সালাম সবাই কে। ভালো আছেন তো সবাই? কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই
কখনো কখনো আপনার
পুরোনো স্মার্টফোন
বিক্রি করে দিয়ে নতুন
স্মার্টফোনের ক্রয়ের
প্রয়োজন
হতে পারে তো সেক্ষেত্রে আপ নি চাইবেন আপনার সকল
ডাটা মুছে দিয়ে তবেই
না তা বিক্রি করতে।
স্মার্টফোনের এই
ডাটা মুছে দেওয়ার
প্রক্রিয়াই হলো ফ্যাক্টরি রিসেট। তো কিভাবে করবেন আপনার
স্মার্টফোনের
ফ্যাক্টরি রিসেট? আজ
আমরা আপনাদের জন্য সেই
কৌশলগুলো তুলে ধরবো। ১. অ্যান্ড্রয়েডঃ অ্যান্ড্রয়েডের
ক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট
করতে আপনাকে যা করতে হবে
তা হলো- ১. স্মার্টফোনের
সেটিংসে চলে যান সেখান
থেকে Backup & Reset। ২. সিলেক্ট Factory data
reset। ৩. এরপর Reset phone এর
উপর ট্যাপ করুন। ৪. এবার Erase everything
দিয়ে কিছু সময়
অপেক্ষা করুন। এই
পদ্ধতিটি স্যামসাং গ্যালাক্
সি এস৫ থেকে শুরু
করে স্যামসাং এর সকল
স্মার্টফোনের জন্য
প্রযোজ্য। এছাড়া নোট থ্রি, এইচটিসি ওয়ান, এলজি জি৩,
সনি এক্সপেরিয়া জেডটু
ইত্যাদিতে কাজ করবে।
কিন্তু যদি এই
পদ্ধতিতে ফ্যাক্টরি রিসেট
করা না যায় তবে- ১. আপনার
স্মার্টফোনটি বন্ধ করুন। ২. ভলিউম কমানোর
কী এবং পাওয়ার
কী একসাথে চেপে ধরে রাখুন
কিছুক্ষণ দেখবেন নতুন
একটি পর্দা ওপেন
হয়েছে একে বলা হয় fastboost। ৩. এবার ভলিউম ডাউন
কী দিয়ে নিচের
দিকে নেমে factory
অপশনটি সিলেক্ট করুন। ব্যস
হয়ে গেল। ২. আইফোন আইফোনের ফ্যাক্টরি রিসেট
করার প্রক্রিয়াটি হলো- ১. আইফোনের সেটিংস
অংশে চলে যান এবার
General ট্যাব সিলেক্ট করুন ২. এবার সেখান থেকে Erase
all content and settings
সিলেক্ট করুন। ৩. এবার
একটি ওয়ার্নিং পেজ
আসবে যেখানে জানতে চাওয়
া হবে আপনি কি চাচ্ছেন
আপনার সব
ডাটা মুছে ফেলা হোক। এতে ওকে করলেই আপনার
আইফোনের সব
ডাটা মুছে যাবে। এরপর
আইফোনটি নিজে নিজেই
রিস্টার্ট নিবে। উল্লেখ্য যে, এই
প্রক্রিয়াটি আইফোন ৬
ছাড়া সকল সংস্করণের জন্য
প্রযোজ্য। ৩. উইন্ডোজ ১. সেটিংস থেকে চলে যান
about ট্যাবে ২. এরপর ক্লিক করুন Reset
your phone ৩. একটি ওয়ার্নিং পেজ
আসবে জানতে চাইবে আপনি ক
ি চাচ্ছেন এটির রিসেট
করতে। এতে ওকে করলেই
আপনার ফোনটি রিসেট
হয়ে যাবে। এই প্রক্রিয়াটি সকল
উইন্ডোজ ফোনের জন্য
প্রযোজ্য। এটি প্রথমে এখানে প্রকাশিত হয়
আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ টিউন্স এর জন্য। কিন্তু ভাই আমার আইফোন 3gs সেটের তো সমস্যা হয়ে গেল ,সেটি আর ওপেন হচ্ছে না ,আইফোন লোগো আসে আর একটা সার্কেল গুরে কিছুক্ষন পর থেমে থাকে ,কি করব ভাই এখন ,?একটু পরামর্শ দেন খুব উপকৃত হব।