ইসেট র্স্মাট সিকিউরিটির valid ইউজার নেম ও পাসওয়ার্ড পাওয়ার উপায়!!

  • প্রথমে 10minutemail.com এ যান।ওয়েব সাইটা খোলার সাথে সাথে ১০মিনিটের জন্য ১টি টেম্পরারি ইমেইল ঠিকানা পাবেন।
  • নিচে দেওয়া লিঙ্কগুলোর যে কোন ১টা তে যান।
  1. http://9.bb/387e
  2. http://9.bb/387f
  3. http://9.bb/387g
  4. http://9.bb/387i
  5. http://9.bb/387j
  6. http://9.bb/387k
  7. http://9.bb/387l
  8. http://9.bb/387m
  9. http://9.bb/387n
  • এখন 10minutemail.com থেকে পাওয়া আপনার ই-মেইল ঠিকানাটি কপি করে ইসেটের ঠিকানার E-mail বক্সে পেস্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন।
  • কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ট্রায়াল ৩০দিনের ইসেট র্স্মাট সিকিউরিটির ইউজার নেম ও পাসওয়ার্ড চলে আসবে।যদি না আসে তা হলে অপেক্ষা করুন।আর যদি ১০মিনিটের মধ্যে না আসে তাহলে 10more minutes লিখায় ক্লিক করলে আরও ১০মিনিট পাবেন।তবে এর মাঝেই ই-মেইল পেয়ে যাবেন।
  • ৩০দিন শেষ হলে আবারও এ কি ভাবে ট্রায়াল ৩০দিনের ইউজার নেম ও পাসওয়ার্ড নিন যত বার খুশি।৬.আপনাকে যে 10minutemail.com ই ব্যবহার করতে হবে এমন কোন কথা নেই। আপনি ইচ্ছা করলে mailinator,mail4trash অথবা অন্য কোন টেম্পরারি ইমেইল ঠিকানা ব্যবহার করতে পারেন।
  • পোস্টটির ফ্লাস ভিডিও ডাউনলোড করতে চাইলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।

পোস্টটি আমার নিজের ব্লগ সামুতে, টেক্টিউন্সেfreebanglatips প্রকাশিত।

আরোও কিছু পোস্ট:

Level 2

আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a bad boy - Me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল বুদ্ধি।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

আমার কাছে ESET Smart Security 4.2.58.3 এর সিরিয়াল কি আছে মেয়াদ আছে ১২/১২/২০১০ । ১১০০ টাকার প্যাকেজ । কারো লাগলে মেইল করতে পারেন ।
[email protected]

    বিজনেস এডিশন কি? ট্রায়াল ও বিজনেস এডিশনের ডিফারেন্সটা বলতে পারেন?? আমার কাছ বিজনেস এডিশন আছে বাট আমি ট্রায়াল কি দিয়ে চালাই। যদি বিজনেস এডিশনে কিছু এক্সট্রা ফিচার থাকে তবে আমাকে কি ইউজার নেম ও পাসওয়া্র্ড দিতে পারবেন???

যারা ESET antivirus অথবা ESET Smart Security ব্যবহার করেন তাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ ভাই সুন্দর একটি টিউন করার জন্য।

    আপনাকে ও ধন্যবাদ।

এতোটা কস্ট করার কি দরকার আছে। এই লিঙ্কে ক্লিক করুন, আর আপনার ই-মেইল আইডিটা দিয়ে সাবমিট করুন । ব্যাস, পেয়ে গেছেন ৩০ দিনের ট্রায়াল ইউজার নেম ও পাসওয়া্র্ড। এখন শুধু ই-মেইলটা চেক করা বাকী। হলো সমাধান- প্রতি ৩০ দিন পর অন্য ই-মেইল আইডি দিয়ে ESET Smart Security’র নতুন নতুন ইউজার নেম ও পাসওয়া্র্ড।

বিঃ দ্রঃ এই বন্দিত্ব ইচ্ছাকৃত, তোমার প্রতি আমার স্বেচ্ছা ভালোবাসার প্রকাশ।

    ধন্যবাদ আপনারটাই ঠিক আছে,যদি ট্রায়াল ভার্ষনই পেলাম তাহলে এত পেছগোছ কেন ?

    কস্ট শুধু ইমেইল আইডির জন্য ।প্রতি লাইসেন্সের জন্য তো আর ইয়াহু,জিমেইলে আইডি খোলা যায় না।যেখানে ১০ মিনিট মেইল ১০মিনিট পর পর নতুন আইডি দিচ্ছে।
    তাই ১০ মিনিট মেইলই ভরসা।

আমার কাছে তো Eset Nod32 এর 5 টা Key আছে Valid Till 2015 ..!!!