ওয়েব ডেভলপারদের জন্য একটি অসাধারণ কোড এডিটর, সহজ, নির্ভুল আর গতিশীল কোডিং এর জন্য এখনই ডাউনলোড করুন সাথে থাকছে ভিডিও টিউটোরিয়াল

ওয়েব ডেভলপারদের জন্য একটি অসাধারণ কোড এডিটর brackets, সহজ, নির্ভুল আর গতিশীল কোডিং এর জন্য এখনই সংগ্রহ করতে পারেন। এছাড়া brackets এর রয়েছে বাড়তি ফিচার যুক্ত করার জন্য এক্সটেনশন। একটি জন্যপ্রিয় এক্সটেনশন হচ্ছে Emmet। আমরা অনেকেই অন্যান্য কোড এডিটরের সাথে এটা ব্যবহার করেছি। আশা করছি brackets এবং Emmet একত্রে আপনার কোডিং স্টাইল পরিবর্তন করতে সক্ষম হবে, সহজ, নির্ভুল আর গতিশীল করবে।

brackets এবং Emmet ডাউনলোড করার জন্য ভিজিট করুন http://brackets.io/

brackets এবং Emmet দিয়ে সহজ, নির্ভুল আর গতিশীল কোডিং করুন

আশা করছি  কোড এডিটরটি সবার ভালো লাগবে।

সবাইকে ধন্যবাদ। শুভকামনা রইলো।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। কিন্তু ডাইরেক্ট লিনক দিলে ভাল হত।

    @ওমর ফারুক: ধন্যবাদ ভাইজান। brackets.io থেকে যিনি brackets ডাউনলোড করতে পারবে না তার জন্য brackets নয় । তাই ডাইরেক্ট লিংক দিলে ভাল হতো না 🙂 ।

থ্যাংকস । ডাউনলোড দিলাম মনে হয় কাজে লাগবে ।

vaia…. brackets er aro extension niye aro video tutorial cai, ekta dekhlam apnar emmet er ta, aro onek extension ebong menu bar ebong o[tion bar e je je function ase segula niye sudhu matro ekta tune korle upokar hoto,

প্রিয়তে নিলাম।

এখন পর্যন্ত bracket software টি সবচাইতে ভালো লেগেছে। ধন্যবাদ

অনেক ধন্যবাদ! অ্যাডোবি যে ওপেনসোর্সে এতো ভালো প্রজেক্ট নেবে তা কল্পনা করই নাই।

@ অসীম কুমার পাল ভাই ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিও তে অন্য সাউন্ড আসতেছে । আনেক টা ঝিঝি পোকার সাউন্ড মনে হল ।