ ভালো। সত্যি বল্পতে স্মার্টফোনের ক্যামেরার কোয়ালিটি তে অনেকেই সন্তুষ্ট নন, তাদের জন্যেই এই লেখা। তাহলে আসুন দেখে নি কি কি উপায়ে আপনি আপনার ফোনে ম্যাক্রো লেন্স লাগাতে পারবেন নিজের বাড়িতেই।
১)ডোর ভিউয়ার এর লেন্স দিয়ে:- বাড়িতে ডোর ভিউয়ার আছে নিশ্চয়? আসুন সেটাকেই কাজে লাগাই। কিছুই করতে হবে না আপনাকে, ডোর ভিউয়ার থেকে লেন্সটা খুলে নিন কিংবা বাজার থেকেও কিনে আনতে পারেন। এবার সেটাকে আপনার ফোনের কাভারের মধ্যে রেখে ফোনকে কাভারে লাগিয়ে নিন। এবার ছবি তুলে দেখুন তো কেমন দেখাচ্ছে, হুম?

২) খারাপ হয়ে যাওয়া ক্যামেরা অথবা ডিভিডি ড্রাইভ এর লেন্স ব্যবহার করে:- বাড়িতে ডোর ভিউয়ার নেই? (আমার বাড়িতেও নেই অবশ্য :P) তাহলে আমি আপনি কি করব? হুম বিকল্প ব্যবস্থার কথায় আসি। খারাপ হয়ে যাওয়া ডিভিডি কিংবা ক্যামেরা আছে নিশ্চয় বাড়িতে? আসুন, সেটাকেই কাজে লাগাই। ডিভিডি হতে লেন্সটা খুলে নিন, এবার একটা ডাক্ট টেপ দিয়ে লেন্সটাকে ফোনের সাথে আটকে নিন। ব্যাস, কাজ শেষ, মজা নিন ম্যাক্রো ফোটোগ্রাফির।

৩) জলের ফোটা দিয়ে: না না না, আমি পাগল হয়নি ভাই, মাথা ঠিক-ই আছে, জানি বিষয়ে একটু পাগলামো মিশে আছে তবুও একবার চেষ্টা করেই দেখুন না? তবে দুঃখের কথা এটা কেবল আইফোনেই কার্যকরী। 🙁 ছবির মতন করে এক ফোটা জল দিন ক্যামেরার ওপর, ব্যাস তুলতে থাকুন এবার ম্যাক্রো ফোটো। হুম, আইফোনে চেষ্টা করুন এটা, তার পক্ষে অবশ্যই ক্ষতিকর নয় কিন্তু তাছাড়া অন্যফোনে চেষ্টা করতে গিয়ে ক্যামেরা কাজ না করলে আমায় আবার দোষ দিবেন না যে।

৪)চশমার কাচ নিন:- জলে ভয় পাচ্ছেন? কোনো অসুবিধে নেই, আসুন চশমার কাচ দিয়েই লেন্স বানাই। চশমার কাচ খুলে নিচের ছবির মতন করে রেখে ছবি তুলুন যত্তখুশি। কি? সহজ না?

কাজ হয়েছে? আশাকরি হবে, আমার তো অন্তত হয়েছে। তবে যা করবেন সাবধানে করবেন, ফোনের ক্ষতি যেমন না হয়। কোনো অসুবিধে হলে ম্যাসেজ দিন ফেসবুকে অথবা কমেন্ট করুন। আশাকরি আবার উধাও না হয়ে গিয়ে খুব শিগগির নতুন একটা টিউন নিয়ে আসতে পারব, ততদিন ভালো থাকুন ভালো রাখুন। দেখা হবে সামনেই, কথা দিলাম।

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা হা! মজা পেয়েছি।
চশমা দিয়ে ট্রাই করে দেখি।

সুন্দর একটা পোস্ট, খুব ভাল লাগল।

অসাধারণ সাথে ওয়েল্কাম ব্যাক ভাউ 😀 😀

ভাই!!!….

ডোর লেন্স,ডি.ভি.ডি লেন্স একটাও নাই….

কোনটা কিনলে সবচেয়ে ভাল হয়?

    @রাফি ইসলাম: ডিভিডি লেন্স আমি নিজেও অনেক খুঁজেছি কিন্তু পাইনি দোকানে, পুরোনো ডিভিডি হতে খুলে নেওয়াই সবচেয়ে ভালো আর যদি কিনেন তবে ডিভিডি লেন্স-ই কিনবেন, ওটাই বেশী ভালো।

Level 0

It is one of the best tune I have ever seen.

খুব ভাল একটা টিউন….আগামি টিউনের অপেক্ষায় রইলাম…ধন্যবাদ।

@Raja Banerjee: ধন্যবাদ ভাই!!

অনেক দিন পর টিউন পেলাম,ওয়েলাকাম ব্যক…
আশা করি নিয়মিত লিখেবেন !

Level 0

extreme tune

অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।

দারুন লাগলো বিষয়টা। যদিও আমি কাজটা করি নাই

তবে আমি আর বসে খাকব কেন্ আমিও চেষ্টা করে দেখি 😀

অসংখ্য ধন্যবাদ।

Level 2

emon TUNE aro chai

    @Shagor.Ovi: খুব শিঘ্রই এন্ড্রয়েড এপ্স নিয়ে টিউন নিয়ে আসছি, সাথেই থাকুন।

অসাধারণ এবং সত্যিই অসাধারণ।মনে হয় আরো পাবো ঈনশা আল্লাহ।

@nahid islam:আপনাকেও ধন্যবাদ ভাইয়া

ভাল লাগল ।

১০০% কাজ করেনা। ডোর ভিউয়ার লেন্স লাগালে উল্টো ঝাপসা দেখা যায়।

    @Raihan Khan: আমার তো কাজ করেছে ভাইয়া, আপনার মোবাইলে কাজ না করার জন্যে দুঃখিত

iPhone ta try korbo 😀 tnks

আমি ডিভিডি লেন্স ব্যাবহার করি অনেক আগে থেকেই। যেকোন ম্যাগনিফাইং গ্লাস দিয়েও হয়। ল্যাব অথবা অপটিকস এর দোকানেও পাওয়া যাবে। সুন্দর টিউনের জন্য ধন্যবাদ 🙂