Blogger.com এর সকল ডিফল্ট টেমপ্লেট এর একদম নিচে, ফুটার মেনুতে লিখা থাকে Powered by blogger. নিজের সাইট এ অন্যের নাম দেখতে ভাল না লাগার ই কথা। এটি সরানো আগে খুব ১টা কঠিন ছিলো না। কিন্তু এখন ব্লগার তার ফুটার সেকশন কে লক করে রাখে। তাই একটু বেশি কাজ করতে হয়। আসুন দেখি কি করে সরান যায় ফুটার মেনু থেকে। আমি মূলত ছবি দিয়ে ব্যাখ্যা করব। ছবির নাম্বার গুলোর দিকে খেয়াল রাখলেই হবে।
ব্যাস! কাজ শেষ। এখন View Blog এ ক্লিক করুন। দেখবেন Powered by: Blogger লেখাটি নেই।
বিঃ দ্রঃ - ৯ এর আগে যদি আপনার Edit HTML পেজ Reload হয় তাহলে পুরো কাজটি আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটিই মূল Trick এই কাজের।
প্রথম প্রকাশঃ How to remove blogger footer - Powered By: Blogger
আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোবাইল ভিউ থেকে কি রিমুভ করা যায়?