প্রফেশনাল হার্ডওয়্যার রিপেয়ারইং টিটউটরিয়ালেঃ https://www.youtube.com/playlist?list=PL9Q_x6Cmsav8BgomcY6j9ZZF_GWG7SNyz
শুধু মাত্র কম্পিউটার এর বিষয় নয়। তাদের ওয়েব সাইটে এ প্রফেশনাল মানের Basics of Electronics, Mobile Repairing,Repair of Home Appliance, Masonry (Building Construction),Basic Electronics Repair ইত্যাদি টিউটরিয়াল রয়েছে ।
তাদের ওয়েবসাইট : http://www.skilltrain.in/
তাদের ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/user/SkillTrainIndia
ফেসবুক ফ্যান পেজঃ https://www.facebook.com/skilltrain
যারা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন না তাদের জন্য কিছু টিপসঃ
প্রথমে গুগল এ বা এড্রেস বার এ http://flashgot.net/ এই লিখাটি সার্চ করুন। এর পর allow বাটন এ ক্লিক করুন।
এর পর আপনার ব্রাউজার টি রিস্টার্ট দিন।
এর পর মাউস এর রাইট বাটন চেপে নিচের মত সেটিং দিন।
এর পর আবার গুগল এ বা এড্রেস বার এ https://addons.mozilla.org/en-US/firefox/addon/flash-video-downloader/?src=hp-dl-mostpopular লিখাটি সার্চ করুন।
এর পর নিচের মত উইন্ডো আসবে। এইখানে Add to Firefox এ ক্লিক করুন।
এর পর দেখবেন প্লাগিন টি ইন্সটল হচ্ছে।
প্লুগিন টি ইন্সটল করার পর আপনার ব্রাউজার টি রিস্টার্ট দিন। এর পর ব্রাউজার খুলে নিচের মত আউটপুট দেখতে পারবেন। এর পর আপনি Flash video downloader আইকন টির উপর ক্লিক করে। আপনার যে ফরম্যাট টি পছন্দ সেটিতে ক্লিক করে Copy URL to clipboard এ ক্লিক করুন।
এর পর আইডিয়াম ওপেন করুন।ওপেন করে Add Url এ ক্লিক করুন। যারা আইডিএম নিয়ে প্রব্লেম এ আছেন তারা আমার এই টিউন টি দেখতে পারেন।
এর পর ওকে দিন নিচের মত আউটপুট দেখতে পারবেন।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।
আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।
thanks to share 🙂