ওয়েব ডেভলপারদের জন্য একটি অসাধারণ কোড এডিটর brackets, সহজ, নির্ভুল আর গতিশীল কোডিং এর জন্য এখনই সংগ্রহ করতে পারেন। এছাড়া brackets এর রয়েছে বাড়তি ফিচার যুক্ত করার জন্য এক্সটেনশন। একটি জন্যপ্রিয় এক্সটেনশন হচ্ছে Emmet। আমরা অনেকেই অন্যান্য কোড এডিটরের সাথে এটা ব্যবহার করেছি। আশা করছি brackets এবং Emmet একত্রে আপনার কোডিং স্টাইল পরিবর্তন করতে সক্ষম হবে, সহজ, নির্ভুল আর গতিশীল করবে।
brackets এবং Emmet ডাউনলোড করার জন্য ভিজিট করুন http://brackets.io/
আশা করছি কোড এডিটরটি সবার ভালো লাগবে।
সবাইকে ধন্যবাদ। শুভকামনা রইলো।
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
ধন্যবাদ। কিন্তু ডাইরেক্ট লিনক দিলে ভাল হত।