চুরি যাওয়া মোবাইল ফিরে পাবেন কিভাবে জেনে নিন! (এই পদ্ধতি গ্রহন করলে আপনার হারিয়ে যাওয়া মোবাইল টি ফিরে পেতে পারেন)

সবাইকে আমার সালাম জানাচ্ছি।

আশা করি আপনারা সবাই ভালো আছেন।

মোবাইল হারানো সমস্যা দীর্ঘদিনের।

বিশেষ করে রাজধানীর বাসে চলাচল করা একেবারেই নিরাপদ নয়।

এমন পরিস্থিতিতে মোবাইল হারালে সেটি ফিরে পাওয়ার জন্য রয়েছে একটি এ্যাপস্।

এই এ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হবে জেনে নিন।

মোবাইল হারানোর সমস্যা রয়েছে দীর্ঘদিনের।

রাস্তায় বেরুলেই এমন সমস্যা হতে পারে।

আর আপনার প্রিয় মোবাইলটি যদি এভাবে চুরি যায় তাহলে আপনি কি করবেন।

আমরা আগেও দেখেছি অনেক ধরনের এ্যাপস্ রয়েছে।

তবে এবারের এ্যাপসটি একটু ভিন্ন প্রকৃতির।

অনলাইনে এই ধরনের একটি এ্যাপস পাওয়া গেছে।

তবে এটি কতখানি কার্যকরি তা আমরাও জানিনা।

আজ আপনাদের শেখাব কিভাবে আপনার ফোন চুরি যাওয়া মোবাইল ফিরে পাবেন।

এবার আসুন বিষয়টি দেখে নেওয়া যাক।

প্রথমে গুগল প্লেস্টোর হতে এ্যাপসটি ডাউন লোড করতে নীচের লিংকে ক্লিক করুন

Apps Download Link

এখন ইনস্টল করুন।

এই এ্যাপসটি ইনস্টল করলে নীচের ছবির মতো দেখা যাবে।


Photo of a big bunny rabbit!

এখন আপনার পাসওয়ার্ড টাইপ করে Ok বাটন চাপুন।

তবে দুটি বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে।


Photo of a big bunny rabbit!

এখন আপনার দেওয়া পাসওয়ার্ড পুনরায় টাইপ করে Ok বাটন চাপুন।


Photo of a big bunny rabbit!

এবার নিচের ছবিটি লক্ষ্য করুন এবং Deactive এ ক্লিক করুন।


Photo of a big bunny rabbit!

প্রথম বক্সটিতে আপনার ফোন নাম্বার টাইপ করুন ও দ্বিতীয় বক্সটিতে আপনার নাম্বারে কি লিখে ম্যাসেজ আসবে তাই টাইপ করুন।

তারপর Save বাটন চাপুন।


Photo of a big bunny rabbit!

এখন পূনরায় Deactive এ ক্লিক করুন এবং Ok বাটন চাপুন।
(ডুয়েল সিম মোবাইলের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেটি উপরের ছবি দেখে বুঝতে পারছেন)
এরপর দেখবেন Deactive এর জায়গায় Active লেখা এসেছে।


Photo of a big bunny rabbit!

এখন কেও যদি আপনার ফোন চুরি করে নিয়ে আপনার ফোন সেটে তার সীমটা লাগিয়ে ফোন করে তাহলে সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে তার নাম্বার হতে একটি এস এম এস আসবে।

এভাবেই আপনি সহজেই পেয়ে গেলেন সেই চোরের নাম্বার।

এখন ইচ্ছে করলে পুলিশের মাধ্যমে আপনি তার গতিবিধি বের করে তাকে ধরেও ফেলতে পারেন।

এভাবে চোর ধরা যেতে পারে।

কোনো সমস্যা বা সাহায্যের দরকার হলে আমাকে ফেইসবুক এ পাবেন।

আমার ফেসবুক আইডি

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami avast anti theft use korchi. Pray, same system.

Level New

শাকিল খান@ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

তবে এটি ও ভালো কাজ করে।

ধন্যবাদ এতো সুন্দর টিউন করার জন্য।

Level New

তানিম আপনাকেও ধন্যবাদ

এগুলাতে আদৌ কোন লাভ আছে বলে আমার মনে হয়না। কারন ফোন চুরি করার পর যদি সিস্টেম রিষ্টোর বা ফ্লাস দিয়ে দিলে এসব এপ আর কিছুই করতে পারবেনা। আর এখন চোর গুলা সব ডিজিটাল চোর, ওরা এসব আমাদের থেকেও ভাল জানে, তারপরও শেয়ার করার জন্য ধন্যবাদ।

আরে ভাই আমার টা অলরেডি চুরি হইয়া গেছে কি করবো এখোন এটা বোলেন।

    @শ্রাবন শেখ: পুলিশ কে কিছু টাকা খাওয়াইয়ে ফোনের IMEI Number টা দিবেন। অরাই আপনার ফোন বের করে দিবে।

Level 0

bhai ata toh phone a amnite e deya thake .sim change alert. bole ar jonno apps diye ki hobe.

আমার MRE ফোনে বিল্টইন দেওয়া আছে । Symphony FT31
আর এন্ড্রইডের কথা কি বলব

আমারটি হারানোর আগেই জেনে রাখলাম, বলাতো যায়না…..।