এখন জাভা ফোন দিয়েই টেকটিউনসের টিউন করুন ঝামেলা ছাড়াই

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই।আল্লাহর রহমতে নিশ্চই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে এত রাতে টিউন করতে বসলাম কারন আমাদের টেকটিউনস এর এক প্রিয় বন্ধু আমাকে অনুরোধ করেছেন জাভা ফোন দিয়ে কিভাবে টেকটিউনস এ টিউন করতে পারবেন এই বিষয়টি নিয়ে একটা টিউন করতে। যদিও আমার জাভা ফোন নেই তবুও অন্য এক জন বন্ধুর কাছ থেকে নিয়েছি কিছুটা হলেও যেন স্নিপ সর্ট সহ দিতে পারি। যাই হোক এবার কাজের কথায় আসি। প্রথমে টেকটিউনস এর ঠিকানায় প্রবেশ করি। আপনার জাভা ফোনে I am techtuner লেখাটি দেখতে পাবেন। এবার I am techtuner এ ক্লিক করুন। I am techtuner এ ক্লিক করলে পরবর্তী পেজ লগ ইন পেজ আসবে নিচের ছবির মত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এবার আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন

তারপর নিচের ছবির মত menu লেখা দেখতে পাবেন। menu লেখায় ক্লিক করুন

 

 

 

 

 

 

 

 

 

 

 

মেনু লেখাটিতে ক্লিক করলে নিচের মত পেজ আসবে। এবার টিউনস এ ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তারপর নতুন টিউনস এ ক্লিক করুন। পরের পেজ এ নিচের যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে টাইটেল দিন

 

 

 

 

 

 

 

 

 

 

 

আর নিচের ছবিটিতে অনেকগুলো কোড দেখতে পাচ্ছেন এগুলো হলো টেকটিঊনসের নিতিমালা। এঘুলো কেটে দিয়ে আপনার টিউনটি লিখতে পারেন। আর এই পেজ এই সব খুজে পাবেন যেমন বিভাগ, ট্যাগ্‌, প্রকাশ ইত্যাদি।

 

 

 

 

 

 

 

 

 

 

এবার টিউন করা শুরু করে দিন। কোন সমস্যা হলে কমেন্ট করবেন। এর থেকে বিস্তারিত আপাতত সম্ভব হলো না তাই দুঃখিত।

আমার ব্লগ একটু দেখে আস্তে পারেন

আমার পেজ ভাল লাগলে একটি লাইক দিন টেকটিউনারস বিডি

Level New

আমি Shaheen Parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Shaheen Parvez, Manikganj, Dhaka


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Onek onek thanks vai.

কিন্তু Post thumbnail কিভাবে দিব? আর ক্যাটাগরি সিলেক্ট করতে গেলে ইরর আসে । আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন?

    ভাই আমার জাভা ফোন নেই তাই ভালোভাবে সব দিতে পারি নাই এই টিউনটিতে চোখ রাখুন দুই এক দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান দেবো আশা করি।ধন্যবাদ। @মিরাজ ম্যাক:

kaj hoyse, er age login krar try krsilam kn2 hoy ni. Bt aj hlo. Tnx

Level 0

ভাই আপনাকে কি শব্দ ব্যবহার করে ধন্যবাদ দেবো,মাথায় আসছে না।প্রায় আট মাস পর লগইন করতে পারলাম।মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

ওহ তাহলে টেকটিউন এর মোবাইল সাইট টার বাগ এত দিন এ ফিক্স হলো।টেকটিউন করতিপক্ষ কে অনেক ধন্যবাদ।।

nice post.age login e hoto na aj holo.i am happy,tnx bro.

ধন্যবাদ!

hmm, java diya onek din por login korte parlam. Ager sob chesta brita chilo.

Level 1

New account kula jai na.ata dile techtuner er tuner aro barbe so tara tari oita active koren.ar techtune is best ami aro site use kori but techtunes er mobile vew amar kub valo lage.karon ata taratari load hoy.THANKS.techtunes admin.amar tuner ship off kora hoice .but ami abedon korte parci na.plese admin panel amar tuner ship on kore din.

    নতুন অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না এখন এটা একটা সমস্যা ,তবে আশা করি এডমিন এটা একটু তাড়াতাড়ি ঠিক করলে নতুন ব্যাবহারকারীদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ। @Habib80:

৪ বছর টেকটিউন ভিজিট করি। আমার মোবাইলটি জাভা বিধায় কখনো লগইন করতে পারিনি, আজকে পেরেছি। বিশ্বাস করবেন কিনা জানিনা আমার ৩২ বছরের জীবনে এ এক পরম আনন্দঘন মূহুর্ত! অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত মান্যবর!

Many many thanks vi

Level 1

thanks.for all

রেজিষ্ট্রেশন অনেক আগে করেছি টিটিতে । কিন্তু, লগইন করতে পারিনি। আজ প্রথম লগইন হলাম।
.
তাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করলাম না।

thanks দিয়ে ছোট করতে চাইনা।

Level 0

lekhar vetor link ar photo debo kivabe ?

    আমার জাভা ফোন নেই। আমি আগে পরীক্ষা করে দেখে জানাব।@aditya24: