গুগল এডসেন্স এর পিন নাম্বার নিয়ে জটিলতার কিছু গল্প ও তার সমাধান……

গত টিউনে "আপনার গুগল এডসেন্স এড অন্য কেউ ব্যবহার করছে না তো???" এই শিরোনামে টিউন করেছিলাম। তারই ধারবাহিকতায় আজ "গুগল এডসেন্স এর পিন নাম্বার নিয়ে জটিলতার কিছু গল্প ও তার সমাধান" নিয়ে একটি টিউন করলাম।

যারা গুগল এডসেন্স নিয়ে কাজ করেন তারা "পিন নাম্বার" শব্দটার সাথে সবাই কম-বেশি পরিচিত। আজকের টিউটোরিয়ালটি একটি গল্প দিয়ে শুরু করবো।

"এক লোক একদিন খুব শখ করে একটি ব্লগ খুললেন।দুই তিন মাস টানা পরিশ্রম ও করলেন ব্লগ এর কণ্টেণ্ট এর জন্য। তার ব্লগটি ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগল। এবার সে ভাবল, যেহেতু আমার ব্লগটি জনপ্রিয় হচ্ছে, তাহলে তো আমি এটা ব্যবহার আয় করতে পারি?? যেই ভাবনা সেই কাজ। লোকটি গুগল এডসেন্স এড এর জন্য আবেদন করল। যেহেতু তার ব্লগ সাইটটি জনপ্রিয় এবং তাতে যথেষ্ট পরিমান তথ্য আছে তাই গুগল তার আবেদন মঞ্জুর করে নিল। এবার লোকটি মনের আনন্দে তার সাইটে এড দিয়ে আয় করতে লাগল। কিন্তু মানুষের কপালে সুখ বেশি দিন সহ্য হয় না। যখন তার আয় ১০০ ডলার হল তখন হঠ্যাৎ করে সে দেখতে পেল তার সাইটে "পাবলিক সার্ভিস" এড আসছে। তার তো মাথায় হাত। আসলে সে বুঝতেই পারছিল না যে ঘটনা কি ঘটেছে?

যাই হোক মনে দুঃখ নিয়ে সে তার এডসেন্স একাউণ্ট এ লগ-ইন করার পরে সে দেখতে পেল "লাল" অক্ষরে বড়-বড় করে লিখা..." আপনার ওয়েব পেইজে পাবলিক এড দেখানো হচ্ছে, কারন আপনি এখনও আপনার পিন নাম্বার/ফোন নাম্বার ভেরিফাই করেন নাই"। এর পরে লোকটি তার ভুল বুঝতে পারল । কিন্তু তত দিনে তার টাকা উত্তোলন এর তারিখ আরো কয়েক মাস পিছিয়ে গেছে।"

আপাতত গল্পের এখানেই সমাপ্তি। কিন্তু আসলে কি হল?? কেন হল??এখন সে কথাই বলব, চলুন দেখি............

যারা এডসেন্স থেকে আয় করছেন, তারা সবাই জানেন , গুগল তার এড পাবলিসারদের কে অনেক ভাবে ভেরিফাই করে থাকে। তার মধ্যে পিন-নাম্বার ভেরিফিকেশন অন্যতম। গুগল এডসেন্স একাঊণ্ট এ ১০-১৫ ডলার হওয়ার সাথে সাথে তারা আপনার একাউণ্ট "HOLD" করে রাখবে। এর পরে তারা আপনাকে, একটি পিন নাম্বার আপনার বাসার এড্রেস এ পাঠাবে, যে এড্রেস  দিয়ে আপনি গুগল এডসেন্স একাঊণ্ট এর জন্য আবেদন করেছিলেন। বাংলাদেশের ক্ষেত্রে  পিন নাম্বার পোষ্টাল সার্ভিসে আসতে ১মাস এর মত সময় লাগে। তাই এই ১মাস আপনার একাউন্ট "HOLD" এ থাকবে। ভয় এর কিছু নাই, এই ১মাস আপনার সাইটে এডের পেইজ ইম্প্রেশন ও ক্লিক কাউণ্ট হতে থাকবে। "HOLD" এর ব্যাপারটা হল, "আপনি আপনার একাউণ্ট থেকে টাকা তুলতে পারবেন না"।

আপনি যে সময়ে আপনার পিন নাম্বার পেয়ে যাবেন, তখন যদি আপনি সাইট এর নিদিষ্ট জায়গায় ওই পিন নাম্বারটি বসান তাহলে আপনার একাউন্ট এর "HOLD" অপশনটি চলে যাবে। (গুগল আপনাকে বলে দিবে কোথায় আপনাকে পিন নাম্বারটি বসাতে হবে)

পিন নাম্বার আসে নাই! এখন কি করবঃ

অনেক কারনে আপনার কাছে পিন নাম্বার নাও আসতে পারে। আপনার এড্রেস যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি পিন নাম্বার পাবেন।

এর পরও যদি না পান তাহলে?

চিন্তার কোন কারন নাই, গুগল আপনাকে তিনবার পিন নাম্বার এর জন্য আবেদন করতে দিবে। ১ম পিন নাম্বার আবেদন এর তিন সপ্তাহের ভিতরে যদি আপনি পিন নাম্বার এর পার্সেল(চিঠি) না পান তাহলে ২য় পিন নাম্বার এর জন্য আবেদন করুন। এই ভাবে আপনি সর্বোচ্চ তিনবার পিন নাম্বার এর জন্য আবেদন করতে পারবেন।

তিনবার আবেদন করলাম! তাও পিন নাম্বার পেলাম না! এখন কি করবঃ

ভয় পাবেন না। গুগল তার এড পাবলিসারদের সুবিধার জন্য সব রকম ব্যবস্থাই করে রেখেছে। আপনি যদি পিন নাম্বার না পান তাহলে গুগল আপনাকে একটি লিংক দিবে, ওই লিঙ্কে গেলে আপনাকে আপনার এড্রেসের একটি ডিজিটাল প্রুফ কপি পাঠাতে বলবে। (যেমনঃ Payoneer ক্রেডিট কার্ডের আবেদন এর সময় আমাদের ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি তাদের কাছে পাঠাতে হয়,ঠিক সেই রকমভাবে আপনার এড্রেসের একটি কপি তাদের কাছে পাঠিয়ে দিবেন)। এর পরে  গুগল এডসেন্স টিম ম্যানুয়ালি আপনার এড্রেস ভেরিফাই করবে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার একাঊণ্ট থেকে "HOLD" অপশনটি তুলে নেওয়া হবে। ব্যস হয়ে গেল আপনার পিন নাম্বার জটিলতার সমাধান।

টিউটোরিয়াল এর শেষ দিকে এসে বলব, "গুগল কে ফাকি দেওয়ার চেষ্টা করবেন না, কারন গুগল জানে পাবলিক কি কি দুনম্বরি/তিন নম্বরি করতে পারে!!! তাই দেখবেন , চালাকি করতে গিয়ে শেষে নিজের ফাদে নিজেই পড়ে গেছেন।"

নিয়মিত গুগল এডসেন্স একাউন্ট ও ই-মেইল চেক করুন। তাহলে পিন নাম্বার সহ আরোও অনেক বিড়ম্বনা থেকে নিজেকে বাচাতে পারবেন।

আজকে এতটূকুই। সবাই ভাল থাকবেন।

টিউটোরিয়ালটির সুত্রঃ
http://www.coolajax.net/tutorial.html

টিউটোরিয়ালটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি মাহবুব আলম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই। এটার জানার দরকার ছিল। আমি ভাবছি গুগুল এডসেন্স জন্য আবেদন করবো তাই এর সকল সমস্যার সমাধান গুলো জানতে চাচ্ছি।

অসাধারন পোষ্ট। মাহবুব ভাই। ব্যাপারটি যদিও আগে থেকেই জানতাম, তারপরেও নতুন করে ঝালাই নিলাম আবার। নতুন পুরাতন সবার জন্য কাজে আসবে টিউনটি। প্রিয়তে রাখলাম। ধন্যবাদ। 🙂

গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন।

Level New

ভাইয়া গল্পের তালিকায় আমার কাহিনীটাও লিখে দেন।
আমি গত বছর যখন প্রথম এডসেন্সের জন্য এপ্লাই করি তখন ১ম,২য়,৩য় চিঠিও মিসিং। মানে আমি পাই নাই। পিন নাম্বার ছাড়া ডিজিটাল প্রুফিং এর যে অপশন সেটার জন্য ইলিজিবল হতে আর মাত্র ৩ দিন বাকি। এমন অবস্থায় ২৮৫ ডলারসহ আমার একাউন্ট ব্যান।
হিসাব করে দেখলাম আমি যদি ১ম চিঠিটা সময়মত পেতাম তাহলে যেই টাইমে আমার একাউন্ট ব্যান হয়েছে তার আগেই একটা চেক হাতে পেয়ে ক্লিয়ার করে নিতে পারতাম।
এই হচ্ছে আমার জীবনের ১ম এডসেন্স-এর কাহিনী!
তবে ১ম বার যে ভুলের জন্য বাতিল হয়েছিল এখন সে ব্যাপারে এর অনেক বেশি সতর্ক। আলহামদুলিল্লাহ এডসেন্স নিয়ে ভালোই আছি।

    @সেতু ভাইঃ আপনার অভিজ্ঞতা শেয়ার এর জন্য অনেক ধন্যবাদ। যারা নতুন তাদের কাজে আসবে।

      @Mahbub Alam Khan: লেখক বা যারা জানেন – আমাদের জাতীয় পরিচয় পত্র তো বাংলায়, ওরা কি এটা গ্রহণ করে? দয়া করে জানাবেন ।

বছর দেড় আগে এমন একটা টিউন করেছিলাম আমি। ধন্যবাদ আপনাকে।

    @শাকিল ভাইঃ আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমিও ভুগেছিলাম।কিন্তু পরে পিন নম্বরের চিঠিটা পেয়ে শান্তি পাই। তবে বলে রাখা ভাল আমাদের দেশে পিনের চিঠিটা পেতে ১ মাসেরও বেশী সময় লাগে।

সংগ্রহে রাখলাম।

Level 0

চমতকার একটি পোষ্ট

@প্রফেশনাল AC1: “আমাদের জাতীয় পরিচয় পত্র তো বাংলায়, ওরা কি এটা গ্রহণ করে? দয়া করে জানাবেন ।”
হ্যা এটা গ্রহন করে। কারন জাতীয় পরিচয় পত্রে বাংলা ও ইংরেজী ২টাই আছে। তাই টেনশন এর কিছু নাই। আপনি স্ক্যান করে পাঠিয়ে দিন। আশা করি আপনার কাজ হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

মাহাবুব ভাই, আমি আমার বর্তমান ঠিকানা দিয়ে গুগল এ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে পাবলিশার হই। কিন্তু আমার জাতীয় পরিচয়পত্র তো আমার এলাকার ঠিকানা দিয়ে করা। আমি আমার বর্তমার ঠিকানা দিয়ে পাইওনিয়ার এর কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু দুইবারই কার্ড পাই নাই। তার আমাকে মেইল করে কনফার্ম করেছে। পরে আমি নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করি। তারা জানায় আমার কোন চিঠি নাই। আমি বনশ্রী থাকি। এবং আমার পোস্ট অফিস আমার ব্লকের সামনের ব্লকে। তো তাদের তো ঠিকানা চিনতে না পারার কথা না। আমি ঠিকানা পূর্ণাঙ্গভাবে দিয়েছিলাম। এখন প্রশ্ন হলো গুগল এর পিন পেতে কি কোন সমস্যা হবে?

জিয়া ভাইঃ জাতীয় পরিচয়পত্রের ঠিকানা আর আপনার বর্তমান ঠিকানা আলাদা হলে কোন সমস্যা হওয়ার কথা না। এডসেন্স এর একাউন্টে সেটিংসে গেলে আপনি ঠিকানা পরিবর্তন করার অপশন পাবেন।

পেওনিয়ার থেকে কার্ড ঠিকঠাক বাংলাদেশে পাঠায় এই ব্যাপারে আমার কোন সন্দেহ নাই। কারন আমি আমার কার্ডগুলো ঠিক সময় পেয়ে ছিলাম। কিন্তু পোস্ট অফিসের লোকজন এইগুলো “চামে দিয়া মাইরা দেয়”। তারা এইটা বুঝে না যে এই কার্ডগুলো দিয়া সে কিছুই করতে পারবে না। যাই হোক দুর্ভাগ্য আমাদের।

টিপসঃ
চিঠি আসার আগেই পোস্ট অফিসের লোকটার সাথে কথা বলে রাখুন, বলুন বিদেশ থেকে গুরুত্বপুর্ন চিঠি আসবে। এর পরে দেখবেন, সে সময়মত চিঠি এনে বাসায় দিয়ে গেছে। পরে চা-পানি খাওয়ার জন্য কিছু(!!) ধরিয়ে দিন:P

আপনি এই কাজটা করে দেখতে পারেন। ভাল থাকবেন।

    @মাহবুব আলম খান: ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। গুগল এ্যাডসেন্সে ঠিকানা পরিবর্তন করা যায় তা আমি জানি। কিন্তু আমি আমার জাতীয় পরিচয় পত্রের ঠিকানাতে পিন চিঠি চাচ্ছি না। চাচ্ছি বর্তমান ঠিকানায়। এতে কোনো সমস্যা হবে কি-না?