“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ১৩তম পর্ব

 

সবাইকে স্বাগতম জানাচ্ছি “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এরপূর্ণাঙ্গ চেইন কোর্সের১৩তম পর্বে আমি মোঃ হাবিবুর রহমান দিপু । এই পর্বে আমরা ইমেইল সেন্ডিং করার জন্য পার্সোনাল ইমেইল সার্ভার তৈরি করতে কী কী দরকার বা কী কী করতে হবে তা ভালোভাবে জানবো । এছাড়া আমার পক্ষ থেকে রয়েছে কিছু ঈদ ও শারদীয় দুর্গাপূজার স্পেশাল গিফট শুধু আপনাদেরই জন্য ।

প্রথমে সবাইকে ঈদ মোবারক ও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ১৩তম পর্বের “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন”। ঈদ ও শারদীয় দুর্গাপূজা শেষ অনেক আগেই কিন্তু ব্যক্তিগত কিছু কাজে ব্যস্ত থাকায় আপনাদের শুভেচ্ছা জানানো হয় নি । তাই আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি, ঈদ মোবারক ও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা !

গত পর্বে যা যা ছিল

১। ডোমেইন ও হোস্টিং কী, ডোমেইন ও হোস্টিং সম্পর্কে কেন জানতে হবে , সাব-ডোমেইন কী ও হোস্টিং এর প্রকারভেদ, ডোমেইন ও হোস্টিং কোথা থেকে কিনবেন ও কিভাবে , সি-প্যানেল এর বেসিক পরিচিতিও এই সব কিছুরই উপরে একটি ভিডিও টিউটোরিয়াল ।

গত পর্বের টিউন দেখুন এখানেঃ https://www.techtunes.io/tutorial/tune-id/311317

গত পর্বের ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানেঃ http://www.youtube.com/watch?v=dcDffCGyfhU

১৩তমপর্বে যা যা থাকছে

১। পার্সোনাল ইমেইল সার্ভার কী এবং এর সুবিধা ও অসুবিধা ?

২। ডেস্কটপবেস ইমেইল সার্ভার ও ওয়েববেস ইমেইল সার্ভার কী ?

৩।  ডেস্কটপবেস ইমেইল সার্ভার ব্যবহার, সুবিধা ও অসুবিধা ।

৪। পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরিতে কী লাগবে ?

৫। আপনাদের জন্য ঈদ ও দুর্গাপূজার স্পেশাল গিফট !

Devadas_Bangles

আর সেই সাথে “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ এই চেইন কোর্সের১৩তম পর্বের জোশ ভিডিও টিউটোরিয়ালতো থাকছেই !!!

১। পার্সোনাল ইমেইল সার্ভার কী ও এর সুবিধা ও অসুবিধা ?

পার্সোনাল ইমেইল সার্ভার আসলে কী, এটা বুঝানোর আগে আপনাদের একটি ঘটনা বলে নিই……।

ঈদের পরদিন আমার বেস্ট বন্ধুর বড় ভাইয়ের সাথে দেখা, তারপর কুলাকুলি ও অনেক গপ্পোসপ্পো হল ……………বেশ আনন্দেই কাটল দিনটা ।।

কথায় কথায় উনি আমায় জিজ্ঞাসা করলেন, অনলাইনে আরনিং ছাড়া আরও কিছু করছি কি না ??

আমি বললাম, অনলাইন বিজনেস ছাড়াও আমি ক্রিয়েটিভ আইটিতে ইমেইল মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে আছি এবং ইমেইল মার্কেটিং কোর্সের ট্রেইনিং করাই ।

ওখানে কি শুধু ইমেইল মার্কেটিং কোর্স করানো হয় ?

না, ভাইয়া । ক্রিয়েটিভ আইটিতে ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, ইমেইল মার্কেটিং,  এসইও, এসএমএম এর জন্য বলতে পারেন, সবচেয়ে ভালো আইটি ট্রেনিংসেন্টার ।।

কোথায় এটা ?

ধানমন্ডি ৪নং, ল্যাবএইড হাসপাতালের উল্টো পাশে মমতাজ প্লাজার ৫ তলা ।

উত্তরা থেকে ধানমন্ডি ৪নং কিভাবে যাও ?

মাঝে মাঝে বাসে, আবার মাঝে মাঝে সিএনজি দিয়ে …। ভাইয়া, আপনার অফিসও তো ধানমন্ডি ২৭নং এ, যাত্রাবাড়ী থেকে ধানমন্ডি ২৭নং কিভাবে যান ?

আমার ব্যাক্তিগত গাড়ি দিয়ে ।

কাহিনি খতম ।। এখন কাজের কোথায় আছি…।।

creative it

ধরুন, উত্তরা হল একটা ইমেইল অ্যাড্রেস এবং ক্রিয়েটিভ আইটি বা ধানমন্ডি ৪নং হল আরেকটা  ইমেইল অ্যাড্রেস । আর আমি ও আমার বন্ধুর বড় ভাই হলাম ইমেইল এবং আমাদের বাহন মানে বাস, সিএনজি ও ব্যাক্তিগত গাড়ি হল ইমেইল সার্ভার ।

তাহলে বুঝা গেল, ইমেইল সার্ভার আসলে কী । বাস, সিএনজি হল সেকেন্ডারি সার্ভার মানে জিমেইল, ইয়াহুমেইল, হটমেইল, মেইলচিম্প ইত্যাদি । আর ব্যাক্তিগত গাড়ি হল পার্সোনাল ইমেইল সার্ভার, হতে পারে তা ডেস্কটপবেস বা ওয়েববেস।

সুবিধা ও অসুবিধা হল, সেকেন্ডারি সার্ভার মানে জিমেইল, ইয়াহুমেইল, হটমেইল, মেইলচিম্প ইত্যাদির অনেক সীমাবদ্ধতা থাকে । যেমন, বাসের ভিতর মন চাইলে উচ্চস্বরে গান গাইতে পারবেন না বা ইচ্ছামত কিছু করতে পারবেন না ঠিক তেমনই যেমন জিমেইল থেকে আপনি দিনে ৫০ টার বেশী ইমেইল পাঠাতে পারবেন না ।অন্যদিকে ব্যাক্তিগত গাড়িতে ইচ্ছামত যেমন সব করা যায়, তেমনই পার্সোনাল ইমেইল সার্ভার দিয়েও ………… করা যায় ।

সিএনজি এর তো কথাই নাই, মামু মামু বলতে বলতে প্রথমে ফেনা তুলতে হয়; তার সাথে যোগ হয় মিটারের সাথে ২০০ টাকা বেশী !! যেমন, অধিক মেইল পাঠানোর জন্য মেইলচিম্প এর খরচ অনেক বেশী, তার চেয়ে ব্যাক্তিগত গাড়িতে জ্বালানি খরচই কম হবে; মানে পার্সোনাল ইমেইল সার্ভার দিয়ে ইমেইল পাঠানোর খরচই কম হবে । বাসের চেয়ে যেমন সিএনজি এর পরিবেশটা  একটু ভালো বা আরামদায়ক ঠিক তেমনই যেমন, জিমেইল, ইয়াহুমেইল থেকে মেইলচিম্প একটু বা তুলনামূলক সুযোগ সুবিধা বেশী ।

Affiliate-Marketing-Success

পার্সোনাল ইমেইল সার্ভার-এর সুবিধা অনেক । যেমন, ব্যাক্তিগত গাড়িতে ইচ্ছামত মন চাইলে উচ্চস্বরে গান গাইতে পারবেন বা শুনতে পারবেন, গরমে এসি অন করে দিতে পারেন, যখন মন চায় বেরিয়ে পড়া যায় যেদিক দুচোখ যায়…… শুধু গাড়িতে তেল বা জ্বালানি খরচ হলেই হবে । ঠিক তেমনই যেমন, যেকোনো সময় একসাথে ইচ্ছামত অসংখ্য ইমেইল পাঠানো যায় শুধু ইমেইল সেন্ডিং খরচ হলেই হবে । অসুবিধা একটাই পার্সোনাল গাড়ি কিনতে কিন্তু প্রথমে মোটা অংকের টাকা খরচ করতে হয় ঠিক তেমনই, পার্সোনাল ইমেইল সার্ভার তৈরি করতেও কিন্তু টাকা খরচ করতে হবে ।

প্রথম প্যারাটা অনেক বড় হয়ে গেল, দ্বিতীয় প্যারাটা ছোট করে দিচ্ছি ।।

২। ডেস্কটপবেস ইমেইল সার্ভার ও ওয়েববেস ইমেইল সার্ভার কী ?

ডেস্কটপবেস ইমেইল সার্ভার বলতে বুঝায়, ইমেইল পাঠানো উপকরণ যেমন, ইমেইল লিস্ট, এইচটিএমএল ইমেইল টেমপ্লেট বা প্লেইন টেক্স ইমেইল, ইমেইল সেন্ডিং সফটওয়্যার ইত্যাদি যদি আপনার ডেস্কটপ বা কম্পিউটারে সংরক্ষণ ও ইমেইল সেন্ডিং কাজ পরিচালনা করা হয়, তখন ডেস্কটপবেস ইমেইল সার্ভার বলা হবে কাকে ?

ইমেইল সেন্ডিং সফটওয়্যার সমন্বয়ে আপনার ডেস্কটপ বা কম্পিউটারকে । বাকিটা বিস্তারিত ৩য় প্যারাতে বলছি ।।

আর যদি ইমেইল পাঠানো উপকরণ যেমন, ইমেইল লিস্ট, এইচটিএমএল ইমেইল টেমপ্লেট বা প্লেইন টেক্স ইমেইল, ইমেইল সেন্ডিং সফটওয়্যার ইত্যাদি আপনার কেনা ওয়েব সার্ভারে থাকে এবং সেখান থেকেই ইমেইল সেন্ডিং কাজ পরিচালনা করা যায় । বাকিটা বিস্তারিত ৪র্থ প্যারাতে বলছি ।।

৩।  ডেস্কটপবেস ইমেইল সার্ভার ব্যবহার, সুবিধা ও অসুবিধা :

ডেস্কটপবেস ইমেইল সার্ভারতৈরির জন্য আপনার একটা ভালো কনফিগারের পার্সোনাল কম্পিউটার ও খুব ভাল স্পীডের ইন্টারনেট কানেকশন থাকতে হবে । আর সাথে থাকতে হবে, একটি ইমেইল সেন্ডিং সফটওয়্যার । ডেস্কটপবেস অনেক ইমেইল সেন্ডিং সফটওয়্যার রয়েছে, তারই মধ্য থেকে আপনি আপনার পছন্দমত যে কোন একটা অনলাইন থেকে কিনে নিতে পারেন । তবে আমি আপনাদের জন্য একটা ডেস্কটপবেসইমেইল সেন্ডিং সফটওয়্যার উপহার হিসেবে ফ্রীতে দিচ্ছি । যার নাম 1st mass mailer  এবং এই সফটওয়্যারের সাথে এর লাইসেন্স কী দেওয়া আছে …… ঠিক আছে ।

Devadas_Bangles

ডেস্কটপবেসইমেইল সেন্ডিং সফটওয়্যার 1st mass mailer দিয়ে আপনি প্লেইন ও এইচটিএমএল দুই ভাবেই ইমেইল পাঠাতে পারবেন । জিমেইল-এর এস এম টি পি (smtp)মানে থার্ড পার্টি ব্যবহার করতে পারবেন । তবে এই সফটওয়্যার দিয়ে জিমেইল-এর এস এম টি পি (smtp) ব্যবহার করে সর্বোচ্চ ৪৫০ ইমেইলের বেশী পাঠাবেন না । বাকি ইমেইল পাঠানোর জন্য আরেকটা জিমেইল-এর এস এম টি পি (smtp) ব্যবহার করে আবারও সর্বোচ্চ ৪৫০ ইমেইল  পাঠাতে পারবেন । কারণ, একদিনে ৫০০ এর বেশী একটি জিমেইল এর এস এম টি পি (smtp) ব্যবহার করলে আপনার জিমেইল একাউন্ড ব্লক করে দিবে । এভাবে কয়েকটা জিমেইল-এর এস এম টি পি (smtp) ব্যবহার করে অনেক ইমেইল  পাঠাতে পারবেন ।

বিষয়গুলো যেহেতু প্র্যাক্টিক্যাল, তাই ভিডিও দেখলেই বুঝতে পারবেন ।

সুবিধা হল খরচ কম । আর অসুবিধা হল পরিশ্রম বেশী কিন্তু ফলাফল কম !!! কারণ, কম্পিউটার বা নেট স্পীড বা না হয় ফ্রী এস এম টি পি (smtp) কারণে ইমেইল সেন্ডিং ফেল ও স্প্যাম বক্সে যাওয়া সম্ভবনা বেশী । তাই আমার মতে, ওয়েববেস ইমেইল সার্ভার ব্যবহার করা সবচেয়ে ভালো ।

৪। পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরিতে কী লাগবে ?

যেহেতুইমেইল পাঠানো উপকরণ যেমন, ইমেইল লিস্ট, এইচটিএমএল ইমেইল টেমপ্লেট বা প্লেইন টেক্স ইমেইল, ইমেইল সেন্ডিং সফটওয়্যার ইত্যাদি আপনার কেনা ওয়েব সার্ভারে রাখতে হবে, সেহেতু আপনার একটা ওয়েব ডাইরেক্টি থাকতে হবে । মানে বুঝিয়ে বলছি, পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরিতে যা যা লাগবে তা হল :-

# একটা ডোমেইন নেইম বা সাব-ডোমেইন নেইম লাগবে

# একটা VPS  হোস্টিং প্ল্যান লাগবে (যেখানে, ইমেইল সেন্ডিং সফটওয়্যার ও অন্যান্য ডাটা থাকবে)

# একটা ইমেইল সেন্ডিং সফটওয়্যার লাগবে ( interspire সফটওয়্যারটি আমি আপনাদের ফ্রীতেই দেব )

ইমেইল সেন্ডিং সফটওয়্যার interspire সফটওয়্যারটি ছাড়াও অনেক ওয়েববেস ইমেইল সেন্ডিং সফটওয়্যার পাওয়া যায় । যেমন, দাদা ও আরও অন্যান্য ওয়েববেস ইমেইল সেন্ডিং সফটওয়্যার … । তবে তার মধ্য থেকে interspire সফটওয়্যারটির ব্যবহার ও সুযোগ-সুবিধা একটু বেশী, তাই অন্যান্য ওয়েববেস ইমেইল সেন্ডিং সফটওয়্যারের চেয়ে interspire সফটওয়্যারটি আমার কাছে প্রিয় ।

# আর সাথে লাগবে ইমেইল পাঠানোর জন্য একটা থার্ড পার্টি সার্ভার । পেইড এস এম টি পি (smtp), ম্যানড্রিল বা অমাজন এস ই এস ইত্যাদি ।

থার্ড পার্টি কেন ব্যবহার করবেন । কারণ, এটা আপনার ইমেইল সার্ভারকে নিরাপদে রাখবে ।

কিভাবে ??

umbrella

ধরুন, বাইরে আজ বৃষ্টি হতে পারে…… হবে কি না ঠিক বলা যাচ্ছে না……। মানে হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু আপনি বুদ্ধিমান মানুষের মত ছাতা নিয়ে বাসার বাইরে গেলেন । বৃষ্টি না হলে তো না-ই… কিন্তু যদি হয় তার জন্য আপনি তো ছাতা নিয়েই বের হয়েছেন আর চিন্তা কি !!!

তাই বাল্ক মেইল পাঠানোর সময় ছাতা মানে থার্ড পার্টি ব্যবহার করতে হবে, যাতে বৃষ্টির পানি আমার শরীরে না পড়ে ছাতার উপর করে । ঠিক আছে…।।

৫। আপনাদের জন্য ঈদ ও শারদীয় দুর্গাপূজার স্পেশাল গিফট !

ডেস্কটপবেস ইমেইল সার্ভার যেহেতু প্রফেশনালদের জন্য নয় তাই পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার ব্যবহার করা ভালো হবে । কিন্তু যেহেতু পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভারের খরচ অনেক বেশী, তাই অনেকেই কিনতে পারবেন না । কিন্তু সবার কথা চিন্তা করে আমি আপনাদের জন্য আরেকটা গ্রুপ তৈরি করেছি, যেখানে আপনাদের জন্য রয়েছে একটা উপহার । তা হল, অনলাইন আরনিং এর উপর কিছু পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল ও টেক্সটবেস টিউটোরিয়াল । যা আপনি কাজে লাগিয়ে কিছু কিছু করে আরনিং করে একসময় পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার কিনতে পারেন …।।

আর ভিডিও টিউটোরিয়ালগুলো হতে পারে প্রায় ১-২ ঘণ্টার পূর্ণাঙ্গ টিউটোরিয়াল । যা হবে সম্পূর্ণ ১০০% ফ্রী । এটাই হল আপনাদের জন্য ঈদ ও শারদীয় দুর্গাপূজার স্পেশাল গিফট !

গ্রুপ নাম হল ও লিঙ্ক  :- Earning Online BD

বিস্তারিত সব গ্রুপে দেখতে পারবেন ……।।

১৩ তম পর্বের হোমওয়ার্ক

এবারের পর্বের হোমওয়ার্ক  হল, ডেস্কটপবেস ইমেইল সার্ভার থেকে ইমেইল পাঠিয়ে দেখবেন এবং প্রবলেম হলে আমাদের ইমেইল মার্কেটেরস বিডি গ্রুপে জানাবেন । আমি তা সল্ভ করতে আপনাদের হেল্প করব ।

১৪ তম পর্বে যা থাকবে

ওয়েববেস পার্সোনাল ইমেইল সার্ভার তৈরির সকল কলাকৌশল,  interspire এর কনফিগার ও সকল ব্যবহার এবং সাথে থাকছে ওয়েববেস পার্সোনাল ইমেইল সার্ভার তৈরিতে মাস্টার হওয়ার জোশ ভিডিও টিউটোরিয়াল !!!

প্রফেশনাল ইমেইল মার্কেটিং এর ১৪ তম পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন আর পোস্টটি শেয়ার না করলে হারিয়ে যাব কিন্তু !!

“ইমেইল মার্কেটিং” এই সম্পর্কিত অন্য আরো কিছু জানার জন্য ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন ।

Level 0

আমি Habibur Rahman Dipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ হাবিবুর রহমান দিপু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরীর পাশাপাশি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি আইটি ক্ষেত্রটিকে। এসইও, ইমেইল মার্কেটিং, ব্লগিং ইত্যাদি জানতে ও জানাতে ভালোবাসি । তাই যখনই সুযোগ পাই তখনই লিখতে বসে যাই। ফেইসবুকে আমি https://www.facebook.com/habibur.tutordipu


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি পড়ে যতটুকু সময় গেলো ততটুকু লাভবান হলাম না। চালাকী টিউন পরিহার করা উচিৎ। মানুষের সময়ের মূল্য আছে।