এই বিষয় টা নিয়ে টিটি তে কতবার যে টিউন হয়েছে তা আমি নিজেও বলতে পারব না 🙁 । আবার সে একি বিষয় নিয়ে আমিও টিউন করতেছি ধুরররর।....... ভাল লাগে না 🙁 । কিন্তু কি আর করা গতকালকে ফেসবুকে একটা পোস্ট দেখে চিন্তা করলাম পোস্ট হলেই কিন্তু সবাই সব বুঝতে পারে না।
এই ভাই কিক ছবিটা একটু শান্তিতে দেখতে পারছেন না অ্যাড এর জালায়। পরে উনি জানালা ৮ গ্রুপ এ একটা পোস্ট দিয়েছেন। “KMPlayer চালু করলে এই ঘোড়ার ডিমের অ্যাড চালু হয়! এইটা অফ করার কোন ওয়ে আছে?”। আমি রাত ১১.৫০ মিনিট এ ঘুমাতে যাব পিসি বন্ধ করলাম গ্রামীণ এর ফ্রী নেট তো বন্ধ একটু জিরো তে ডুকলাম দেখলাম KMPlayer চালু করলে এই ঘোড়ার ডিমের অ্যাড চালু হয় এই কথা শুনে আমি অবাক কি বলে ঘোড়ার ডিম দেখায় 😡 (জিরো তে ছবি দেখা যায় না তো তাই)। আমি সাথে সাথে পিসি টা আবার চালু করলাম এবং পোস্ট টা দেখে বুঝলাম সমস্যা ঘোড়ার ডিমের না, সমস্যা অ্যাড বন্ধ করতে পারছেন না।
যাইহোক কাজের কথায় আসি। KMPlayer এর অ্যাড টা একটা নির্দিষ্ট লিংক থেকে আসে আপনি লিংক টা বন্ধ করে দিলেই হয়। সেটা আপনি যেভাবেই করেন। অ্যান্টিভাইরাস এর সাহায্যে বা অন্য কোন মাধ্যমে। সবচেয়ে ভাল হচ্ছে হোস্ট ফাইল এ লিংক টা এড করে দিলেই হবে। উইন্ডোজ ৮ বা ৮.১ ব্যবহার কারিরা একটু বাড়তি ঝামেলায় পরবেন। তা হল Take Ownership সমস্যা। উইন্ডোজ ৮ এ বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য উইন্ডোজ কিছু ফাইল আপনাকে এডিট করতে দিবে না।
তাই উইন্ডোজ ৮ এর Take Ownership সমস্যা অনেক ভাবে সমাধান করা যায়। আমি এক নিয়ম ব্যবহার করি সেটা দিয়ে আপনি পুরা C ড্রাইভ আপনার হাতের মুঠোয় করে নিতে পারবেন।
Take Ownership টা হলে এবার হোস্ট ফাইল এডিট করতে নেমে পরুন।
আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মনে হয় এবার ঘোড়ার ডিম হাতে পাব ।
থাঙ্কস ।