মাত্র একটি সেপ দিয়ে প্রোফেশনাল লগো তৈরি করুন (ফটোশপ)

আপনারা একটু ভালো ভাবে লক্ষ্য করলে দেখবেন যে বিখ্যাত কোম্পানি গুলোর লগো কতো সিম্পল। Nike এর লগো টাই দেখুন না কতো সিম্পল।

আর আজ কাল ফ্লাট লগো গুলো ব্যপক ভাবে জনপ্রিয় হয়ে চলেছে। আজ আমি আপনাদের কে দেখাবো কিভাবে একটি মাতীও সেপ দিয়ে একটি লগো তৈরি করা যায়। এটি জাষ্ট আপনার আইডিয়ার ব্যাপার, ফটোশপের সামান্য দক্ষতাই যথেষ্ঠ। চলুন শুরি করি।

প্রথমে একটি নিউ ফাইল খুলুন ফটোশপে

টুল বারের ছবিতে দেখানো জায়গা থেকে Ellips Tool সিলেক্ট করুন
www.alquranbd.com

এটা দিয়ে একটি ডিম্বাকার বৃত্ত তৈরি করুন।

ছবিতে দেখানো Marquee Tool এ রাইট ক্লিক করে Elliptical Marquee Tool সিলেক্ট করুন

এবার নিচের ছবির মতো করে বৃত্তের কিনারার কিছু অংশ বাদ রেখে বাদ বাকী অংশ বৃত্তাকার সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করুন।
এবার কিবোর্ডের Delete বাটন চাপুন। দেখুন বাকা চাদের মতো একটি সেপ তৈরি হয়েছে।


এবার ডিসিলেক্ট করার জন্য Ctrl+D চাপুন।

এবার লেতার প্যানেল থেকে চন্দ্রাকার লেয়ার টির ওপর রাইট ক্লিক করে Duplicate Layer এ ক্লিক করে OK করুন

এবার নতুন লেয়ার টি ট্রান্সফর্ম করার জন্য Ctrl+T চাপুন।

এবার এই সেপ টিকে মাউস দিয়ে ঘুরিয়ে এবং ড্রাগ ডিমের মতো আকৃতি বানান।

ঘোরানোর কাজ টা নিখুত করার জন্য মাউস দিয়ে না ঘুরিয়ে ছবিতে দেখানো ফর্মে 180 টাইপ করুন (১৮০ দিগ্রি ঘোরানোর জন্য)। ব্যাস এবার মাউস দিয়ে লেয়ারটা ড্রাগ করে ডিম্বাকার বানান।

এবার Move Tool সিলেক্ট করে পজিশন ঠিক করুন। (Apply Transformation ডায়লগ দেখালে। Apply এ ক্লিক করুন)

বাড়তি কোনো অংশ থাকলে Eraser ব্যাবহার করে ইরেজ করুন।

এবার
আগের মতো করা আবার প্রথম লেয়ার ডুপ্লিকেট করুন।

আবার Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে ছবির মতো সেপ বানিয়ে এপ্লাই করুন। রবং বারতি অংশ ইরেজার দিয়ে ইরেজ করে দিন।

আবার আগের মতো প্রথম লেয়ার আবার ডুপ্লিকেট করে স্কেল করে চ্ছবির মতো সেপ বানিয়ে পজিশন করে। বাড়তি অংশ ইরেজ করে দিন।

আবার আগের মতো প্রথম লেয়ার আবার ডুপ্লিকেট করে স্কেল করে চ্ছবির মতো সেপ বানিয়ে পজিশন করে। রোটেট করে বাড়তি অংশ ইরেজ করে দিন।

এবার phd হিসেবে সেইভ করে, পজিশন একটু নাড়াচাড়া করে লগোটিকে আরো সুদর্শন করে তুলুন। কোম্পানির ক্যাপশন দিন আপনার পাছন্দ মতো ফন্ট দিয়ে।

ফাইনাল লগোটিতে আমি বৃত্তের এজ টা আরো চিকন ভাবে কেটে নিয়েছি। এবং অনুপাত গুলো একটু নাড়াচাড়া করেছি। এবং ক্যাপশন লাগিয়েছি।

আমার ফাইনাল লগোটি দেখুন।

সময় পেলে আমাদের এই নন-প্রফিট প্রোজেক্ট টি ভিজিট করবেন, http://www.alquranbd.com

আর প্রোজেক্ট টি ভালো লাগলে প্রজেক্টের পেজে একটি লাইক দেবেন। http://www.facebook.com/alquranbddotcom

Level New

আমি অপঠিত দৈনিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Logo Designer হবার জন্য কি Photoshop,Illustrator লাগবেই? Software Use করা যায় না?

সুন্দর হয়ছে রে ভাই ।

@sabuj7: ইলিষ্টটরে অনেক সহজে লগো তৈরি করা যায়। ইয়হ্রিডি ইফেক্টের জন্য এটা দারুণ কাজের আর ফটোশপে কেউ দক্ষ হলে তার জনি এটাই যথেষ্ঠ।

দারুন করেছেন। আইডিয়াটাও চমৎকার।
বলতে ইচ্ছে করছে ভাই আমারেও একটা বানাইয়া দেন…………..

সুন্দর ভাবে লেখার জন্য ধন্যবাদ আপনার পোস্ট থেকে ভালও কিছু জানতে পারলাম …