সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি তাঁরা প্রায়ই একটি সমস্যায় পড়ি সেটি হল কম্পিউটার বুট হতে সময় বেশি নেয়া। আজ আমরা শিখব কিভাবে এই বুট এর সময় কমিয়ে খুব দ্রুত কম্পিউটার চালু করা যায়।
চলুন তবে নিচের ধাপগুলো দিয়ে শুরু করা যাকঃ
১। প্রথমেই উইন্ডোজ এর Run এ গিয়ে লিখুন msconfig ।
২। একটি নতুন উইন্ডো আসবে এখান উপরের ট্যাব থেকে Boot সিলেক্ট করুন।
৩। এখান থেকে Advanced Options এ ক্লিক করুন ফলে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে।
৪। এখানে আপনি Number of process নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনার প্রসেসর অনুযায়ী নাম্বার সিলেক্ট করে দিন। ( ডুয়েল কোর প্রসেসর এর জন্য নাম্বার হবে ২ এবং এর উপরের কোরের প্রসেসরের জন্য ৩ বা ৪ নাম্বার সিলেক্ট করুন।
৫। এবার ok করে বেরিয়ে আসুন।
আশা করি আপনার কম্পিউটার এর বুট এর সময় এবার আগের চেয়ে অনেকটাই কমে আসবে ।
ধন্যবাদ সাথে থাকার জন্য । আর যদি আগে এমন টিউন হয়ে থাকে তাহলে please গালি দিবেন না ।
আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
FALTU TUNE