ইউটিউব আপলোডারদের জন্য ছোট একটা টিপস।

অনেক দিন পরে ছোট একটা টিপস নিয়ে লিখতে বসলাম। কারণ মাঝে মাঝে চেহারা না দেখাইলে ভাল লাগে না। টিটি থেকে তো অনেক কিছু শিখি এখন আমরা মাঝে মাঝে কিছু না দিলে কেমন হ্য় বলুন। বুজলাম আমরা তেমন কিছু জানিনা তবুও চেষ্টা করি কিছু লেখার জন্য।   যাইহোক আমি আজকে আপনাদেরকে দেখাব ইউটিউব এর সব ভিডিওর উপর কিভাবে Subscribe বাটন এড করবেন। আসলে এই বিষয়টি অনেক পুরাতন, অনেকের ভিডিওতে এটি দেখা যায় কোণাতে থাকা আইকন এ মাউস নিলে Subscribe বাটন চলে আসে। আমি আজকে টিউন করার মুল কারণ আপনারা আগে যেভাবে পরিবর্তন করেছেন সেটির কিছুটা পরিবর্তন হয়েছে। আগে “InVideo Programming” এ গিয়ে পরিবর্তন করা হত এখন আর InVideo Programming নাই। ফলে অনেক নতুন আপলোডার গুগল এ সার্চ করে আগের অপশন গুলা খুজে পায় যা নতুনের সাথে মিলছে না। আর যারা অবিজ্ঞ তারা এমনিতেই সব বুঝে যায় যে এইটা আপডেট হয়ছে।

How to Add Subscribe Button To All Videos On Your YouTube Channel

যেহেতু টিউনটি নতুনদের জন্য করেছি তারা হয়তো স্ক্রীনসট দেখলে সব বুঝবে না। তাই কয়েক সেকেন্ড এর একটা ভিডিও বানালাম দেখলে সব বুঝে যাবেন।
ভিডিওটি ডাউনলোড করে নিন- - - - - - - -

How to Add Subscribe Button To All Videos On Your YouTube Channel

ফেসবুক এ আমি – Abdul Motaleb

Level 0

আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ ভাই এটা আমার জানা ছিলো না। এই রকম আরো কিছু থাকলে শেয়ার করুন। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই , এটাই খুজতেছিলাম

ধন্ন বাদ, ভিডিও টিউন করার জন্নে বেশি ধন্যবাদ,

ধন্যবাদ