অনেক দিন পর আবারো ইউটিউব এর জন্য একটা জটিল টিপস নিয়ে আসলাম। ইউটিউব এ যাদের চ্যানেল আছে তাদের জন্য টিপসটা আশাকরি কাজে দিবে। আপনারা হয়তো দেখে থাকবেন ইউটিউব এ কিছু বড় বড় চ্যানেল আছে সেগুলো খুব সুন্দর ভাবে সাজানো আছে। তাদের চ্যানেল এ ভিসিট করার সাথে সাথে দেখবেন সব লেআউট হিসেবে সুন্দর ভাবে সাজানো রয়েছে। কিন্তু আমাদের চ্যানেল গুলা কেমন জানি সাধারন দেখতে লাগে। তাই আমি আজকে দেখাব কিভাবে আপনার ইউটিউব চ্যানেল এর হোমপেজ এডিট করে নিজের মত করে সাজাবেন। এর ফলে আপনার চ্যানেলটি দেখতে খুব সুন্দর দেখাবে। যদি বিষয়টি এখন না বুজে থাকেন তাহলে নিচের স্ক্রীনসর্ট দেখুন, আমাদের চ্যানেল এর অবস্থা এইরকম কিনা?
এখানে আমাদের চ্যানেল এর শুধু “All activities” আসে। শুধু এক লেয়ার এ সব ভিডিও আসে আর নিচের স্ক্রীনশর্ট দেখুন।
এখানে সব আলাদা আলাদা ভাবে সাজানো আছে। এই বিষয় টি আমি আগে বুজিনাই বড় বড় চ্যানেল এ যখন দেখতাম তখন মনে হত তারা এটা কেমনে করে আবার অনেক চ্যানেল এ যখন দেখতাম না তখন চিন্তা করতাম এইটা মনে হয় টাকা দিয়া কিনতে হয়। যাইহোক সেটা অনেক দিন আগের কথা। এখন প্রযুক্তির সাথে আছি অনেক কিছু শিখেছি। এখন যারা এই ফিচারটি চালু করতে চান তারা নিচের ভিডিওটি দেখে নিন।
আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you