আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই।আল্লাহর রহমতে নিশ্চই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে এত রাতে টিউন করতে বসলাম কারন আমাদের টেকটিউনস এর এক প্রিয় বন্ধু আমাকে অনুরোধ করেছেন জাভা ফোন দিয়ে কিভাবে টেকটিউনস এ টিউন করতে পারবেন এই বিষয়টি নিয়ে একটা টিউন করতে। যদিও আমার জাভা ফোন নেই তবুও অন্য এক জন বন্ধুর কাছ থেকে নিয়েছি কিছুটা হলেও যেন স্নিপ সর্ট সহ দিতে পারি। যাই হোক এবার কাজের কথায় আসি। প্রথমে টেকটিউনস এর ঠিকানায় প্রবেশ করি। আপনার জাভা ফোনে I am techtuner লেখাটি দেখতে পাবেন। এবার I am techtuner এ ক্লিক করুন। I am techtuner এ ক্লিক করলে পরবর্তী পেজ লগ ইন পেজ আসবে নিচের ছবির মত
এবার আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
তারপর নিচের ছবির মত menu লেখা দেখতে পাবেন। menu লেখায় ক্লিক করুন
মেনু লেখাটিতে ক্লিক করলে নিচের মত পেজ আসবে। এবার টিউনস এ ক্লিক করুন।
তারপর নতুন টিউনস এ ক্লিক করুন। পরের পেজ এ নিচের যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে টাইটেল দিন
আর নিচের ছবিটিতে অনেকগুলো কোড দেখতে পাচ্ছেন এগুলো হলো টেকটিঊনসের নিতিমালা। এঘুলো কেটে দিয়ে আপনার টিউনটি লিখতে পারেন। আর এই পেজ এই সব খুজে পাবেন যেমন বিভাগ, ট্যাগ্, প্রকাশ ইত্যাদি।
এবার টিউন করা শুরু করে দিন। কোন সমস্যা হলে কমেন্ট করবেন। এর থেকে বিস্তারিত আপাতত সম্ভব হলো না তাই দুঃখিত।
আমি Shaheen Parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Shaheen Parvez, Manikganj, Dhaka
Onek onek thanks vai.