Install করার পালাঃ
আমরা সরাসরি Installation এ যাব।
Install করার আগে C Drive ছাড়া যেকোন Drive এ Retail নামে একটি ফোল্ডার তৈরি করুন এবং নিচের ধাপ গুলো অনুসরন করুন।
প্রথমে ডেমো সফটওয়্যারের ফোল্ডারটি খুলুন।
১। (Auto run) run করুন ।
২। এর পর Next এ ক্লিক করুন ।
৩। যা কিছু মন চায় লিখে Next এ ক্লিক করুন ।
৪। এর পর আপনার তৈরি করা Retail নামের ফোল্ডারটি দেখিয়ে Next এ ক্লিক করুন।
৫। এর পর Demo Setup select করে Next এ ক্লিক করুন।
৬। এখানে কোন কিছু পরিবর্তন না করে Next এ ক্লিক করুন।
৭। এবার অপেহ্ম্যা করুন ৫/৭ মিনিট।
৮। Would you like to place a shortcut to retail pro @ on the desktop? আসলে NO, আবারও NO তে ক্লিক করুন(দুই বার)। এখানে Desktop shortcut তৈরি করলাম না। Restart এর পর Desktop shortcut তৈরি করবো। এতে করে একটা সুবিধা হল, কখনো কোন কারনে Desktop shortcut কাজ না করলে একই ভাবে নতুন shortcut তৈরি করা যাবে।
৯। এর পর Restart & Finish
Restart এর পর সামান্য সেটআপ করব
১০। এবার আপনার তৈরি করা Retail ফোল্ডারটি খুললে এমন দেখাবে।
১১। এবার exe file টি রাইট ক্লিক করে, Send to , Desktop এ ক্লিক করুন এবং Retail ফোল্ডারটি বন্ধ করে দিন।
১২। এবার Desktop Rpro shortcut টি রাইট ক্লিক করে Properties এ যান, Target এ E:\Retail\Rpro8.exe এর সাথে ws:1 যোগ করে দিন চিত্রের মত। Apply + OK করুন।
১৩। এবার Desktop আইকনটি run করুন, ১৩নং চিত্রের মত দেখার পর No তে ক্লিক করুন।
১৪। তার পর ১৪ নং চিত্রের মত দেখালে YES এ ক্লিক করুন। Retail pro BD run হবে।
১৫। তার পর ১৫ নং চিত্রের মত Retail pro BD তে ক্লিক করুন।
১৬। তার পর ১৬ নং চিত্রের মত দেখালে User name – password : sysadmin –sysadmin লিখে OK করুন।
১৭। এখানে MAIN রেখে OK করুন।
১৮। আবার Retail pro BD বাহির করে Ok করুন।
১৯। কেউ চাইলে এখানে ২০০ অংকটা পরিবর্তন করে ৪০০ বা ৫০০ বসিয়ে OK করতে পারেন।
২০। আবার Retail pro BD বাহির করে (Your data files structure will be changed. Proceed?) আসলে OK করুন।
২১। Retail pro BD Done দেখালে Close করুন। Close এ ক্লিক করলে ২২ নং চিত্রের মত দেখাবে।
২২। এখানেও User name এ sysadmin এবং password – sysadmin দিয়ে Enter চাপুন বা Login ক্লিক করুন।
২৩। তার পর Run as Demo তে ক্লিক করুন।
২৪। ২৪ নং চিত্রের মত মেইন পেজ দেখাবে।
এবার সফটওয়্যারটি ঘেটে ঘেটে নাড়ি ভুড়ি গুলো দেখে নিন। এই টিউনের স্ক্রীণশট গুলোর মত করে । আমরা আগামি পর্বে সামান্য(শুধু মাত্র প্রয়োজনীয়) setup এর পর Data entry এর কাজ শুরু করব। ধন্যবাদ সবাইক, আল্লাহাফেজ।
আবারও বলবো আমার উপস্থাপনা তেমন ভাল নয়, এবং বানানেও কিছু ভুল হয়। এই বিষয় গুলোর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
আচ্ছা এইটা কি বাজারে পাওয়া যায় না ? অনেক বড় , ডাউনলোড দিতে মেলা সময় লাগবে , কষ্টে আছি 🙁