প্রথমে সবাই আমার শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাওয়া যাক।
আমরা সবাই Microworkers- সম্পর্কে কম বেশি জানি এ নিয়েই আজকের আমার এই টিউন।
Microworkers-এ কেন কাজ করবেন ?
- বিশ্বাসযোগ্য সাইট। টাকা হারাবার কোন চান্স নেই।
- $৯+ফিস হলেই টাকা তুলতে পারবেন।
- টাকা Skrill ও Paypal এর মাধ্যমে তোলা যাবে।
নতুনদের জন্য কিছু কথা:-
- প্রথম বা নতুন যারা অনলাইনে কাজ করতে চান তাদের বলবো This is the best site for you ।
- নতুন অনলাইনে এসেই অনেকেই oDesk-এর মত সাইটে বিট করে কাজ পান না আবার অনেকেই মনে করেন অনলাইনে কাজ পাওয়া অনেক সহজ কিন্তু মটেও সেটা নয় কারন কোন বিষয়ে না জেনে তা সম্পন্ন করা অসম্ভব। তাই আমি বলবো Microworkers-এ কাজ করলেন পাশাপাশি oDesk-এর মত সাইটে কিভাবে কাজ করতে হয় তা শিখলেন। এক দিক থেকে আপনার টাকা উপার্জন হল অন্যদিকে oDesk-এর মত সাইট থেকে বা আরও বেশী টাকা কিভাবে উপার্জন করা যায় তা শিখলেন।
- অনেকেই আছেন যারা ইন্টারনেটে অযথা সময় কাটান আমি তাদের বলব আপনারা এখানে কাজ করুন । এক দিক থেকে আপনাদের ইন্টারনেটের বিল উঠে আসবে অন্য দিক থেকে আপনার অভিঙতাও বৃদ্ধি পাবে।
- অনেকেই মনে করতে পারেন এত কম রেটে কাজ করে কি লাভ তবে এই কথাটি আপনার জন্য “ছোট ছোট বালু কনা বিন্দু বিন্দু জল, গড়ে তুলে মহাদেশ সাগর অ-তল“ মানুষ ছোট থেকেই বড় হয়। কখনও হঠাৎ করে বড় হয় না। তাই অল্প পরিসরে শুরু করুন একসময় বড় বড় হবেনই।
আপনি একেই কম টাকা বলবেন কেন যেখানে $০.১০ = ৭ টাকা আপনি বসে বসে কয়েক মিনিটে তা পাচ্ছেন।
কিভাবে Microworkers-এ একাউন্ট তৈরি করবেন ?
১। প্রথমে এখানে ক্লিক করুন। তার পরে ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করুন এবং সাবমিট এ ক্লিক করুন। আরও সাহায্যর জন্য নিচের ইমেজটি লক্ষ করুন।
২। এর পর দেখবেন আপনার ইমেইলে একটি কর্নফারমেশন মেইল এসেছে সেই URL ক্লিক করুন। আরও সাহায্যর জন্য নিচের ইমেজগুলো লক্ষ করুন।
৩। দেখবেন আপনার একাউন্টটি এ্যকটিভ হয়ে গিয়েছে এবার Account-এ ক্লিক করুন তারপর Edit address-এ ক্লিক করুন। ফর্মটি সতর্কতার সাথে সঠিক তথ্য দিয়ে পূরন করুন এবং সাবমিট এ ক্লিক করুন। আরও সাহায্যর জন্য নিচের ইমেজটি লক্ষ করুন।
ব্যস কাজ শেষ এবার Job-এ ক্লিক করুন এবং কাজ শুরু করুন আনন্দের সাথে।
নোট:- কোন Job সম্পন্ন করার আগে অবশ্যই Job-টির বিস্তারিত পড়ে নিবেন। কোন Job সম্পন্ন করার আগে সাবমিট করবেন না।
কিছু সমস্যা ও তার সমাধান:-
সমস্যা ১: আমার কম্পিউটার থেকে একাউন্ট খোলার সময় এই ম্যসেজটি দেখায় ?
সমাধান:- আপনার কম্পিউটারে একাধিক একাউন্ট খোলার জন্য এই সমস্যা হয়েছে। এই সমস্যার দুইটি সমাধান রয়েছে প্রথমটি আপনি অন্য
কোন কম্পিউটার, মোবাইল ফোন থেকে একাউন্ট খুলতে পারেন এবং আপনার কম্পিউটার দিয়ে কাজ করতে পারেন। দ্বিতীয়টি কোন ফ্রি VPN দিয়ে একাউন্ট খুলে Real IP দিয়ে তা কনফার্ম করতে হবে।
দ্বিতীয়টির বিস্তারিত:-
যা যা প্রয়োজন:- একটি ফ্রি VPN (এখানে আমি Cyber Ghost ব্যবহার করেছি আপনি ইচ্ছা করলে যে কোন VPN ব্যবহার করতে পারেন) ও CCleaner (এখানে আমি শুধু Browser Data পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করেছি আপনি চাইলে মেনুয়্যলি করতে পারেন)
ক। প্রথমে আপনার ভিপিএনটি ওপেন করুন এবং যে কোন আইপি দিয়ে কানেক্ট করুন।
খ। আপনার Browser Data পরিষ্কার করে নিন।
গ। এবার একাউন্ট খোলার ১ নং স্টেপটি ফলো করুন।
ঘ। এবার আপনার ভিপিএন ডিসকানেক্ট করুন এবং Browser Data পরিষ্কার করে নিন।
নোট:- ভিপিএন কানেক্ট অবস্থায় অবশ্যই ইমেইল কনফার্ম করবেন না।
ঙ। এবার একাউন্ট খোলার ২ নং ও ৩ নং স্টেপটি ফলো করুন।
ব্যস কাজ শেষ এবার Jobs এ ক্লিক করুন এবং কাজ শুরু করুন আনন্দের সাথে।
সমস্যা ২: আমি আমার স্ট্রিট এ্যড্রেস ভুল করেছি এখন আমি কী করব?
সমাধান:- এটা খুবই সহজ নিচের স্টেপ গুলো ফলো করুন
ক। প্রথমে আপনার একাউন্টে লগইন করুন এবং Support-এ ক্লিক করুন।
খ। এরপর Submit a new message-এ ক্লিক করুন।
আমি দুই বার আমার এড্রেস চেন্জ করেছি 😀
গ। Subject ও Question লিখে সাবমিট করুন।ধরুন
Subject :-
Change My address
Question :-
Hello sir,
I am proud myself to work your most popular worldwide site. I got some problem, My family shift another village so i can change my home address.
Please reset my address.
নোট:- এই মেসেজটি কপি করাবেন না। একই মেসেজ অনেকজন দিলে একাউন্ট ব্যন হওয়ার সম্ভাবনা থাকে। এই মেসেজটি দেখে নিজের মত করে লিখবেন।
সাবমিট করার ১-৩ দিনের মধ্যে আপনার উত্তর পেয়ে যাবেন।
সমস্যা ৩: কত দিনের মধ্যে আমি Microworkers থেকে চিঠি পাব?
সমাধান:- আসলে ? করার ২১ দিনের মধ্যে চিঠি আসার নিয়ম। ক্ষেত্রবিশেষে এটা কম বা বেশী লাগতে পারে। আমি ২০ দেিনর মাথায় পেয়েছিলাম।
নোট:- আপনি যদি ডাক মাস্টার বা আপনার এলাকায় যে চিঠি বিলি করে তার সাথে যোগাযোগ রাখেন তাহলে আপনি সহজে চিঠিটা পেয়ে যাবেন।
সমস্যা ৪: আমি কী একটি কম্পিউটার দিয়ে একাধিক একাউন্ট চালাতে পারব?
সমাধান:- না। প্রথম প্রথম যদিওবা চালাতে পারবেন কিন্তু আপনার একাউন্টে ৫-৯ ডলার হলেই আপনার একাউন্ট ব্যন করে দিবে তখন আপনার আমও যাবে ছালাও যাবে।
এছাড়াও যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানান আমি যতদূর পারি আপনাকে সাহায্য করব।
শেষকথা:- কোন কাজই ছোট নয়। আপনি যদি কোন কাজকে ছোট মনে করেন তাহলে আপনি কখনই উন্নতি লাভ করতে পারবেন না। উধাহরন স্বরুপ নিচের ইমেজটি লক্ষ করুন
এরা যদি Microworkers এর কাজকে ছোট মনে করত তাহলে আর এত টাকা ইনকাম করতে পারত না । এটাতো শুধু কয়েক জনের লিস্ট এরকম হাজার হাজার লোক Microworkers-এ কাজ করে।একটি কাজ ধর্য ধরে করুন সেই কাজটির সফলতা আপনি অবশ্যই পাবেন।
রাইত জাইগা টিউন লিখছি এখন ট্যকা দ্যন ! না মজা করলাম আমার টিউন পড়ে যদি আপনার তিল পরিমান উপকৃত হন তাহলে একটি ধন্যবাদ দিবেন তাহলেই আমার লিখা সার্থক।
আমার লেখায় যদি কোন ভুল থাকে তাহলে মাফ করে দিবেন। আগামী টিউনে দেখাব কীভাবে Forum Posting করতে হয়।
সবাইকে ধন্যবাদ দিয়ে আমার লেখা এখানেই শেষ করছি খোদাহাফেজ।
আমি মোশাররফ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai ami microworkers er “HG[33]” show kore. Ei kaj gulu korte gale time start hoy. ektu bujhiye bolben>> ami 2 mash jabot ekhane kaj krse. Amar success rate 84%.
Thanks