ভাষা অনুবাদের জন্য জনপ্রিয় কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আজ আমি আপনাদের সবার সাথে এমন কিছু  অ্যাপস  পরিচয় করিয়ে দিব যা আপনাদের খুব ভাল লাগতে বাধ্য করবে।

আজকে আমরা ভাষা অনুবাদের জন্য জনপ্রিয় কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। অনলাইনের যুগে যোগাযোগের অন্যতম মাধ্যম হল ইংলিশ ভাষা। কিন্তু অত্যন্ত দুখের বিষয় আমরা সবাই ইংলিশ ভাষা না বুঝার কারনে ভয় পাই। এখন আর ইংলিশ ভাষা নিয়ে আপনাকে দুচিন্তা করা লাগবে না। আপনি চাইলে এখন থেকে আপনার মোবাইল ফোনের মাধ্যেমে ইংরেজি শব্দ অনুবাদ করতে পারেন। এই জন্য কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দরকার হবে । যে অ্যাপ্লিকেশননের সাহায্যে আপনি চাইলে সহজে বিভিন্ন দেশের ভাষা নিজে আয়ত্ত করতে পারবেন। আজকে আমি আলোচনা করব  এরকম  জনপ্রিয় কিছু অনুবাদক মূলক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে । যে অনুবাদকের সাহায্যে আপনি সহজে হিন্দি স্প্যানিশ আরবি ইংলিশ সহ বিভিন্ন দেশের ভাষা নিজে রপ্ত করতে পারবেন।

English 2 Bangla Translator:

যারা ইংলিশ ভাষার প্রতি খুব দুর্বল তাদের জন্য একটি গুরুতপূর্ণ অনুবাদক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হল English 2 Bangla Translator। এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সাহায্যে আপনি সহজে উচ্চারণের সঙ্গে ইংরেজি থেকে বাংলা অনুবাদক করতে পারবেন।আপনি একটি বাংলা কীবোর্ড অন্তর্ভুক্ত করে ইংরেজি শব্দ লিখে ইংরেজি থেকে বাংলা শব্দ অথবা কোনো বাক্য অনুবাদ করতে পারেন। এটা ব্যবহার করা খুবই সহজ

নিম্নে বৈশিষ্ট্য দেয়া হলঃ-

• ইংরেজি translaton সমর্থন
• ইংরেজি উচ্চারণ
• সহজ শব্দ অর্থ
• প্রচলিত শব্দ অর্থ
•প্রথম থেকে শব্দ অনুবাদ করতে পারবেন

•প্রেস স্পিকার বাটন
•খুব সহজ উচ্চারণ
এই অনুবাদক অ্যাপ্লিকেশন সঙ্গে ইংরেজি শিখুন। চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন।

English To Spanish Translator:

স্প্যানিশ থেকে ইংরেজি ভাষাই অনুবাদক করতে চান তাদের জন্য আরেকটি সুন্দর অনুবাদক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হল English To Spanish Translator। এই অনুবাদক অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি সহজে  স্প্যানিশ শব্দ ইংরেজিতে অনুবাদ করতে পারেন। এই অ্যাপ্লিকেশনের আরেকটি গুন হল আপনি চাইলে সহজে স্প্যানিশ শব্দ ইংরেজিতে শুনতে পারেন। আশ্চর্যজনক এই অনুবাদক অ্যাপ্লিকেশনে মাধেমে
আপনি সহজে স্প্যানিশ শব্দ ডুয়াল মোড ভয়সের দ্বারা ইংরেজি শব্দে অনুবাদ করতে পারবেন। খুব সহজ ভাবে স্প্যানিশ ভাষা শিখতে এই অনুবাদক অ্যাপ্লিকেশনের কোন বিকল্প নেই। চাইলে এখান থেকে  ডাউনলোড করুন

Bangla 2 English Translator:

আরেকটি গুরুত্বপূর্ণ অনুবাদক অ্যাপ্লিকেশন হল Bangla 2 English Dictionary। এই অনুবাদক অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি ফনেটিক বাংলা বানান ইংরেজিতে অনুবাদ করতে পারেন.এই  অ্যাপ্লিকেশনের অন্যতম সুবিধা হল এটা অফলাইন অনুবাদক। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে কোন ইন্টারনেট ব্যবহার করা লাগেনা। সুতরাং, আপনি এই অ্যাপ্লিকেশন ভালভাবে ব্যবহার করতে পারেন।

নিম্নে বৈশিষ্ট্য দেয়া হলঃ-

এই অ্যাপ্লিকেশনে বাংলা কীবোর্ড ব্যবহার করা লাগবেনা
ফনেটিক  বাংলা বানানের সঙ্গে ইংরেজি অনুবাদ
এটা একটি অফলাইন অনুবাদক যাতে ইন্টারনেট ব্যবহার করা লাগেনা
এতে ইংরেজি অভিধানে প্রায় 30,000 শব্দআছে।
আপনি মেনু টিপে 'বাংলা থেকে ইংরেজি' এবং 'ইংরেজি থেকে বাংলা' মাধ্যম করতে পারেন।
বানান টিক করে আপনার পছন্দসই শব্দ খুঁজে পেতে সাহাঝ্য
এটা যে কোনো অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে ব্যবহার হয় এর জন্য কোন ইউনিকোড ব্যবহারন করা লাগেনা। এখান থেকে ডাউনলোড করুন

English to Hindi Translator:

ভারত আমাদের পার্শবর্তী দেশ হবার কারনে। হিন্দি ভাষা আমাদের দেশে একটি বিশেষ স্তান দখল করে আছে। সিনেমা নাটক সিরিয়াল থেকে শুরু করে সব ক্ষেত্রে হিন্দি ভাষার খুব প্রচলন। আপনি চাইলে সহজে নিজ থেকে হিন্দি ভাষা শিখতে পারবেন। আর হিন্দি ভাষা শিখার সুন্দর একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হল English to Hindi Dictionary। এটি একটি অনুবাদমূলক অ্যাপ্লিকেশন। এটি একটি অফলাইন অ্যাপ্লিকেশন যা ব্যবহার করতে কোন ইন্টারনেট সংযোগ লাগবে না। ভাল ভাবে হিন্দি ভাষা শিখতে এই অনুবাদক অ্যাপ্লিকেশনের কোন বিকল্প নেই। ডাউনলোড করুন এখান থেকে।

English To Arabic Translator:

ভাষা অনুবাদের জন্য আরেকটি সুন্দর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হল  English To Arabic Translator। আরবি ভাষা অনুবাদ করার জন্য এই অ্যাপ্লিকেশনের কোন বিকল্প নেই। আপনি সহজে আরবি শব্দ ডুয়াল মোড ভয়সের দ্বারা ইংরেজি শব্দে অনুবাদ করতে পারবেন। খুব সহজ ভাবে আরবি ভাষা শিখতে এই অনুবাদক অ্যাপ্লিকেশনের কোন বিকল্প নেই। ডাউনলোড করুন এখান থেকে।

বি: দ্র: আমার প্রতিষ্ঠানের কাজের বাইরে আপনাদের জন্য প্রতিনিয়তই আপনাদের জন্য রিসোর্স তৈরি করার চেষ্টা করছি। মন্তব্য প্রদাণের মাধ্যমে আশা করছি আমাকে উৎসাহিত করবেন। 🙂

 

Level 0

আমি ট্যালি মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খারাপ না 😉

ডাউনলোড করে রাখলাম।

Level 2

প্রিয় টিউনস থেকে মুছে ফেল