ফেসবুক এ্যাকাউন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস (অটোলাইক ইউজ করলে মাস্ট দেখবেন)

আশাকরি এই রকম টিউন আগে প্রকাশিত হয়নি। যদি হয় তবে এ্যাডমিন পোষ্টটি রিমোভ করে দিয়েন প্লিজ

শিরোনাম দেখে অনেকটা অনুমান নিশ্চই করতে পেরছেন। হ্যা অঅজকের টিউনটা করা বিভিন্ন সাইটে অটোলাইকের প্রচার দেখে। আচ্ছা একটা জিনিস বলুনতো অটো লাাইক নিয়ে কি এম মহান কাজ হয়? আপনি প্রিয় বা গুরুত্বপূর্ণ হলে লাইক অবশ্যই পাবেন। তাতে অটোলাইক নিয়ে সেলিব্রেটি হওয়া কি লোক দেখানো ছাড়া আর কিছু? আপনি নিশ্চয় জানেন কারো কাছ থেকে টাকা ধার নিলে তার অনেক কিছু সহ্য করা লাগে। অটো লাইক ও ঠিক তেমন।আপনি স্টাটাস দিতে না চাইলে ও স্টাটাস হবে যেটা স্পাম সহ। ফেসবুক কিন্তু বেশি স্পাম পছন্দ করে না।দেখবেন অতিরিক্ত স্পাম করার কারণে কারো  লাইক কমেন্ট অফ করে দেয়,যেটার সময়সীমা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এক পর্যা য়ে আউডি ডিএ্যাকটিভ হয়ে যেতে পারে। এখনো মেইন পয়েন্টে আসিনি। চলুন এবার মেইন পয়েন্টে আসি

ফেসবুক এ্যাকাউন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস (অটোলাইক ইউজ করলে মাস্ট দেখবেন)
ফেসবুক এ্যাকাউন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস (অটোলাইক ইউজ করলে মাস্ট দেখবেন)

 

আপনি যদি আটোলাইক নিতে চান, তবে খেয়াল করবেন এমন একটা সোটিফিকেশন আসে আপনার আইডিতে একটা এ্যাপ ইস্টল হতে অনুমতি চায়।আপনি ঐ এ্যাপকে অনুমতি না  দিলে অটোলাইক নিতে পারবেন।যারা অবিশ্বাস করছেন একবার ট্রা্ই করে দেখতে পারেন।আর পরে বুঝবেন এর যন্ত্রনা।আপনার অজান্তেই ঐ এ্যাপ স্টাটাস দিবে।কারণ আগে থেকেই আপনি ঐ এ্যাপকে অনুমতি দিছেন।আর একটা কথা এই এ্যাপটি কিন্তু আপনার এ্যাকাউন্টের অনেক ইনফরমেশন বহন করে ছো আপনার এ্যাকা্িুন্ট কিন্তু ননসিকিউর বা দুর্বল হয়ে যাবে।

 

এবার আসুন যারা এ্যাপটিকে ইতিমধ্যে অনুমতি দিছেন তারা কিভাবে এটা রিমোভ করবেন?

আসুন সেইটা দেখা যাক,,,,,,,,,,,,, প্রথমে আপনার এ্যাকউন্টের সেটিং এ ক্লিক করেন। এরপর ডান বাড়ে Apps অপশন পাবেন ঐটাকে ক্লিক করেন।বুঝার সুবিধার জন্য আসি স্ক্রিন নট দিয়ে মার্ক করে দিলাম।মনে কুরন আপনার ইনস্টলকৃত এ্রাপটি হলো Youtube তাহলে ইউটিউব রিমোভ করার জন্য Youtube এর পাশে দেখুন একটা ক্রস চিহ্ন আছে। ঐটায় ক্লিক করুন।

 

 

 

 

এরপর নিচের মত একটা পপ আপ উইন্ডো আসবে মারক কারে দেখানো অপশনে টিক দিয়ে Remove  এ ক্লিক করুন্ ব্যাম কাজ শেষ।

অনেক কষ্ট করে পোষ্টটি আপনাদের জন্য লিখলাম।একটু উপকারে আসলেই খুশি।ভুল হলে ক্ষাদৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ সবাইকে।

এই টিউনটি প্রথম প্রকাশিত হয়েছিল এইখানে

 

আমি ঝিঝি পোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখন ভাই বিষয় টা হইল autolike ইউস করতে হইলে ভাল এবং Trusted সাইট থেকে করতে হবে অনেক আসে নাম নাই বা বল্লাম ঠোংগা মার্কা সাইট ইউস করলে বাশ তো খাইতেই হবে

জানি

অটোলাইক সত্যি ই কোনও উপকার করে ?

অনেক সুন্দর একটা টিউন করেছে।
ধন্যবাদ আপনাকে।

ভাই আমি টেকটিউন এ নতুন। আমার আইডিতে ছবি দিতে পারতাসি না। যদি কোন বন্দু আমারে ওপকার করেন অনেক খুসি হব।????????