সহজেই পরিবর্তন করেন কম্পিউটারের ড্রাইভ লেটার।D ড্রাইভকে বানিয়ে ফেলুন Y Drive অথবা ইচ্ছামত যেকোন।

সবাই ভালো আছেন আশা করছি।

আমাদের সবার কম্পিউটারেই কয়েকটা ড্রাইভ থাকে।যেমন C: D: E: ড্রাইভ।মজার বিষয় হচ্ছে আমরা চাইলেই এই ড্রাইভ লেটারগুলি নিজের ইচ্ছামত পরিবর্তন করে ফেলতে পারি।অনেক সময় পেন্ড্রাইভ দিয়ে উইন্ডোস সেটাপ দিলে পেন্ড্রাইভ টা স্বয়ংস্ক্রিয় ভাবেই সিস্টেম ড্রাইভের পরে এসে বাকী ড্রাইভগুলিকে ঠেলে নামিয়ে দেয় এক ধাপ নিচে।তখনো এই পদ্ধতি প্রয়োগ করে ড্রাইভগুলি সুবিন্যস্ত করা যাবে।

নিচের ছবিতে দেখুন আমার ড্রাইভগুলি এখন আছে অগোছালো অবস্থায়।[ডুয়াল বুট নিয়ে টানাহেচরা করার পর]

এবার এগুলি পরিবর্তন করতে চাইলে প্রথমেই ডেস্কটপে Computer/My Computer /This PC আইকনে রাইট ক্লিক করে Manage এ ক্লিক করুন নিচের ছবির মত। উইন্ডোস এক্সপি ব্যাবহারকারীদের জন্য ভিন্নও হতে পারে।

এবার নিচের মত দেখতে পাবেন

ছবিতে বাম দিকে দেখানো Disk Management এ ক্লিক করুন অথবা তার উপর দিয়ে Storage লেখাতে Double Click করে  Disk Management এ ক্লিক করুন।একই কথা। তাহলে নিচের মতো আপনার ড্রাইভের সমস্ত ইনফরমেশন দেখাবে।

এবার যেই ড্রাইভের লেটার পরিবর্তন করতে চান,তার উপর রাইট ক্লিক করে Change Drive Letter and Paths এ ক্লিক করলে যথারীতি নিচের মত পাবেন।আমি E ড্রাইভ নিলাম

Click Change

ইচ্ছামত ইংরেজী যেকোন বর্ন নির্বাচন করুন।যেই বর্নগুলা ব্যাবহৃত হচ্ছে সেগুলা দেখাবে না।

Click Ok

আবার OK দিন।ভয়ের কিছু নাই।

Auto Play অন করা থাকলে উইন্ডোস অনুসারে Auto Play Window দেখাবে।লেটার চেঞ্জ হওয়ার জন্য প্রথমবার এটা Removable Disk হিসেবে দেখাবে ।কেটে দিতে পারেন Auto Play.

এবার My Computer / This PC তে গিয়ে দেখুন,এখানে আমার E Drive S Drive হয়ে গেছে।

এখন যেহেতু C Drive এরপর আমার পরবর্তি Dive F  , তাই পেন্ড্রাইভ / SD Card বা এক্সটার্নাল কোন স্টোরেজ ঢোকানোর পর সেটা C এর পরের ড্রাইভ হিসেবে প্রদর্শন করবে।

এই পদ্ধতিতে সিস্টেম ড্রাইভ[যে ড্রাইভে উইন্ডোস দেওয়া আছে] ছাড়া সব ড্রাইভ ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন।সিস্টেম ড্রাইভ লেটার পরিবর্তন করা এরচেয়ে অনেক বেশি কস্টসাধ্য সময়সাপেক্ষ এবং তাতে রেজিস্ট্রি এডিটর নিয়ে কাজ করার দরুন হার্ডিস্কের জন্য অনেক বেশি ঝুকিসাধ্য।এটা নিয়ে আরেকদিন কথা হবে।আজকে এই পর্যন্তই।

শুভরাত্রি

Level New

আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস