শুরুতে টিউনার পেইজ পরিবারের সকলকে আমার সালাম।
আসসালা-মু-আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। ব্লগ সবসময়ই ভিজিট করি বিভিন্ন টিউটোরিয়ালের জন্য কিন্তু অনেক সময় পড়ার ধৈর্য থাকেনা। তাই নতুন কিছু নিয়ে এলাম ব্লগারদের জন্য। যেন আমাদের মত সাধারন ইউজাররা উপকৃত হতে পারে।
অনেক এক্সপার্ট ভাইয়েরা ব্লগে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল শেয়ার করে থাকেন। যেমন:- এসইও টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, ওডেস্ক টিউটোরিয়াল আরো অনেক কিছু। এই টিউটোরিয়াল গুলো যদি ভিডিও আকারে প্রকাশ করা যেত তাহলে নিশ্চই ভিজটররা আরো বেশী উপকৃত হত।
তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারন ভিডিও টিউটোরিয়াল তৈরী করার সফ্টওয়্যার।
সফ্টওয়্যারটির নাম Movavi Screen Capture Studio
প্রথমে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন (এখান থেকে )
চলুন এবার স্ক্রীনশট সহ ধাপে ধাপে দেখে নেই কিভাবে সফ্টওয়্যারটি দিয়ে কাজ করবেন।
১. সফ্টওয়্যারটি ইনস্টল করে নিন।
২. সফ্টওয়্যারটি ওপেন করুন। স্ক্রীনশটে লক্ষ করুন। আপনি যদি ভিডিওতে নিজেকে প্রেজেন্ট করতে চান তাহলে ওয়েব ক্যাম কানেক্ট করে সফ্টওয়্যারের ক্যাম আইকনে ক্লিক করুন। এটি অটোমেটিকালি আপনাকে ডিটেক্ট করে নিবে।
৩. আপনি যদি কম্পিউটারের কাজগুলোর স্ন্যাপশট নিতে চান তাহলে Capture Screen এ ক্লিক করুন, তাহলে এটি আপনার স্ক্রীন এর কাজগুলো রেকর্ড করতে থাকবে।
৪. ইডিট এ ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার ভিডিওটিকে আপনার মন মত করে এডিট করতে পারবেন।
৫. স্ক্রীনশটে লক্ষ করুন এখানে বিভিন্ন অপশন আছে যেখান থেকে আপনি আপনার ভিডিওতে টেক্সট বা টাইটেল এড করতে পারবেন।
৬. মেইন প্যানেলে ফিরে যান। Record Audio তে ক্লিক করুন। অডিও রেকর্ড করুন।
৭. সবশেষে টিউটোরিয়ালটি ইমপোর্ট করুন অথবা অনলাইনে আপলোড করুন।
সবাই ভাল থাকবেন।
আমার আর্টিকেল পড়ে উপকৃত হলে কমেন্টে জানাবেন।
সময় হলে আমার ব্লগটি ভিজিট করার অনুরোধ রইল >> Medicine Bangladesh <<
ধন্যবাদ।
আমি aclomac। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ফুল ভারসন নাই ? সিরিয়ার key থাকলে দেন।