বিসমিল্লাহির রাহমানির রাহীম
ভাল আছেন তো সাবাই ? বেশ কিছু দিন টেকটিউস এর সমস্যার কারনে এখানে আসা হয়নাই। যাইহোক রিটেইল প্রু নিয়ে এর আগে কিছু আলোচনা করে ছিলাম। কিন্ত দুঃখে বিষয়, এই গুরুত্ব পূর্ন বিষয়টা বুঝাতে আমি হয়তো ব্যার্থ হয়েছি। তার সাথে ডাউলোড লিঙ্ক এও সমস্যা ছিল। এই সমস্যা কারনে আমার শেষ চেষ্টা করার উদ্দ্যাশে আজকের এই টিউন।
যাদের আগ্রহ আছে অথচ আমার দেওয়া সফটওয়্যারটি ডাউনলোড করেননি অথবা ৪৫০ মেগা ডাউনলোড করতে সাহস পাচ্ছেন না তাদের জন্য নিচের ব্যবস্হা টুকু।
তার আগে যারা এর গূরুত্বটা বুঝতে পারেন নাই, তাদেরকে সহজ ভাষায় এইটুকু বলবো যে আমার দেখা,শোনা ও অভিজ্ঞতা থেকে বলছি। এই সফটওয়্যারটি হাজার হাজার লোকের কর্ম সংস্থান সৃষ্টি করেছে। আমি এর আগের টিউন গুলোতে বেশ কিছু লিঙ্ক শেয়ার করেছিলাম, সেখান থেকে বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। আর একটু সহজ ভাষায় বলতে গেলে বলবো, এই সফটওয়্যারটির কাজ জানা কোন ব্যাক্তিই বাংলাদেশী টাকায় ৩০,০০০ হাজার টাকার কম বেতনে চাকুরী করতে দেখিনাই(সাধারন ইউজার)। আর এডভান্স ইউজার?
আমার অভিজ্ঞতার কথা বলি, আমি গত তিন বছর যাবৎ আমার কর্মস্থলে ৮ ঘন্টার মধ্যে বেশীর ভাগ সময়ই মোর এডভান্স ইউজার হিসেবে সফটওয়্যারটি নাড়াচাড়া করি। আপনারও একটু চেষ্ট করে দেখুননা। আমার বিশ্বস সফলতা আসবে।
আমার শেষ চেষ্টাটা হল, আমি কয়েক জনকে সরাসরি সফটার সিডি পাঠাব। এখানে যারা সত্যি সত্যি আগ্রহী... তারা ফোন নং সহ পোষ্টাল ঠিকানা দিয়ে আমাকে ইমেইল করুন। আমার সাধ্য মত যত বেশী পাঠানো যায় পাঠাব, আর যাদেকে পাঠানো সম্ভব হবেনা তাদেরকে ঐ ব্যেক্তিদের ফোন নং দিব যাতে করে আমার পাঠানো ব্যেক্তিদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তবে আমার অনুরোধ থাকবে, শুধু মাত্র আগ্রহীরা ইমেইল পাঠাবেন আর আমার কাছ থেকে যারা সরাসরি সিডি পাবেন তারা অন্যদের পাপ্তি নিশ্চিত করবেন ।
আগামী পর্ব থেকে মোটামুটি ভাবে কাজ শুরু করব, সবাইক ধন্যবাদ জানিয়ে আল্লাহাফেজ।
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
সুন্দর টিউন।
—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত