ইউটিউব ভিডিও আপলোডারদের জন্য ছোট একটা টিপস নিয়ে লিখতে বসলাম। অনেকে ইউটিউব এ ভিডিও আপলোড করে, কিন্তু কিছু সাধারন টিপস না জানার কারনে তাদের ভিডিও গুলা তেমন পরিচিতি পায় না তাই চিন্তা করলাম নিজে যা জানি তা সবার সাথে শেয়ার করি। আগের একটা টিউন এ দেখিয়েছিলাম কিভাবে সব ভিডিওর উপর সাবস্ক্রাইব বাটন যোগ করবেন। আজকে দেখাব কিভাবে ফ্রীতে ইউটিউব ভিডিও Promote করবেন। ইউটিউবে ফ্রী একটা ভিডিও Promote করার সুযোগ আছে। এই সুযোগটি সবাই কাজে লাগাতে পারে না। আমি নিজেও জানতাম না। যখন জেনেছি তখন Promote করা শুরু করলাম এবং দেখলাম Promote করা ভিডিওতে ভালো ভিউ আসছে। এখন মোটামুটি একটা একটা করে Promote করছি। তাই নতুনদের জন্য ১ মিনিটের একটা ভিডিও বানালাম কিভাবে ফ্রী ইউটিউব ভিডিও Promote করবেন। নিচে ভিডিও লিঙ্ক টা দেওয়া আছে।
আমার দুইটা ইউটিউব চ্যানেল এর Promote করা ভিডিওর ভিউ সব থেকে বেশি আছে। নিছে স্ক্রীনশট দেখুন ।
ভিডিও টিউটোরিয়াল টি দেখেনিন ↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
ফেসবুক এ আমি – Abdul Motaleb
আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।