আপনার গুগল এডসেন্স এড অন্য কেউ ব্যবহার করছে না তো???

গত টিউনে "স্প্যামারদের স্প্যামিং বন্ধ করার জন্য কিভাবে রি-ক্যাপচা সেটআপ করবেন" তা নিয়ে টিউন করেছিলাম। আজ আপনার "গুগল এডসেন্স এড" অবৈধভাবে  ব্যবহারকারিদের কিভাবে প্রতিরোধ করবেন তা নিয়ে একটি টিউন করলাম।

অনেক কষ্ট করে সাইট বানিয়ে , কন্টেন্ট বসিয়ে গুগল এডসেন্স থেকে এড নিয়ে এলেন, সাইটেও বসালেন, খুব ভাল কথা। হঠাৎ একদিন দেখলেন আপনার পেইজ ইম্প্রেশন ও ক্লিক এর হার অস্বাভাবিকভাবে  বেড়ে গেছে। আপনি তো মনে মনে মহা খুশি। কিন্তু না , আপনি কি জানেন, হঠাৎ করে পেইজ ইম্প্রেশনও ক্লিক এর হার বেড়ে গেলে এডসেন্স একাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তাহলে উপায়?

এখানে মুল ঘটনা হল, আপনার এডসেন্স এর কোড অন্য যে কেউ কপি করে নিয়ে তার সাইটে বসিয়ে ইচ্ছা মত ক্লিক করছে। আপনি জানতে ও পারবেন না কেন আপনার একাউন্ট ব্যান হয়ে গেল!! গুগল এর ধরনের "এড চোর" দের জন্য বিশেষ ব্যাবস্থা করে রেখেছে। চলুন তাহলে দেখিঃ

১। প্রথমে আপনার এডসেন্স একাউন্ট এ লগ-ইন করুন। এর পরে "Adsence Setup" ট্যাবটিতে ক্লিক করুন। নিচের ছবিটি দেখুনঃ

এখানে সবার ডানদিকে "Allowed Sites" নামে একটি লিঙ্ক পাবেন। এখানে ক্লিক করুন।

২। "Allowed Sites" লিংক এ ক্লিক করলে আপনি নিচের ছবির মত অপশনগুলো দেখতে পাবেন।

ডিফল্ট অবস্থায় প্রথম রেডিও বাটনে ক্লিক করা থাকে, আপনি দ্বিতীয় রেডিও বাটনে ক্লিক করে দিন।

৩। এই পেইজ এর নিচের দিকে একটি  বক্স (টেক্সট এরিয়া) দেখতে পাবেন। নিচের ছবিটি দেখে নিনঃ

এখানে আপনি যে সাইটগুলোতে এড দেখাতে চান তার নাম গুলো লিখুন। মনে রাখবেন, এক লাইনে সর্বোচ্চ একটি ডোমেইন অথবা সাবডোমেইন এর নাম লিখতে হবে।

হয়ে গেল আপনার এড এর সুরক্ষা।

** এখানে একটি কথা বলে রাখি, এরপরও যদি কেউ আপনার সাইট এর কোড নিয়ে তার সাইটে দেখাতে চায় তাহলে গুগল ওই সাইটে এড দেখাব কিন্তু পেইজ ইম্প্রেশনও ক্লিক কিছুই কাউন্ট করা হবে না। যার ফলে আপনি থাকতে পারবেন একদম নিশ্চিন্ত। আর আপনি নিজেও দেখতে পাবেন,"কোন গর্দভ এই কাজটি করছে"। "Allowed Sites" পেইজ এর একদম নিচের দিকে আপনি পাবেন সেই অবৈধভাবে এড ব্যবহার করা সাইট এর নাম গুলো।

তাই আর দেরি না করে এখনই আপনার সাইটের এডগুলোকে সুরক্ষিত করে নিন।

আজ তাহলে এতটূকুই, সবাই ভাল থাকবেন।

টিউটোরিয়াল সুত্রঃ

http://www.coolajax.net

টিউটোরিয়ালটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি মাহবুব আলম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এডসেন্স এর কথা শুনলেই রাগ উঠে।৭ বার ট্রাই করে বার্থ।আপনাকে টেংকু

    @রাফসান ভাইঃ রেগে গেলেন তো হেরে গেলেন!

    ভাইজান ৭ বার হেরেছি।আর হারলে কিছু হবে না।

    Level New

    কিছু মনে করবেন না একটা কথা বলেই ফেলি- আপনি যদি আপনার সেই পাইরেটেড কন্টেন্ট মার্কা সাইটের জন্য ৭ বার ব্যর্থ হয়ে থাকেন তাহলে দয়া করে গুগলকে দোষ দিবেন না। কেননা আপনি গুগলের শর্তের পরিপন্থী কাজ করে যাচ্ছেন। এবং ব্লগার যেহেতু গুগলেরই সার্ভিস সেহেতু ঐসব কন্টেন্টের মালিক গুগললে অভিযোগ করলে আপনার পোস্ট/ব্লগ পর্যন্ত ডিলিট/ডিএক্টিভেট পর্যন্ত হয়ে যেতে পারে।
    এডসেন্স নিঃসন্দেহে বিশ্বের ১ নাম্বার ওয়েব এড সার্ভিস। অযথা একে দোষ দেবার আগে নিজের দোষটা একটু খুঁযে দেখুন।

    সেতু আপনি নিজেও কি এজন এডব্রাইট ইউস করেন

    Level New

    এডব্রাইট ইউজ শুরু করেছিলাম ঠেকায় পড়ে। মানে একবার নিজের ভুলের জন্য এডসেন্স একাউন্ট ব্যান হয়ে গেল। তারপর পরবর্তী এডসেন্সের আবেদনের আগ পর্যন্ত এডব্রাইট ব্যবহার করেছিলাম। এর এখনো একটা এডব্রাইট ইউনিট ব্যবহার করে যাচ্ছি এডসেন্সের পাশাপাশি।
    আমি নিজেই ৪-৫টি এড সার্ভিস ব্যবহার করেছি। আসলে গুগলের ধারেকাছেও কেউ নাই। কেননা গুগলের মতো টপিক রিলেটেড এড কেউই দিতে পারে না,কারণ কারো তো আর এতো বড় এডভার্টাইজার নেটওয়ার্ক নেই।
    আর ১ম বার এডসেন্স ব্যান হবার পর গুগলকে ইচ্ছামতো গালি দিয়েছিলাম। পরে মাথা ঠান্ডা হবার দিনকয়েক পর গুগলের শর্তাবলী পড়ে দেখি যে আমি একাউন্ট ব্যান হতে পারে এমন ৪টা কাজ করেছি আমার সাইটে। এর মধ্যে একটি ছিল আপনার মতো পাইরেটেড কন্টেন্ট। তাও সেটা কি জানেন? উইন্ডোজ ৭ এক্টিভেশনের নিয়মের আউটসাইড ডাউনলোড লিংক!
    গুগলের নিয়মের মধ্যে চলুন। অন্য কোনো এড নেটওয়ার্ক মাথায় আনবেন না। সব ফালতু,এডব্রাইটও।
    ভাল থাকবেন। আপনার নতুন সাইট দেখার অপেক্ষায় রইলাম।

    Level 0

    @রাফসান: ভাই Youtube থেকে এডসেন্স এর জন্য চেষ্টা করেন। আমি প্রথমবারেই সফল হয়েছি। আমার ব্লগ সাইটির কাজ এখনোশেষ করতে পারিনি। কাজ চলছে, শেষ হলে লিংকটা দিব। আমার জন্য দোয়া করবেন।
    রাফসান ভাইর সাথে আমিও একমত। রাগ ছেড়ে কাজ করেন, আল্লার রহমতে একদিন সফল হবেন।।।

আচ্ছা , আমি আপনার কোড নিয়ে আমার সাইটে বসালে আমার লাভ কি ? আর ক্লিক বাড়লে তো আপনার লাভ, আপনার একাউন্ট , আপনার কোড , আমি আর কি পেলাম ?

    @স্বাধীন ভাইঃ আপনি কিছুই পাবেন না। কিন্তু যে আসল মালিক তার যেন কোন রকম ক্ষতি না হয় সে জন্যই এই ব্যাবস্থা। এর মানে হলঃ আমি গুগল কে বলে রাখলাম যে, আমার লিস্টে যে সব সাইট আছে, এই সব সাইট ছাড়া যদি অন্য কোন সাইট থেকে ক্লিক আসে তার জন্য আমি দায়ী নই।
    আশা করি বুঝতে পেরেছেন।
    আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।

আমি ভাই এইসব নিয়া কুনোদিনেই ঘাটি নাই এখনো, কারন আমি কিছুই জানিনা , আমি মূর্খ মানুষ আর কি

Level 0

ভাল টিউন, এবং উপকারিও বটে

ভাই আমার মাত্র ৩১ ডলার জমছে, ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    @পাভেল: ভাই এডসেন্স এ কত ডলার জমা হলে ক্যাশ করা যাবে একটু বলবেন কি?

সুন্দর একটি টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ ।

Level New

মাহবুব ভাই,এর আগে অনেকবারই পড়েছি একজনের এড আরেকজন ব্যবহার করাটা। কিন্তু এই ধরণের টিপস কোথাও পাইনি। পড়ার সাথে সাতেহ এপ্লাই ক্রএ দিলাম।
আর আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এডসেন্স সেটআপ নিয়ে আরো অজানা কিছু জানার ইচ্ছা আছে। আপনি জানলে প্লিজ শেয়ার কইরেন।

Level 0

Amar adsense code onno karo shathe share na korleo ki keu kono vabe amar account er ad tar site e use korte parbe?

Level 0

Assalamualaikum, Jinnat vaijan, and to all. আমি একটা বিষয় জানতে চাই, যাডি আমাকে একটু সাহার্য করে, absence এ গুগলে ৮ টি ভাসাটে অনুমোদন দেয়, তাহলে আমাদের দেশে অনেক পত্রিকা যেমন প্রথমআলো, জুগান্তর, এগুলো তো বাংলায় website তাহলে এরা কিভাবে অদ্সেন্সে অনুমতি পাই, প্রথমালো পত্রিকা কি সরা সরি যে কোনো কোম্পানি এর কাছ থেকে আড্ড বা বিজ্ঞাপন দেয় , না adsense এর মার্ধমেয় দেই , আমি একটা ব্লগ বানাতে চাই , সেটা বাঙালিদের জন্য ইংলিশ শেখার ব্লগ হবে , এবোন এক সোমাই আমি এটা আডসেনসে এর ওনুমোডোন নিবো, কন ব্লগ বানানর পর এখানে কি সুধু ভিজিত করলেয় গুগল তাকা দিবে ন, কন অ্যাড এ ক্লিকে করলে দিবে,so, please, please, you all who’re related with this website are requested to provide me a solution at your convenient time or email me to nasiru0zzaman@gmail

@ Mahbub Alam Khan: vai dhonnobad apnake. Onek upokari information share korlen amader sathe.

Level 0

ভাইয়া আপনার পোষ্টটি পড়ে মনে করলাম আমার কাজে আসবে কিন্তু বর্তমান সেটিংসের সাথে কোন মিলনাই। বর্তমানে আমি এড চোরের সমস্যায় পরেছি এটা কিভাবে বন্ধ করব দয়াকরে জানালে আমার খুব উপকার হয়। ধন্যবাদ

Level 0

টিউনার ভাইকে অনেক ধন্যবাদ।