বিসমিল্লাহির রাহমানির রাহীম
ভাল আছেন সাবাই? আমি গত চার দিন যাবৎ খুব অসুস্থ ছিলাম যে কারনে টেকটিউনে আসাও সম্ভব হয় নাই। আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়ে আজ আবার এলাম আর আপনাদের জন্য নিয়ে এলাম Retail Pro8 ডেমো সফটওয়্যারটি।
(( বি:দ্র: আমি অনেক চেষ্টা করেও Media fire এ আপলোড করতে পারি নাই। কেউ যদি আমার এই লিং গুলোকে ডাউনলোড করে Media fire এ আপলোড করে লিং গুলো দিতেন তাহলে সবার উপকারে আসতো।))
কথা নাবাড়িয়ে প্রথমে চারটি জিপ ফাইল ডাউনলোড করে আনজিপ করুন এবং যে কোন নামে একটি ফোল্ডার তৈরি করুন। তারপর আনজিপ করা Retail pro 8.52 Installation 1 এবং Retail pro 8.52 Installation 2 এর ভিতরে যা কিছু আছে সব কিছু কাট করে আপনার তৈরি ফোল্ডারের ভিতরে পেষ্ট করুন। যেমন আমি নাম দিয়েছি (Retail Pro 8.52)
এবার আমরা Retail Pro 8.52 ফোল্ডারটি খুলব, দেখুন আপনার তৈরি ফোল্ডারের ভিতরে Rpro নামের একটা খালি ফোল্ডার পাবেন। ডাউনলোড করা Rpro1 ও Rpro2 এর ভিতরে যা কিছু আছে তার সব কিছু কাট করে আপনার তৈরি ফোল্ডারের ভিতরের Rpro তে পেষ্ট করুন।
এখন পুরো সফটওয়্যারটি একটি ফোল্ডার হয়ে গেল, কেউ চাইলে একটি সিডি বানিয়ে রাখতে পারেন । এটিই আপনার ডেমো সফটওয়্যার।
আপনারা ডাউনলোড করে রেডি হোন আর আমি Installation রেডি করি। আজকেই আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
আমরা আছি কিন্তু সাথে।