ফ্রি Privacy Policy লিখিয়ে নিন, যারা Privacy Policy লিখতে পারেন না তাদের জন্য।

আসাকরি আপনারা সবাই ভাল আছেন। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হলাম, আসাকরি নতুনদের উপকারে আসবে। আমাদের কমবেশ সবার একটি হলেও ব্লগ আছে, অনেকের আবার ডোমেইন হোস্টিং সহ ওয়েবসাইট আসে। ব্লগ করা এখন তো ডাল-ভাত হয়ে গেছে, তাই যেকেউ কোনও রকমের দক্ষতা ছাড়াই করে ফেলতেছে। যাক এসব কথা বাদ দেই, কাজের কথা বলি। অনেকে এডসেন্স ব্যবহার করার চিন্তা নিয়ে ব্লগ খুলে থাকেন। তাদেরকে Privacy Policy নামে একটি অপশন রাখা লাগে। এগুলো এডসেন্স এপ্রুভ করতে লাগে। আমি আজ একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে সহজে Privacy Policy লিখে নিতে পারেন। সুধু আপনাকে সিলেক্ট করে দিতে হবে, আর নেক্সট করে করে যেতে হবে। ইংরেজি পড়ে বুঝার মতো দক্ষতা থাকলেই হবে। আমি এই সাইট সম্পর্কে আর তেমন কিছু লিখছি না, যাদের প্রয়োজন তারা সাইট এ গিয়ে দেখে নিন। সাইট এর লিঙ্ক https://www.freeprivacypolicy.com

বিদ্রঃ যারা নিজে নিজে Privacy Policy লিখার দক্ষতা আছে তাদের জন্য না। নিজের দক্ষতা থাকলে নিজেই লিখা ভাল।

পারলে আমার এই ভিডিওটা দেখার অনুরুধ রইল  Abc Song for baby

“আরেকটি কথা যারা আমাকে টিউমেন্ট করে শিখানোর জন্য অস্তির হয়ে যান তাদেরকে বলছি, নিজের চরকায় নিজে তেল দেন আমার লাগবে না।” ধন্যবাদ সবাইকে।

কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।

Level 2

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার এই পোষ্ট টি দেখুন,কাজে লাগবে। https://www.techtunes.io/tutorial/tune-id/332044


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম। খুবই দরকারি একটি জিনিষ…