Yumi Bootable USB পেনড্রাইভ থেকে Boot from First HD (default) করুন।

প্রিয় দশর্ক আশা করি ভাল আছেন অনেক দিন পর আবার একটি মজার পোস্ট নিয়ে ফিরে এলাম, বিশেষ করে কম্পিউটারে নতুন বন্ধুর কম্পিউটার ইউনডোজ করতে যেতাম, অনেক সময় বন্ধুর কম্পিউটারের সিডি রোম নষ্ট হওয়ার কারণে নিজের কম্পিউটারের সিডি রোম খুলে নিতাম,তাহার কম্পিউটারে আমার নিজের সিডি রোম টি লাগিয়ে উইনডোজ করতাম,এখন আর ঐ দিনের মত সিডি ব্যাগ নিয়ে ঘুরে বা ক,জন এখন দেখা যায় প্রায় কম্পিউটারের কাজে

যারা জড়িত, তাদের সিডি ব্যাগ আর সিডি রোম দেখা যায়না,কেবল মাত্র একটি পেনড্রাইভ দিয়ে চালিয়ে যাচ্ছে ইউডোজ সহ সকল অপারেটিং এর কাজ,তাঁর মধ্যে যারা  Yumi  এর syslinux.cfg বোট এবল পেনড্রাইভ ব্যবহার করেন,এই পোস্ট টি কেবল তাদের জন্য,অনেকে অনেকের মনের মত করে বোট এবল  syslinux.cfg সাজাই বা ইডিটিং করে কিন্তু LABEL Boot from Hard Drive এর কাজটি অনেকের কাছে পরিচিত তবে বোট এবল পেনড্রাইভ থেকে  LABEL Boot from Hard Drive এন্টার করলে কাজ করেনা আজকে দেখাব কিভাবে পেনড্রাইভ থেকে Boot from Hard Drive বোট করাতে হয়, প্রথমে আপনার বোট এবল পেনড্রাইভ এর syslinux.cfg টি ওপেন করে

নিচের কোড গুলো যুক্ত করুন

LABEL Boot from Hard Drive
MENU LABEL Continue to Boot from First HD (default)
MENU INDENT 1
KERNEL /multiboot/grub.exe
APPEND --config-file=/multiboot/menu/hdd.lst
তার পর multiboot\menu এর ভিতরে hdd.lst ফাইল তৈরি করে তার ভিতরে
 নিচের কোড গুলো যুক্ত করুন
# This Menu created with YUMI (Your Universal Multiboot Installer) http://www.facebook.com/BodiulAlamcox
default 1
timeout 30
color NORMAL HIGHLIGHT HELPTEXT HEADING
splashimage=/multiboot/menu/yumi.xpm.gz
foreground=FFFFFF
background=000000
title <-- Boot from First HD (default)
map (hd1) (hd0)
map (hd0) (hd1)
root (hd1,0)
find --set-root /ntldr
chainloader /ntldr
#end GRTMPVOL_EN

যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট করতে ভুলবেন না

আমার ফেইসবুক আমার ব্লগ আমার লাইক পেইজ

Level 0

আমি আলম কক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে করলে সুবিধা কি????

Level 0

ভাই @রিদোয়ান হোসেন এভাবে করলে আপনি Bootable পেনড্রাইভ টি Boot হওয়ার পর পেনড্রাইভ হতে সরাসরি কম্পিউটার On করতে পারেন

ঠিক কিছু বুঝলাম না , আপনি তো এখানে syslinux.cfg ফাইল ইডিট করলেন কিন্তু কিভাবে Yumi ব্যবহার করবো সে বিষয়ে তো বললেন না ভাই