সুন্দর এবং অর্থবহুল ডোমেইন নেম খুজে পেতে দারুণ ১০ টি টুলস এবং টিপস। আপনার পছন্দ মতো ডোমেইন চুজ করতে দারুণ হেল্প করবে আপনাকে।

ডোমেইন নাম হল আপনার অনলাইন পরিচিতির একমাত্র অবলম্বন।

সঠিক ডোমেইন নেম পছন্দ করতে না পারলে অনলাইনে উন্নতির পথে বাধা আসবে এটাই স্বাভাবিক। অনেক সময় আমরা অনেক পরিচিত কোন ডোমেইন এর সাথে মিল রেখে আমাদের ডোমেইন নেই, যেটা বেশির ভাগ সময় ভালো ফল দেয় না। 🙁

আবার অর্থবহুল ডোমেইন গুলা খুজে পাওয়াও অনেক কঠিন। যা পাওয়া যায় তা আবার খালি পাওয়া যায় না।  তাহলে কীভাবে খুজে বের করবেন আপনার কাঙ্ক্ষিত ডোমেইন।

এজন্য আমি এমন ১০ টি টুলস নিয়ে আলোচনা করবো, যা আপনার ডোমেইন নেম সিলিকশনে সাহায্য করবে।

আসুন দেখি কি সেই ১০টি টুল যেটা আপনাকে ডোমেইন চুজে সাহায্য করবে-

  • bustaname: আপনার কাঙ্ক্ষিত কি-ওয়ার্ড দিন, তার সিমিলার সব ডোমেইন নেম এটাতে শোঁ করবে।  এটি অটোমেটিক আপনার কিওয়ার্ড রিলেটেড খালি ডোমেইন গুলা বের করতে হেল্প করবে।
  • leandomainsearch: আমার খুব পছন্দের টুল এটি। ডট কম ডোমেইন পছন্দের জন্য এটা খুব কাজে দেয়। হাজার হাজার সাজেশন দিবে আপনাকে এটি। শুধু আপনার পছন্দের কি ওয়ার্ড দিয়েই দেখুন একবার।
  • impossibility: এই টুলটি আপনাকে আরও একটু বেশি হেল্প করবে নেম চুজে। আপনি আপনার ডোমেইন নেম টি Verb, Noun, Adjective কোনটা করতে চান, সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন এবং সেই রিলেটেড সাজেশন পাবেন।
  • nameboy: এটাও কি-ওয়ার্ড রিলেটেড সাজেশন দিবে। তবে কোন কি-ওয়ার্ডকে আপনি বেশি গুরুত্ব দিতে চান সেটা প্রাইমারি কি-ওয়ার্ড হিসেবে সিলেক্ট করতে পারবেন।
  • namemesh:  এই টুলটি আরও মজার। এটা আপনাকে ডোমেইন চুজে অনেক অপশন দিবে। এস,ই,ও রিলেটেড কোনটা ভালো, শর্ট কোনটা ভালো, নিউ কোনটা ভালো এভাবে অনেক অপশন পাবেন। যা আপনাকে অনেক হেল্প করবে চুজ করতে এবং ডিসিশন নিতে।

  • domainsbot: কি-ওয়ার্ড রিলেটেড সার্চের জন্য এটা বিখ্যাত। আপনার প্রয়োজনীয় কি-ওয়ার্ড দিন, টুলটি আপনাকে ভালো ডোমেইনগুলা সাজেশন দিবে।
  • panabee: কি-ওয়ার্ড লিখুন, তারপর সে আপনাকে সাজেশন দিবে।
  • namestation: কি ধরনের ডোমেইন আপনি চান, সেটি দিয়ে দিন, টুল আপনাকে হেল্প করবে ডোমেইন চুজ করতে। যেমন, আপনি যদি কফি শপের জন্য ডোমেইন চান, তবে লিখুন কফি শপ বাংলাদেশ, দেখবেন টুলটি আপনাকে সাজেশন দিবে রিলেটেড অনেক ডোমেইনের।
  • namestall: শুধু কি-ওয়ার্ড দিন আপনার চাহিদামত অনেক ডোমেইন চলে আসবে। ইচ্ছা মত পছন্দ করে নিন।
  • dotomator: এই টুলটি দিয়ে অনেক গুলা আপনার কি-ওয়ার্ড দিতে পারবেন, সেই মত ডোমেইন আপনাকে দেওয়া হবে।

আশা করি বুঝতে সমস্যা হবে না। তবে মাক্সিমাম টুল গুলা কি-ওয়ার্ড রিলেটেড, কারণ এটাই ডোমেইন বের করার একমাত্র এবং সর্বোত্তম মাধ্যম।

সেহেতু আশা রাখি, আপনারা ডোমেইন খুজে বের করতে পারবেন আপনার পছন্দ মতো।

সবসময় চেষ্টা করবেন আপনার টপিকস এর সাথে মিল রেখে ডোমেইন নিবেন। এটা ব্রান্ডিং এবং সার্চ Rank এবং গুগল Rank পেতে সুবিধা দিবে।

অযথা অন্য কারও পছন্দের নাম দিয়ে নিজেকে ঢেকে ফেলবেন না।

ইচ্ছা করলে আপনিও অনেক ভালো ভালো নামের জন্ম দিতে পারবেন। শুধু একটু সময় নিয়ে খোঁজার মানুশিকতা রাখুন।

(আংশিক ইংরেজি থেকে অনুদিত)

বিঃ দ্রঃ- গুগল অ্যাডওয়ার্ড দিয়ে কীভাবে কি-ওয়ার্ড রিলেটেড ডোমেইন নেম খুজে বের করতে হয় এবং পারফেক্ট অ্যাফিলিয়েট কিংবা অ্যাডসেন্স এর জন্য ডোমেইন খুজে বের করতে হয় তা দেখাবো অন্য কোন টিউটোরিয়াল রিলেটেড লেখায়। টেকটিউনসের সাথে থাকুন।

আমি এবং আমার ব্লগ।  আমার ব্লগে ব্লগিং নিয়ে টিপস পাবেন।

কোন সমস্যা থাকলে বা কিছু জানার থাকলে আমাকে জানাতে পারেন।

ধন্যবাদ সবাইকে। 🙂

অনেক সময় নিয়ে লিখলাম।

সম্পূর্ণ কপিরাইটঃ টেকটিউনস এবং আই,টি সরদার ডট কম

আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। খারাপ হোক/মানুষ হাসাহাসি করুক তারপরও ধীরে ধীরে নিজে লিখতে থাকলে একদিন আপনিও ভালো টিউন রাইটার হবেন। আজ যারা ভালো টিউন করে সবাই সেভাবে হয়েছে। 

ভালো লাগলে এবং উপকার হলে শেয়ার, কমেন্ট এবং প্রিয় করতে ভুলবেন না।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর লিখেছেন। একদম সাজানো গোছানো টিউন। ধন্যবাদ আপনাকে 🙂

সুন্দর হইছে এবং ভালো লিখেছেন।

অসাধারন একটি পোস্ট। এমনিতেই অাপনার লেখা সব ইউনিক ও তথ্যবহুল। শেয়ার করার জন্য ধন্যবাদ। অাচ্ছা pchelplab.com, pcmagiclab.com ডোমেইন হিাসবে এই নাম নিলে কেমন হবে?? অাসলে একটি ভাল নাম খুজছি। বাট সবই রেজি: হয়ে গেছে, মাথাতে অসছেনা। কি নাম দিব বলুনতো!!

    @ফেরী ওয়ালা: প্রথমে ধন্যবাদ জনায় সুন্দর কমেন্ট করার জন্য। 🙂
    যদি আপনার কি-ওয়ার্ড PC টিপস রিলেটেড হয়, তবে ডোমেইন দুটি খারাপ না। তবে মনে রাখবেন আমাদের একটা দোষ হল, পিসি টিপস নিয়ে ডোমেইন কিনলেও পরে আমরা তাতে রেজাল্ট পাব্লিশ করি। এটা ভালো না। এজন্য সময় নিয়ে কর্ম পরিকল্পনা নিয়ে ডোমেইন চুজ করুন। 🙂 যে রিলেটেড ডোমেইন, সেই রিলেটেড টপিকস হলে পাঠক পড়েও মজা পায়।
    ধন্যবাদ।

Level 2

good. Finally i got my domain.