“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ১৫তম পর্ব

আমি মোঃ হাবিবুর রহমান দিপুআপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এরপূর্ণাঙ্গ চেইন কোর্সের ১৫তম পর্বে। এই পর্বে আমরা শিখব কিভাবে একটি ইমেইল ক্যাম্পেইন করে হয় ।

গত পর্বে যা যা ছিল

পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার কী এবং এর সুবিধা ও অসুবিধা, পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরিতে কি লাগবে, পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরি বা প্রণালি, interspire script এর A to Z ব্যবহার এবং পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার ব্যবহার করার ভিডিও টিউটোরিয়াল ।

গত পর্বের টিউন দেখুন এখানেঃ http://genesisblogs.com/tutorial-2/10184

গত পর্বের ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানেঃ http://www.youtube.com/watch?v=dcDffCGyfhU

১৫তমপর্বে যা যা থাকছে

১। কিভাবে ইমেইল ক্যাম্পেইন পাঠানো হয়

২। ইমেইল ক্যাম্পেইন পাঠানোর কিছু টিপস

৩। কোন প্রকার হোস্টিং ছাড়া interspire script ব্যবহার করার পদ্ধতি

৪। আমার কিছু কথা

৫। ইমেইল মার্কেটিং এর সকল টিউন ও ভিডিও টিউটোরিয়াল

e1
আর সাথে বরাবরের মত থাকছে “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ এই চেইন কোর্সের১৫তম পর্বের ভিডিও টিউটোরিয়াল !!!

১। কিভাবে ইমেইল ক্যাম্পেইন পাঠানো হয়

প্রথমে আপনি আপনার পছন্দমত ইমেইল অ্যাড্রেসলিস্ট, ইমেইল টেমপ্লেট, ইমেজ ইত্যাদি আপনার পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভারের আপলোড করুন । ইমেইল পাঠানোর আগে এস এম টি পি (smtp)টেস্ট করে নিন । ইমেইল ক্যাম্পেইন বিষয়টি আসলে পুরোপরি প্রাক্টিক্যাল তাই ভিডিও টিউটোরিয়ালটি সব বুঝতে পারবেন ।

২। ইমেইল ক্যাম্পেইন পাঠানোর কিছু টিপস

আমার কাছে ইমেইল ক্যাম্পেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইমেইলের সাবজেক্ট । কারণ, সাবজেক্ট ভালো না হলে আপনার ইমেইল ওপেনিং রেট ভালো হবে না । আর ওপেনিং রেট ভালো না হলে আপনার ইমেইল ক্যাম্পেইন পাঠিয়ে লাভ কি ??

আপনারা যারা এসইও সম্পর্কে জানেন তারা সব সময় বলে থাকেন, “আর্টিকেল ইস কিং(Article Is King)” । “”” ঠিক তেমনই, সাবজেক্ট হল ইমেইল ক্যাম্পেইনের কিং !

তাই সাবজেক্ট যত ভালো হবে আপনার ইমেইল ওপেন হওয়ার সম্ভবনা বেশী হবে । কিন্তু ইমেইলের ওপেনিং রেট বাড়ানোর জন্য কোন মিথ্যা বা স্পামি কোন কিছু লিখবেন না ।

সহজ, সুন্দর ও ছোট সাবজেক্ট লিখলে ভালো হয়, কিন্তু আকর্ষণীয় হতে হবে ।

e1

একটা উদাহারন দিচ্ছি, কারণ, ইমেইলের সাবজেক্ট কেমন হবে তা ভালোভাবে বোঝলেই আপনার ইমেইল ক্যাম্পেইন হিট !!!!

ধরুন, আপনি একটা মেয়েকে মনে মনে পছন্দ করেন এবং মেয়েটিও মনে মনে আপনাকে পছন্দ করে । কিন্তু কেউ কাউকে কখনো বলেন নি .........।।

একদিন আপনি সাহস করে তাকে বলেই ফেললেন আপনার মনে কথা...... আই লাভ ইউ এবং সাথে সেইসব কথা যা আপনি অনেকদিন ধরে বলতে চেয়েছেন সেই না বলা কথাগুলো......।।

তারপর শুধু অপেক্ষা তার উত্তরের.........।।

উত্তরে মেয়েটি মুচকি হাসি দিয়ে চলে গেল......।।

মানে মেহেফিল জইমা গেছে ............... কাজী ডাকতে হইব !!!!

আপনার মনের এতদিনের সব প্রশ্নের উত্তর সে কিন্তু একটি মুচকি হাসিতে বুঝিয়ে দিয়েছ । তাকে কিন্তু সব কিছু ভেঙ্গে বলতে হয় নি .........।।

শুধু একটা............... কী ???

মুচকি হাসি ।।

তারমানে ইমেইলের সাবজেক্টটা কেমন হবে তা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি ।

৩। কোন প্রকার হোস্টিং ছাড়া interspire script ব্যবহার করার পদ্ধতি

১৪ পর্বের টিউটোরিয়াল পর অনেক আমাকে ফেসবুক গ্রুপে ও চ্যাটে পি এম করেছেন যে, আমাদের কাছে এই মুহূর্তে ভি পি এস বা কোন হোস্টিং নাই কিন্তু interspire ব্যবহার গুলো শিখতে চাই ...।।

Wha, wha, what!!??

আর তাই আপনাদের জন্য একটা ছোট বুদ্ধি খাটিয়ে একটা রাস্তা বানিয়েছি । তা হল, ওয়েবডিজাইনারা তারা তাদের কাজের প্রেভিউ সুবিধা জন্য xamp নামক সফটওয়্যার ব্যবহার করে । মানে নিজের কম্পিউটারকে লোকাল সার্ভার বানায় । ঠিক তেমনই আপনি আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার বানিয়ে interspire আপলোড করে তার ব্যবহার শিখতে পারবেন । কিন্তু তা দিয়ে আবার ইমেইল পাঠানোর কাজ করতে যাবেন না । শুধু interspire প্র্যাকটিস করার জন্য এই পদ্ধতি ।

আমি আগেই বলেছি, আসলে বিষয়টি পুরোপরিই প্রাক্টিক্যাল তাই ভিডিও টিউটোরিয়ালটি সব বুঝতে পারবেন ।

৪। আমার কিছু কথা

বলতে পারেন, আজ “প্রফেশনালইমেইলমার্কেটিংশিখুন, সফলক্যারিয়ারগড়ুনএর১৫তম পর্ব মানে, ইমেইলমার্কেটিং এর শেষ পর্ব । আর ১৬ হল, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অ্যাফিলিয়েটমার্কেটিংকরারস্পেশাল লাইভ প্রোজেক্ট এর একটা বিশেষপর্ব । তাই প্রকৃতপক্ষে আজই ইমেইলমার্কেটিং এর শেষ পর্ব ......।।

লিখতে খুব কষ্ট হচ্ছে কারণ, যে কোন বিদায় বা শেষ...... খুব হৃদয়বিদারক ...।।

ছোটবেলায়, আমাদের বাসায় যখন কোন আত্মীয়স্বজন(মামা,চাচা,...।।) আসত, তখন অনেক খুশি হতাম। কিন্তু যখন চলে যেত তখন অনেক কান্না করতাম, অনেক কষ্ট হত ।

ঠিক তেমনই আজও হচ্ছে...।।

dipu

আমি ইমেইল মার্কেটিং টিউটোরিয়ালটি লিখার অনুপ্রেরনা পেয়েছি, জেনেসিসব্লগের কর্ণধার বাংলাদেশের সেরা এসইও এক্সপার্ট ইকরাম ভাইয়ের কাছ থেকে......।।

তিনি না হলে হয়ত আপনারা আজ, ইমেইল মার্কেটার হাবিবুর রহমান দিপুকে পেতেন না । তাই মন থেকে সারাজীবন ধন্যবাদ দিয়ে যেতে চাই আমার প্রিয় ইকরাম ভাইকে ।

আগে অনেক কষ্ট লাগত......কারণ, আমার ওপর কোন বড় ভাইয়ের ছায়া নাই । কিন্তু এখান অনেক মজাই আছি......কারণ, এখান আমার ওপর ছায়া আছে না...............।।

মানে, আমার প্রিয় ইকরাম ভাইকে আছে না.........।।

সাথে আপনাদের ভালবাসায় দিন দিন পাগল হয়ে যাচ্ছি । তাই আপনাদের কথা দিচ্ছি, মাঝে মাঝে হাজির হবো এডভান্স ইমেইল মার্কেটিং টিউটোরিয়াল নিয়ে...............শুধু তাই না সাথে থাকতে পারেন লাইভ ওয়ার্কিং প্রোজেক্ট !!!

আর আগামীপর্ব মানে, বিশেষপর্ব মানে, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অ্যাফিলিয়েটমার্কেটিংকরারস্পেশাল লাইভ প্রোজেক্ট ।

এখান কথা হচ্ছে, “ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অ্যাফিলিয়েটমার্কেটিংকরার লাইভ প্রোজেক্ট দেখানো” এই বিষয়টা অনেকেই দেখিয়েছে এবং দেখাচ্ছে.........।।

তাই এই বিষয়টা নতুন করে দেখানোর কিছু নাই ।

email

সুতরাং, ১৬ পর্ব মানে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অ্যাফিলিয়েটমার্কেটিংকরার লাইভ প্রোজেক্ট দেখানো হবে না ।

কিন্তু আমি আপনাদের এই ১৬ পর্বের বিষয়টার পরিবর্তে একটা নতুন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিব এবং সেই সাথে কিভাবে ঐ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কোম্পানির পন্য বিক্রি মানে অ্যাফিলিয়েটমার্কেটিং করতে হেল্প করব । শুধু এই পর্ব না, ডে বাই ডে জোশ জোশ ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হব ইনশাল্লাহ । যার প্রমান আগামীপর্বেই পাবেন !!!

দৃষ্ট আকর্ষণ

আমাদের এই ইমেইল মার্কেটেরস বিডি গ্রুপে ১০,০০০+ মেম্বার আছে । ধরে নিলাম এর ২৫% ফেসবুকের আই ডি রিয়েল ...।।

তাই আজকের এই শেষ টিউনটি মিনিমাম ২৫০০+ শেয়ার হওয়া উচিৎ । আর তা না হলে আমি আর ইমেইল মার্কেটেরস বিডি গ্রুপে কোন প্রকার টিউন বা ভিডিও টিউটোরিয়াল করব না.........।।

তবে আমি জানি যেহেতু আপনারা আমায় ভালোবাসেন আর আমি আপনাদের......

url

তাই আপনারা অবশ্যয়ই শেয়ার করবেন, আপনারা যত খুশি তত বার আপনি শেয়ার করতে পারেন এবং বিভিন্ন গ্রুপেও শেয়ার করেন......... যাতে আপনার মত সবাই জানতে ও শিখতে পারে ।

১৫ তম পর্বের হোমওয়ার্ক

এবারের পর্বের হোমওয়ার্ক হল, আমার একটা পরামর্শ । ছোটবেলায় একটা সময় ছিল পড়াশুনা বা কোন কিছুর করার জন্য বাবা-মা বা শিক্ষকের প্রেসার ছিল । এখান কিন্তু বলার কেউ নাই তাই যাই করবেন বা শিখবেন তার ফরশিং পাওয়ার হতে হবে আপনাকেই এবং প্রবলেম হলে আমাদের ইমেইল মার্কেটেরস বিডি গ্রুপে জানাবেন । আমি তা সল্ভ করতে আপনাদের হেল্প করব ।

১৬ তম পর্বে যা থাকবে

ওপরের আমার কিছু কথার ভিতরেই ১৬ তম পর্বে যা থাকবে তা জানিয়ে দিয়েছি । তাই নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না । শুধু বলতে পারি যেটাই হবে, জোশ কিছু হবে ......।।

আর শুরু দিকে অনেকই বলেছেন, চেইন টিউটোরিয়াল কেউ শুরু করলে তা শেষ করা হয় না । তাই আল্লাহ্‌ এর কাছে শুকরিয়া জানাই যে, আমি আমার কথা রাখতে পেড়েছি আলহামদু-লিল্লাহ । মানে শুরুটা যেভাবে করেছি শেষটাও............ শুধু শেষ না, কথা দেওয়ামত, যে পর্যন্ত আপনাদের ইমেইল মার্কেটিং এক্সপার্ট বানাতে পারব না, সেই পর্যন্ত আপনাদের অ্যাডভান্স ইমেইল মার্কেটিং এর ভিডিও টিউটোরিয়াল দিয়েই যাব ইনশাল্লাহ ......।।

আর এই “প্রফেশনালইমেইলমার্কেটিংশিখুন, সফলক্যারিয়ারগড়ুন” এরপূর্ণাঙ্গ চেইন কোর্সটি আমার শ্রধ্যেয় আব্বু আম্মু এবং আপনাদের সবাইকে উৎসর্গ করলাম......।।

বিশেষ পর্ব মানে ১৬ তম পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন ।

“ইমেইল মার্কেটিং” এই সম্পর্কিত অন্য আরো কিছু জানার জন্যপ্রশ্ন করতে পারেন ।

ইমেইলমার্কেটিং এর সকল টিউন ও ভিডিও টিউটোরিয়াল

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর প্রথম পর্ব

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর দ্বিতীয় পর্বে

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” (৩য় পর্ব)

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর (৪র্থ + ১০ম পর্ব)

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ৫ম পর্ব

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ষষ্ঠ পর্ব

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ৭ম পর্ব

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর প্রশ্ন ও উত্তর পর্ব

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ৮ম পর্ব

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ৯ম পর্বের প্রথম অংশ

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ৯ম পর্বের দ্বিতীয় অংশ

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর পূর্ণাঙ্গ চেইন কোর্স এর১১ পর্ব

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর পূর্ণাঙ্গ চেইন কোর্স এর ১২তম পর্ব

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ১৩তম পর্ব

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ১৪তম পর্ব

বিশেষ পর্ব

“Golden page” যা কি বদলে দিতে আপনার ভবিষ্যৎ …….

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর বিশেষ পর্ব

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর বিশেষ পর্ব।

 

Level 0

আমি Habibur Rahman Dipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ হাবিবুর রহমান দিপু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরীর পাশাপাশি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি আইটি ক্ষেত্রটিকে। এসইও, ইমেইল মার্কেটিং, ব্লগিং ইত্যাদি জানতে ও জানাতে ভালোবাসি । তাই যখনই সুযোগ পাই তখনই লিখতে বসে যাই। ফেইসবুকে আমি https://www.facebook.com/habibur.tutordipu


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

kaz sikhte kto din lagte pare

আপনার ফেসবুক লিন্কটা দিন

ধন্যবাদ

interspire script এর ডাউনলোড করব কোথা থেকে? যদি কারো কাছে থেকে থাকে অনুগ্রহ পূর্বক শেয়ার করুন।

apni amar group a paben
“email marketers bd” group